অরিগ্যামি-কাগজ দিয়ে $Puss তৈরির চেষ্টা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। যেহেতু কয়েকদিন থেকে সবাই $Puss নিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করছে তাই আমিও ভাবলাম একটু ভিন্ন কিছু করি। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
কাগজ দিয়ে $Puss তৈরির চেষ্টা:
কাগজ দিয়ে $Puss তৈরির চেষ্টা করেছি আর কাগজের ভাঁজে $Puss এর মাথার অংশটা সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি। এর আগেও আমি এই ধরনের পোস্টগুলো করেছিলাম। তবে আজকে ভাবলাম একটু ভিন্নভাবে ভিন্ন কিছু করি। সেই ভাবনা থেকে মূলত সাদা কাগজের ব্যবহার করে সুন্দর করে $Puss তৈরি করার চেষ্টা করেছি। আসলে যখন কোন কিছু অন্তরের মাঝে গেঁথে যায় তখন সেই জিনিসটাই মাথায় ঘোরপাক খেতে থাকে। আর $Puss আমাদের সবার প্রিয় হয়ে উঠেছে। তাইতো যে কোন ভাবেই $Puss নিয়ে কোন কিছু তৈরি করতে ভালো লাগে। আমিও আমার ক্ষুদ্র প্রচেষ্টায় নতুন কিছু করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
ধাপ সমূহ:
ধাপ-১
কাগজ দিয়ে Puss তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর মাঝামাঝি ভাঁজ করার চেষ্টা করেছি। এবার আরও কিছু ভাঁজ করেছি।
ধাপ-২
যেহেতু কাগজের ভাঁজেই আমি Puss তৈরি করবো তাই ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী আরো কিছু ভাঁজ করেছি।
ধাপ-৩
এবার আরো কিছু ভাঁজ করেছি। উপরের ছবি দেখলেই আপনারা বিষয়গুলো ভালোভাবেই বুঝতে পারবেন।
ধাপ-৪
এবার এই সুন্দর অরিগ্যামি তৈরি করার জন্য আবারও ভাঁজ করেছি।
ধাপ-৫
একটি তৈরি হয়ে গেলে এবার আরও একটি কাগজ নিয়েছি Puss তৈরি করার জন্য এবং একই পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করেছি।
ধাপ-৬
একই পদ্ধতিতে দুটি Puss এর মাথার অংশ তৈরি করেছি।
ধাপ-৭
এবার দেখতে সুন্দর করার জন্য কলম ব্যবহার করে একটু নকশা করে ডিজাইন করে দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।
উপস্থাপনা:
যখন কাগজ দিয়ে বসি তখন অনেক কিছুই তৈরি করতে ইচ্ছে করে। তবে কয়েকদিন থেকে যেহেতু Puss নিয়ে সবাই পোস্ট করার চেষ্টা করছে তাই আমিও ভাবলাম Puss নিয়ে একটি নতুন পোস্ট শেয়ার করি। তাইতো আমি Puss এর মাথার অংশ তৈরি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1833505848846651537?t=M4vah2jUAN_viloaUBnVWg&s=19
আপনি তো দেখছি কাগজ দিয়ে দারুন ভাবে পুস তৈরি করে দেখেছেন আমাদের। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই প্রতিভা দেখে। আপনার আজকের এই পোষ্টের মাঝে পুষ কয়েনের প্রতি ভালোবাসা অবিরাম লক্ষ্য করলাম। বেশি দারুন হয়েছে।
ভাইয়া আমি চেষ্টা করেছি কাগজ দিয়ে $Puss তৈরি করার। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
কি দারুণ বানিয়েছেন আপু সাদা কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে পুস।ভীষণ সুন্দর হয়েছে।পুসের চোখ দুটো ভীষণ ভালো লাগছে দেখতে।ধাপে ধাপো চমৎকার সুন্দর করে পুস বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পুস বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
সাদা কাগজের ব্যবহার করে সুন্দর করে $Puss তৈরি করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।
কাগজের ভাঁজে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। $Puss তৈরি করতেও ভালো লেগেছে।
আপু আমিও ঠিক আপনার মত করেই একটি PUSS তৈরি করার চেষ্টা করেছি। আপনি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু আপনি $Puss তৈরি করেছেন জেনে ভালো লাগলো। আমিও চেষ্টা করেছি তৈরি করার। অনেক ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করার জন্য।
ওয়াও আপনার চেষ্টা অসাধারণ ছিলো আপু। আপনি কাগজ দিয়ে এতো সুন্দর পুশ তৈরি করছেন যেটা আমাকে মুগ্ধ করছে।আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
কাগজ দিয়ে তৈরি করা $Puss আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।
কাগজ ব্যবহার করে চমৎকার পুশের অরিগ্যামি তৈরি করেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর হয়েছে। নিখুঁত হাতে কাগজ ব্যবহার করে পুশের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
কাগজের ব্যবহার করে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তাইতো আমি চেষ্টা করেছি নতুন কিছু করার। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি পুস এর অরিগ্যামি বানিয়েছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। কালো কলম দিয়ে খুব সুন্দর ভাবে নাক মুখ এঁকেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য
সাদা কাগজ দিয়ে $Puss বানানোর চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
বাহ্ অনেক কিউট দেখতে আমাদের সবার পছন্দের $puss কে আপনি তৈরি করে নিয়েছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভাঁজে ভাঁজে সুন্দর করে তৈরি করার কারণে দেখতে অনেক ভালো লাগছে। বিশেষ করে দুটো অরিগ্যামি খুবই কিউট লেগেছে আমার কাছে। আপনি চেষ্টা করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু।
$puss আমাদের সকলের প্রিয়। তাই আমি কাগজের ভাঁজে puss তৈরি করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
কাগজ দিয়ে $Puss তৈরির চেষ্টা সফল হয়েছে বলে আমার কাছে মনে হয় আপু। কারণ আপনি যে চেষ্টা করেছেন তার ফলাফল খুবই সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় জিনিসের এত সুন্দর অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।
কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ধরনের কাজগুলো করতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।