অবহেলা||আমার বাংলা ব্লগ [10%shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আজ আমি আমার মনের আবেগ থেকে ও উপলব্ধি থেকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। এই পৃথিবীটা কেমন অদ্ভুত তেমনি পৃথিবীর মানুষগুলো ভিন্ন ভিন্ন। হয়তো সেই মানুষগুলো একে অন্যের থেকে আলাদা কিন্তু তাদের অনুভূতি গুলো একই সূত্রে গাঁথা। আমরা যে যার মত হলেও আমাদের অনুভূতি গুলোর সাথে অনেক মিল রয়েছে। কারণ আমাদের কষ্ট গুলো একই সূত্রে গাঁথা। তেমনি আমাদের জীবনের অনুভূতি গুলো একই রকমের। আমরা অনেক বেশি অভিমানী। প্রিয় মানুষের থেকে অবহেলা, সমাজের থেকে অবহেলা ও কাছের মানুষগুলো থেকে অবহেলা আমরা মেনে নিতে পারিনা। তাই আমি "অবহেলা" এই বিষয়বস্তুর উপর কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমার লেখনি আপনার কাছে ভালো লাগবে।


অবহেলা:

soul-g9d8c4dcbb_1920.jpg

Source


অবহেলা এই শব্দটি খুবই ছোট। কিন্তু এর মাঝে মিশে রয়েছে হাজার হাজার কষ্ট। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকে অবহেলার শিকার হয়। হয়তো যে যার জায়গা থেকে অবহেলার শিকার হয়। আমাদের অবহেলার ক্ষেত্রগুলো হয়তো আলাদা কিন্তু অনুভূতি গুলো ও মনের জমানো কষ্ট গুলো একই রকম। আমাদের যেমন প্রিয় মানুষগুলোর থেকে ভালোবাসা পাওয়ার অনেক আকাঙ্ক্ষা রয়েছে তেমনি তাদের থেকে অবহেলা পাওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক। যার প্রতি ভালোবাসা নেই তার কাছ থেকে অবহেলা পাওয়া খুবই তুচ্ছ ব্যাপার। কিন্তু কাছের সেই প্রিয় মানুষগুলো থেকে অবহেলা প্রত্যাশা করাই যেন কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের ব্যক্তিজীবনে আমাদের কাছের মানুষগুলো থেকে বেশি অবহেলা শিকার হচ্ছি। হয়তো সেটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে। তবুও আমরা সবকিছুকে মেনে নিয়েছি। কারণ আমরা ভালো থাকতে চাই। জীবনের সব চাওয়া পাওয়া, অবহেলা ও অভিমান সবকিছুকে তুচ্ছ করে জীবনকে ভালবাসতে চাই ও ভালো থাকতে চাই।


poor-g6c5aeb5d7_1920.jpg

Source


আমাদের এই সমাজের মানুষগুলো যে যার জায়গা থেকে প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়ত অবহেলার শিকার হচ্ছে। শ্রমিকরা অবহেলার শিকার হচ্ছে কিছু কিছু অর্থলোভী মালিকের কাছে। আবার কিছু কিছু জায়গা থেকে অবহেলা সমাজের চিত্র পাল্টে দিচ্ছে। এই সমাজের মানুষগুলো অবহেলা সহ্য করতে করতে অবহেলাকে জীবনের একটি অংশ মনে করে নিয়েছে। কারণ আমরা ভালবাসতে শিখিনি। ভালোবাসা দিয়ে কোন কিছু জয় করতে শিখিনি। ভালোবাসার মূল্য আমরা দিতে জানি না। হয়তো বিন্দু বিন্দু ভালোবাসার মূল্য দিতে পাহাড় সমান অবহেলাই পেয়েছি। কারণ আমরা আমাদের এই জীবনে অবহেলাকেই বন্ধু করে নিয়েছি। সমাজের মানুষগুলোর মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে এই অবহেলাকে কেন্দ্র করে। ধনী-দরিদ্র আমরা সকলেই মানুষ। আমরা যে যার জায়গা থেকে নিজেদের জীবন চালাচ্ছি। আমরা প্রত্যেকেই দুবেলা-দুমুঠো খাবার জন্য প্রতিনিয়ত এদিক ওদিক ছুটে চলেছি। হয়তো আমাদের কাজের মাঝে ভিন্নতা রয়েছে। কেউবা দামি গাড়িতে চড়ে অফিস করছে, কেউ বা মাথার ঘাম পায়ে ফেলে দু'মুঠো খাবার জোগাড় করছে। যারা উচ্চ পদে রয়েছে তারা প্রতিনিয়ত নিম্ন পদের মানুষ গুলোকে অবহেলার চোখে দেখছে। কারণ তাদের মাঝে ধনী-দরিদ্রের তফাৎ রয়েছে। এটা আমাদের সমস্যা নয় এটা সমস্যা আমাদের মানসিকতার। কারণ আমরা জন্মগতভাবেই অবহেলা করতে ভালোবাসি।অবহেলা আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই প্রত্যেকটি ব্যক্তি কারো না কারো থেকে অবহেলার শিকার হচ্ছে। যেদিন আমাদের চোখে অবহেলা দূরে সরে যাবে সেদিন সমাজের প্রতিটি মানুষ ভালো থাকবে।


lonely-g619539337_1920.jpg

Source

পৃথিবীতে সবচেয়ে কষ্টের ব্যাপার হল কাছের মানুষের থেকে অবহেলা। দূরের মানুষ থেকে অবহেলা সহ্য করা যায় কিন্তু কাছের মানুষদের থেকে অবহেলা নিজেকে তিলে তিলে শেষ করে দেয়। কাছের মানুষের প্রতি যে ভালোবাসা থাকে সেই ভালোবাসাকে আঁকড়ে ধরেই আমরা বাঁচতে চাই। কিন্তু তাদের অবহেলা ভালোবাসার পর্দাকে আড়াল করে দেয়। সেই ভালবাসার জায়গা দখল করে নেয় অভিমান ও অবহেলা। অভিমানের চাদরে ঢাকা পড়ে যায় সব ভালোবাসা। কারণ আমরা অবহেলাকে জীবনের সঙ্গী করে নিয়েছি। আমরা ভালোবাসতে ও ভালোবাসা পেতে অভ্যস্ত নই। অবহেলাকে সঙ্গী করে বেঁচে থাকতে অভ্যস্ত। প্রত্যেকটি ব্যাক্তিই যে যার থেকে জায়গা থেকে সুখী হতে চায় ও ভালো থাকতে চায়। কিন্তু আমরা কখনও আমাদের চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই না কারণ তারা আমাদের কাছে অবহেলিত। আমরা তাদেরকে অবহেলার চোখে দেখি।


black-ge68271f77_1920.jpg

Source

পৃথিবীতে প্রত্যেকটি ক্ষেত্রেই অবহেলা দেখতে পাওয়া যায়। যেমন আমাদের সমাজের অসহায় মানুষগুলো প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে। তাদের প্রতি নেই কোনো ভালোবাসা। নেই কোন মানবিকতা। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুকে উপেক্ষা করে তারা দুবেলা-দুমুঠো ভাতের জোগাড় করছে। কারণ তারা এই সমাজে বেঁচে থাকতে চায়। সমাজের মানুষগুলো তাদের কাজকে কখনোই সম্মান করেনি। একজন শ্রমিক তার অক্লান্ত পরিশ্রমে যে কাজগুলো করছে সেই কাজগুলোকে আমরা ভালোবাসছি কিন্তু সেই শ্রমিককে কখনোই তার শ্রমের মূল্য দিতে শিখিনি। শুধুমাত্র অর্থের বিনিময়ে কাজ করালেই তাদের প্রতি ভালোবাসা দেখানো হয়না। তাদের কাজের জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার মধ্যে অনেক বেশি ভালোলাগা রয়েছে। কিন্তু যারা এই শ্রমিকদের দিয়ে অক্লান্ত পরিশ্রম করিয়ে নিচ্ছে তারা কখনই এই শ্রমিকদেরকে ভালবাসার চোখে দেখেনা। সব সময় তাদের প্রতি রয়েছে অবহেলা। কারণ তারা গরীব। তারা খেটে খাওয়া মানুষ। উচু তলার মানুষ মনে করে এই খেটে খাওয়া মানুষগুলোর শরীর থেকে ঘামের গন্ধ বেরোয়। কিন্তু এই ঘামের গন্ধের সাথে মিশে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম ও বিন্দু বিন্দু রক্তের ফোঁটা। তা কখনো তারা উপলব্ধি করতে পারে না। কারণ তাদের প্রতি নেই কোনো ভালোবাসা আছে শুধু অবহেলা।


poor-g8e3760f62_1920.jpg

Source


আমরা আমাদের সন্তানদেরকে ও প্রিয়জনদেরকে ভালোবাসি। কিন্তু আমাদের সমাজের আনাচে-কানাচে অনেক পথশিশু ও অবহেলিত শিশু রয়েছে যাদেরকে কখনো ভালবাসার চোখে দেখিনি। এমনও মানুষ রয়েছে সেই পথশিশুকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। কারণ তারা পথশিশু। ময়লা কাপড়, উস্কোখুস্কো চুল সব কিছুই যেন তাদের অপরাধ। কিন্তু এই জীবনের জন্য কখনোই তারা নিজেরা দায়ী নয়। কারণ এই সমাজ তাদেরকে এই রূপ দান করেছে। সমাজের মানুষগুলো তাদেরকে এই পথে নামিয়েছে। সমাজের মানুষগুলো যদি তাদেরকে অবহেলার চোখে না দেখে ভালোবাসায় ভরিয়ে দিত তাহলে হয়তো এই শিশুগুলোর ভবিষ্যৎ ভালো হতো। প্রতিটি স্বাভাবিক শিশুর মতই হতো তাদের জীবন। তখন আর কেউ তাদেরকে অবহেলার চোখে দেখত না। শুধুমাত্র অবহেলাই একজন পথ শিশুর জীবন নষ্ট করে দেয়। আমরা যদি অবহেলাকে দূরে রেখে মনের ভালোবাসা দিয়ে তাদেরকে দেখি তাহলে উপলব্ধি করতে পারব একটি সুস্থ স্বাভাবিক শিশুর সাথে তাদের কোন পার্থক্য নেই। শুধু পার্থক্য রয়েছে তাদের পোশাকে ও চলাফেরায়। কিন্তু ভেতর থেকে তারা নিষ্পাপ ও স্বাভাবিক একটি শিশু। তাই এদেরকে অবহেলার চোখে না দেখে যদি আমরা ভালবাসার চোখে দেখি তাহলে তারাও পেতে পারে একটি সুন্দর জীবন ও সুন্দর ভবিষ্যৎ।


poor-g54d95abdc_1920.jpg

Source


আমাদের এই সমাজের মানুষগুলো যে যার জায়গা থেকে অবহেলিত। কারণ তাদের জায়গা থেকে তারা যেমন অবহেলিত তেমনি তাদের দ্বারা অন্য কেউ অবহেলার শিকার হচ্ছে। তাই সবাই মিলে যদি মানসিকতার পরিবর্তন করে অবহেলাকে ভালোবাসায় রূপান্তর করি তাহলে হয়তো সমাজের চিত্র বহুগুণ পাল্টে যাবে। তবেই আমরা পাব সুন্দর একটি সমাজ। ভালোবাসা ও অবহেলা জীবনের দুটি বিন্দু। ভালোবাসা দিয়ে যেমন সবকিছুকে জয় করা যায় তেমনি অবহেলাকে দূরে সরিয়ে দিলে জীবন কেউ পরিবর্তন করা যায়। আমরা যদি আমাদের মন থেকে অবহেলা শব্দটি সরিয়ে ফেলি তাহলে হয়তো আমরাও কোন না কোন ক্ষেত্র থেকে আর অবহেলিত হবোনা। কারণ আমরা সকলে মিলে পরিবর্তিত হতে চাই। সকলের পরিবর্তনই পারবে অবহেলাকে চিরতরে দূর করে দিতে। হয়তো এভাবেই আমরা সকলে মিলে ভালো থাকতে পারবো। কারন আমরা ভালো থাকতে চাই ও ভালো থাকাই আমাদের জীবনের মূল লক্ষ্য।


আশা করছি আমার লেখাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আমার মনের আবেগ থেকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। জানিনা আমার লেখা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। তবে আমি আমার মনের অগোচরে লুকানো কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

সত্যিই অবহেলা এবং অবজ্ঞা দুটোই খারাপ। আমি মনে করি কাউকেই অবহেলা অবজ্ঞা করা উচিত নয়। আর মনে করি যদি আমি কাউকে অবহেলা করি ঠিক একইভাবে সেই অবহেলা আমার কাছে ফিরে আসবে। বিষয়বস্তুটি দারুন ছিল ধন্যবাদ।

 2 years ago 

আপু অবহেলা নিয়ে আজকে যে ব্লক কি আপনি দেখেছেন সত্যিই অসাধারণ ছিল আসলে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করি এবং নিজের বিবেক অনুযায়ী কাজ করি তাহলে আমার মনে হয় না সমাজের এই অবহেলা গুলো থেকে যায়। আসলে আপনি ঠিকই বলেছেন অবহেলাকে আমরা প্রতিদিনের নিয়মের মধ্যে করে নিয়েছি কারণ এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর দুর্দান্ত একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এই সমাজের মানুষ যে অবহেলিত হচ্ছে প্রতিটি স্তর থেকে আপনি সেই চিত্র টি আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। এবং সমাজের মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। ভালোবাসা দিয়ে যে কাজ করানো যায় জুলুম করে সে কাজ করানো যায়না এই দিকটি আপনার পোষ্টের মাধ্যমে আপনি তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59367.33
ETH 3172.01
USDT 1.00
SBD 2.43