DIY-ওয়াল হ্যাংগিং তৈরি||

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। ডাই ইভেন্টে কোন কিছু তৈরি করব না তা কি করে হয়। তাইতো আমি একটি ওয়াল হ্যাংগিং তৈরি করার চেষ্টা করেছি। আর আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


ওয়াল হ্যাংগিং তৈরি:

IMG_20240305_173042.jpg
Device-OPPO-A15
IMG_20240305_180542.jpg
Device-OPPO-A15


ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে। আর নিজের হাতে কোন কিছু তৈরি করতেও ভালো লাগে। যদিও সময়ের অভাবে এখন খুব একটা নতুন কিছু তৈরি করা হয়ে ওঠে না। আজকে ভাবলাম ডাই ইভেন্টের জন্য একটি ওয়াল হ্যাংগিং তৈরি করব। আর সেই ভাবনা থেকেই একটি ওয়াল হ্যাংগিং তৈরি করার চেষ্টা করেছি। এই ওয়াল হ্যাংগিংটি আমি আমার বারান্দার এক কোণায় রেখেছি। দেখতে বেশ ভালোই লাগছিল। গাছের পাতার ফাঁকে ওয়াল হ্যাংগিরটি দেখতে বেশ ভালো লাগছিল। একবার চলুন দেখে নেয়া যায় কিভাবে আমি এই ওয়াল হ্যাংগিং তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. কার্ডবোর্ড।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. সাদা কাগজ।
৭. সাদা রং।

IMG20240305163622.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240305163710.jpg
Device-OPPO-A15
IMG20240305163724.jpg
Device-OPPO-A15


ওয়াল হ্যাংগিং তৈরি করার জন্য প্রথমে আমি কার্ডবোর্ড নিয়েছি। এরপর ঘরের আকৃতি তৈরি করার জন্য দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-২

IMG20240305163843.jpg
Device-OPPO-A15
IMG20240305163925.jpg
Device-OPPO-A15


এবার সুন্দরভাবে কেটে নিয়েছি। যাতে করে ওয়াল হ্যাংগিংটি তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20240305164006.jpg
Device-OPPO-A15
IMG20240305164150.jpg
Device-OPPO-A15


এবার ওয়াল হ্যাংগিংটির সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কালো কাগজ নিয়েছি এবং মাপ অনুযায়ী কেটে নিয়েছি।


ধাপ-৪

IMG20240305164210.jpg
Device-OPPO-A15
IMG20240305164253.jpg
Device-OPPO-A15


এবার আঠা দিয়ে কাগজটি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20240305164419.jpg
Device-OPPO-A15
IMG20240305164523.jpg
Device-OPPO-A15


এবার কিছু সাদা কাগজ কেটে নিয়েছি। আর সুন্দর করে আঠা দিয়ে লাগানোর চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240305164625.jpg
Device-OPPO-A15
IMG20240305164729.jpg
Device-OPPO-A15


সাদা কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং এর বিভিন্ন অংশে সুন্দর করে ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240305165036.jpg
Device-OPPO-A15
IMG20240305165303.jpg
Device-OPPO-A15


এবার ওয়াল হ্যাংগিং এর মাঝের অংশে সুন্দর করার জন্য একটি সাদা কাগজ নিয়েছি এবং সুইট হোম লেখাটি লিখে নেওয়ার চেষ্টা করেছি। এরপর সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20240305165357.jpg
Device-OPPO-A15
IMG20240305165409.jpg
Device-OPPO-A15


লেখার অংশটি কাটা হয়ে গেলে এবার সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৯

IMG20240305165510.jpg
Device-OPPO-A15
IMG20240305165605.jpg
Device-OPPO-A15


এবার ওয়াল হ্যাংগিং এর নিচের অংশ সুন্দর করার জন্য লাল রঙের কাগজ নিয়েছি। এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20240305165634.jpg
Device-OPPO-A15
IMG20240305165650.jpg
Device-OPPO-A15


এবার কাগজ কেটে ফুল তৈরি করার জন্য ভাঁজ করে নিয়েছি।


ধাপ-১১

IMG20240305165715.jpg
Device-OPPO-A15
IMG20240305165901.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কাগজ কেটে কেটে ফুলগুলো তৈরি করে নিয়েছি।


ধাপ-১২

IMG20240305170121.jpg
Device-OPPO-A15
IMG20240305170419.jpg
Device-OPPO-A15


আঠা দিয়ে ফুলগুলো সুন্দর করে লাগিয়ে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে।


ধাপ-১৩

IMG20240305170805.jpg
Device-OPPO-A15
IMG20240305170839.jpg
Device-OPPO-A15


এবার কিছু পাতা তৈরি করার জন্য সবুজ কাগজ নিয়েছি এবং দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-১৪

IMG20240305170914.jpg
Device-OPPO-A15
IMG20240305170948.jpg
Device-OPPO-A15


এবার পাতাগুলো সুন্দর করে তৈরি করেছি। আর ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20240305_182121.jpg
Device-OPPO-A15
IMG_20240305_180311.jpg
Device-OPPO-A15


ওয়াল হ্যাংগিং এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুল এবং পাতা সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। ফুলের মাঝে সাদা রঙের ব্যবহার করেছি। এরপর পিছনের দিকে সুতা লাগিয়ে দিয়েছি। যাতে করে ঝুলিয়ে রাখা যায়।


উপস্থাপনা:

IMG_20240305_172822.jpg
Device-OPPO-A15
IMG_20240305_180224.jpg
Device-OPPO-A15


এবার আমি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ফটোগ্রাফি করে নিয়েছি। আমি আমার বারান্দার এক কোনায় এই সুন্দর ওয়াল হ্যাংগিং লাগিয়ে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। পাতার ফাঁকে ঝুলে থাকে ওয়াল হ্যাংগিং বারান্দার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলেছিল। জানি না আমার তৈরি করা ওয়াল হ্যাংগিং আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 6 months ago 

আপনার তৈরী ওয়াল হ্যাংগিংটি অনেক সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ওয়াল হ্যাংগিংটি বানিয়েছেন ও আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি ওয়াল হ্যাংগিং তৈরির পদ্ধতি তুলে ধরার। সুন্দরভাবে নিজের মন্তব্য প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 6 months ago 

খুব সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। আবার নাম দিয়েছেন সুইট হোম আপনার তৈরি করা সুইট হোম টি খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে ধন্যবাদ আপু এত সুন্দর একটু পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আমার তৈরি করা ওয়াল হ্যাংগিং আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু মন্তব্যের জন্য।

 6 months ago 

বাহ্ আপু আপনি তো খুব সুন্দর একটি ক্রেয়েটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর ওয়ালমেট গুলো দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনি আপনার তৈরি করা ওয়ালমেটটি আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ওয়াল হ্যাংগিংটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 6 months ago 

দারুন একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন আপু। বারান্দায় গাছের পাতার ফাঁকে ওয়াল হ্যাংগিংটি ঝুলিয়ে রাখার কারণে বেশ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। দারুন ভাবে ওয়াল হ্যাংগিং বানানোর পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

গাছের ফাঁকে এই ওয়াল হ্যাংগিং রেখেছি আপু। যাতে করে দেখতে ভালো লাগে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 6 months ago 

আপনার এই ওয়াল হ্যাংগিং টা দেখে আমার নিজেরও তৈরি করতে ইচ্ছে করছে কারণ এগুলো ঘরের সৌন্দর্য এমনিতেই বৃদ্ধি করে খুব চমৎকার পোস্ট করেছেন আপু ধন্যবাদ।

 6 months ago 

ভাইয়া আপনি চাইলে বাসায় এভাবে ওয়াল হ্যাংগিং তৈরি করতে পারেন। আশা করছি খুব শীঘ্রই তৈরি করার চেষ্টা করবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 6 months ago 

এসব ডাই প্রজেক্ট শুধু আপনিই পারেন ৷ তাই তো আপনার পোষ্ট দেখি ৷ সত্যি বলতে ওয়াল হ্যাংগিং টি দেখার মতো ৷ ঘরে দেয়ালে সাজিয়ে রাখলে ওসাম দেখা যাবে ৷ রঙিন কাগজ দিয়ে কার্ড বোড দিয়ে অনেক সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন অসংখ্য ধন্যবাদ আপু ৷

 6 months ago 

আরে না ভাইয়া আমি খুব একটা পারিনা। অনেকেই ভালো পারে। ওয়াল হ্যাংগিংটি আপনার ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 6 months ago 

বাহ! সুন্দর হয়েছে তো আপু। গাছের পাশে ওয়ােহ্যাংগিংটি আসলেই মানিয়েছে। ঘরের সৌন্দর্য ও বৃদ্ধি পেয়েছে। আপনি কাজটি একদম নিখুঁতভাবে করেছেন।

 6 months ago 

ওয়াল হ্যাংগিংটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ঠিক বলেছেন ভাইয়া ওয়াল হ্যাংগিংটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছে।

 6 months ago 

আল্লাহ জানে আপনার কাছ থেকে আরও কত ক্রেয়েটিভ জিনিস দেখবো। আপনাকে দেখলে তো রীতিমত গর্ব হয় আপু। এমন সুন্দর একজন ক্রেয়েটিভ মানুষ কে আল্লাহ আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। বেশ দারুন ছিল আপু আপনার আজকের ওয়ালমেটটি। ধন্যবাদ আপু আপনাকে।

 6 months ago 

কি যে বলেন আপু আমি ক্ষুদ্র মানুষ তাই ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু করার চেষ্টা করি। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 6 months ago 

আপু আপনি ইভেন্টের জন্য রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়াল হ্যাংগিং বানিয়েছেন। আপনার এই ওয়াল হ্যাংগিং আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো এই ধরনের ছোট ছোট জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। ফুল পাতা দিয়ে খুব সুন্দর ভাবে এটি সাজিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

আপু আমি চেষ্টা করেছি ওয়াল হ্যাংগিং তৈরি করার। ফুল এবং পাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলার চেষ্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 6 months ago 

আপনি খুব সুন্দর একটি পোস্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার তৈরি ওয়াল হ্যাংগিংটি দেখতে বেশ সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে এই ধরনের কাজগুলো করতে এবং দেখতে আমার খুব ভালো লাগে।আপনি বারান্দার দেয়ালে এই ওয়াল হ্যাংগিংটি লাগিয়েছেন। দেখতে নিশ্চয় অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রকাশের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57852.72
ETH 2355.59
USDT 1.00
SBD 2.44