Diy-পাহাড় ও নদীর পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং উপস্থাপন করতে যাচ্ছি। নতুন নতুন পোস্ট সকলের মাঝে উপস্থাপন করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করি। তেমনি আজকে নতুন একটি পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


পাহাড় ও নদীর পেইন্টিং:

CamScanner 08-09-2022 14.28.jpg
Device-OPPO-A15


পাহাড় ও নদীর পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। পাহাড় ও নদী পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। পাহাড় আমার ভীষণ প্রিয়। পাহাড়ের বুক চিরে বয়ে চালা নদী দেখতে খুবই ভালো লাগে। এছাড়া পাহাড়ি ঝর্নাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য তুলে ধরার জন্য এই পেইন্টিং করেছি। পেইন্টিং এর মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি এবং পাহাড়ের সৌন্দর্য সকলের মাঝে উপস্থাপন করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং এই পেইন্টিং তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20220809134225.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20220809135235.jpg
Device-OPPO-A15
IMG20220809135314.jpg
Device-OPPO-A15


পেইন্টিং এর প্রথম ধাপে আকাশের নীলবর্ণ তৈরি করার জন্য নীল রং দিয়ে আকাশ অংকন করেছি।


ধাপ-২

IMG20220809135559.jpg
Device-OPPO-A15
IMG20220809135611.jpg
Device-OPPO-A15


এবার নীল আকাশের মাঝে সাদা মেঘের পালক অংকন করেছি। সাদা মেঘ গুলো দেখতে ভালো লাগে। নীল আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে সাদা মেঘের পালক।


ধাপ-৩

IMG20220809135715.jpg
Device-OPPO-A15
IMG20220809135831.jpg
Device-OPPO-A15


এবার রঙের ছোঁয়ায় পাহাড় অংকনের চেষ্টা করেছি। হয়তো পাহাড়ের সৌন্দর্য আমি আমার অংকনে তুলে ধরতে পারিনি। তবে চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20220809140053.jpg
Device-OPPO-A15
IMG20220809140159.jpg
Device-OPPO-A15


পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্না দেখতে খুবই ভালো লাগে। তাই পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণা অংকনের মাধ্যমে তুলে ধরেছি।


ধাপ-৫

IMG20220809140430.jpg
Device-OPPO-A15
IMG20220809140544.jpg
Device-OPPO-A15


এবার সবুজ রং দিয়ে পাহাড়ি সবুজ অঞ্চল অংকন করেছি। এরপর নদীর দুই ধার অঙ্কন করেছি।


ধাপ-৬

IMG20220809140755.jpg
Device-OPPO-A15
IMG20220809140931.jpg
Device-OPPO-A15


নদীর দুই ধারের অংশগুলো সবুজ রঙ দিয়ে অংকন করেছি। এর ফলে এই পেইন্টিং সুন্দর হয়েছে।


ধাপ-৭

IMG20220809141059.jpg
Device-OPPO-A15


পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী দেখতে ভীষণ ভালো লাগে। তাইতো আমি পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদী অংকন করেছি। এঁকেবেঁকে বয়ে চলা এই নদী রঙের মাধ্যমে ফুটিয়ে তুলতে আমার ভালো লেগেছে।


ধাপ-৮

IMG20220809141544.jpg
Device-OPPO-A15
IMG20220809142154.jpg
Device-OPPO-A15


এবার পাহাড়ি কিছু গাছের চিত্র অংকন করেছি। পাহাড়ি গাছগুলো দেখতে ভালো লাগে। পাহাড়ি গাছগুলোর সৌন্দর্য যেন পাহাড়ের সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে তোলে।


ধাপ-৯

IMG_20220809_192443.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশের কাজ গুলো শেষ করে আমি এই পেইন্টিংটি সুন্দরভাবে তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20220809_143511.jpg
Device-OPPO-A15


পাহাড় ও নদীর সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং করতেও ভালো লাগে। তাই আমি এই সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরেছি। আমি জানিনা আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে। তবে চেষ্টা করেছি আমার কল্পনা থেকে দারুন একটি পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার।


আমার পোস্ট পরিদর্শনের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 2 years ago 

আপু পাহাড়ও নদীর খুব সুন্দর একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। আমার কাছে ভালো পাহার ও নদী দুটোই ভালো লাগে। দুটোকে একসাথে করে আপনি খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। যা দেখে খুব ভালো লাগলো।অনেক শুভকামনা রইল ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর পেইন্টিং আপনার থেকে দেখতে পাবো আশা করি।

 2 years ago 

আপনার আঁকা পোস্টার রং দিয়ে পাহাড় ও নদীর পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে।এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রকৃতি যদি চিত্রের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে আপনি অনেক সুন্দর ভাবে পেইন্টিং করেছেন। সম্পূর্ণ চিত্রটি পাহাড় এবং নদী দুটোই আমার অনেক পছন্দ অনেক ভালো লাগলো চিত্রটি দেখে।

 2 years ago 

খুবই সুন্দর করে আপনি পাহাড় ও নদীর পেইন্টিং করেছেন, খুবই সুন্দর লাগছে আপনার এই পেইন্টিংটি। বিশেষ করে পাহাড় গুলো এবং আকাশ দেখতে সত্যিই চমৎকার লাগছে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পাহাড় নদী এবং ঝরনার খুবই সুন্দর একটি চিত্র প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন

 2 years ago 

বাহ আপু পোস্টার রং দিয়ে আপনি অনেক সুন্দর পাহাড় ও সমুদ্রের পেইন্টিং তৈরি করেছেন। কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। নদী এবং গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

শান্তশিষ্ট এবং মনোরম একটা পরিবেশ আপনি আপনার ক্রিটিভিটি দিয়ে তুলে ধরেছেন, আপনার ড্রইং এর মাধ্যমে পাহাড় নদী মনোরম একটি পরিবেশ ফুটিয়ে তুলেছেন, শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপু আমি তো মাঝে মাঝে ভাবি এতো সুন্দর করে কিভাবে পেইন্টিং করে৷সত্যি বলতে আমি চেষ্টা করি ৷কিন্তু আমার কাছে হয় না ৷
আর আপনার পাহাড় ও নদীর পেইন্টিং টি অনেক সুন্দর হয়েছে আপু

 2 years ago 

পাহাড় ও নদীর পেইন্টিং টি আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে এই ধরনের পেইন্টিং আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর ভাবে আপনার উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পাহাড় ও জল রং দিয়ে খুব সুন্দর একটি আর্ট অঙ্কন করেছেন তা থেকে অনেক ভালো লাগলো। আপনার তুলির প্রতিটি টাচ যেন এক একটি প্রতিবিম্ব। অসাধারণ একটি আর্ট হয়েছে। একটি ইউনিক আইডিয়া নিয়ে আপনার এই আর্ট দেখতে পেলাম ।ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66269.58
ETH 3204.67
USDT 1.00
SBD 4.24