DIY-রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি🌻||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ফুলের ওয়ালমেট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে আমি সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছি। বিভিন্ন রঙে রঙিন কাগজ দিয়ে আমি এই ওয়ালমেটটি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি ফুলের ওয়ালমেট আপনাদের সকলের কাছে ভালো লাগবে।



🌻রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি:🌻

IMG20220105171701.jpg
Device-OPPO-A15
IMG20220105171529.jpg
Device-OPPO-A15



রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুলের ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। ঘরের দেয়াল সুন্দর করে সাজানোর জন্য আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করার। তাই আমি রঙিন কাগজ গুলো কাজে লাগিয়ে সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছি। এই ফুলের ওয়ালমেটটি আমার ঘরের দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমার ঘরের দেয়াল সুন্দর করে সাজিয়ে তুলতে এই ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে।



প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20220105142110.jpg
Device-OPPO-A15



🌻রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরির ধাপসমূহ:🌻



🌻ধাপ-১🌻

IMG20220105142202.jpg
Device-OPPO-A15
IMG20220105142337.jpg
Device-OPPO-A15



রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। এরপর সাদা কাগজের উপর ওয়ালমেট তৈরি করার জন্য গোল একটি বৃত্ত অঙ্কন করেছি। এবার আমি রঙিন কাগজ নিয়েছি কাটার জন্য।



🌻ধাপ-২🌻

IMG20220105142555.jpg
Device-OPPO-A15
IMG20220105142829.jpg
Device-OPPO-A15



এরপর আমি লাল ও নীল রঙের কাগজ গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। বিভিন্ন রঙের রঙিন কাগজ গুলো দিয়ে ফুলের পাপড়ি তৈরি করার জন্য সুন্দর করে কেটে নিয়েছি।



🌻ধাপ-৩🌻

IMG20220105142903.jpg
Device-OPPO-A15
IMG20220105143015.jpg
Device-OPPO-A15



এবার আমি রঙিন কাগজ গুলো দিয়ে ফুলের পাপড়ি তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর হালকা ভাবে ভাজ করেছি। এবার আমি শেষের অংশে আঠা লাগিয়েছি।



🌻ধাপ-৪🌻

IMG20220105143146.jpg
Device-OPPO-A15
IMG20220105143306.jpg
Device-OPPO-A15



এভাবে আমি ধিরে ধিরে ফুলের পাপড়ি তৈরি করেছি। আমি একটি একটি করে কাগজ নিয়েছি এবং সুন্দর করে ফুলের পাপড়ি তৈরি করার চেষ্টা করেছি।



🌻ধাপ-৫🌻

IMG20220105154209.jpg
Device-OPPO-A15
IMG20220105160017.jpg
Device-OPPO-A15



একই পদ্ধতি অবলম্বন করে আমি আরো কিছু ফুলের পাপড়ি তৈরি করেছি এবং লাল রঙের ফুলের পাপড়ি তৈরি করা হয়ে গেলে একই পদ্ধতি অনুযায়ী নীল রঙের কাগজ গুলো দিয়ে ফুলের পাপড়ি তৈরি করেছি



🌻ধাপ-৬🌻

IMG20220105160328.jpg
Device-OPPO-A15
IMG20220105160554.jpg
Device-OPPO-A15



এবার আমি সাদা কাগজের উপর গোল করে বৃত্ত অঙ্কন করা অংশে সুন্দর করে আঠা লাগিয়েছি। গোল বৃত্তের দাগ অনুযায়ী আঠা লাগিয়েছি। এবার আমি ধীরে ধীরে আঠার উপর লাল রঙের ফুলের পাপড়ি গুলো লাগিয়েছি।



🌻ধাপ-৭🌻

IMG20220105160719.jpg
Device-OPPO-A15
IMG20220105161904.jpg
Device-OPPO-A15



এভাবে আমি আঠার উপর ফুলের পাপড়ি গুলো আরো কিছু অংশে লাগিয়েছি।



🌻ধাপ-৮🌻

IMG20220105162437.jpg
Device-OPPO-A15



লাল রংয়ের ফুলের পাপড়ি সম্পূর্ণ অংশে গোল করে সুন্দর করে লাগিয়েছি। গোল করে ফুলের পাপড়ি লাগানোর ফলে দেখতে অনেক সুন্দর হয়েছে।



🌻ধাপ-৯🌻

IMG20220105162605.jpg
Device-OPPO-A15
IMG20220105162754.jpg
Device-OPPO-A15



এবার আমি দ্বিতীয় ধাপে নীল রঙের ফুলের পাপড়ি গুলো লাগিয়েছি। এভাবে ধীরে ধীরে আরো কিছু অংশে নীল রঙের পাপড়িগুলো লাগিয়েছি।



🌻ধাপ-১০🌻

IMG20220105163122.jpg
Device-OPPO-A15
IMG20220105163407.jpg
Device-OPPO-A15



এবার আমি নীল রঙের কাগজ গুলো সুন্দর করে দ্বিতীয় ধাপের অংশগুলোতে লাগানো শেষ করেছি। নীল রঙের কাগজ গুলো লাগানোর ফলে আমার তৈরি ফুলের ওয়ালমেট আরো সুন্দর হয়েছে।



🌻ধাপ-১১🌻

IMG20220105164122.jpg
Device-OPPO-A15
IMG20220105164423.jpg
Device-OPPO-A15
IMG20220105164856.jpg
Device-OPPO-A15



এবার আমি তৃতীয় ধাপে লাল রঙের ফুলের পাপড়ি গুলো লাগিয়েছি। আমি খুব সুন্দর করে তৃতীয় ধাপের সম্পূর্ণ অংশে লাল রঙের ফুলের পাপড়ি গুলো লাগানোর কাজ শেষ করেছি।



🌻শেষ ধাপ🌻

IMG20220105165501.jpg
Device-OPPO-A15
IMG20220105170023.jpg
Device-OPPO-A15



এভাবে আমি ধিরে ধিরে শেষ ধাপে অর্থাৎ মাঝের অংশে নীল রঙের ফুলের পাপড়ি গুলো সুন্দর করে লাগিয়েছি। মাঝের অংশের নীল রঙের পাপড়িগুলো লাগানোর ফলে আমার তৈরি করা ফুলের ওয়ালমেট আরো বেশি সুন্দর হয়েছে।



🌻উপস্থাপনা:🌻

IMG20220105171357.jpg
Device-OPPO-A15
IMG20220105171053.jpg
Device-OPPO-A15



রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির পদ্ধতি আমি সুন্দর করে ধাপে ধাপে আলোচনা করেছি। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা হয়ে গেলে আমি আমার ঘরের দেয়ালে লাগিয়ে রেখেছি। ঘরের দেয়াল দেখতে অনেক সুন্দর হয়েছে। এরপর আমি আমার তৈরি করা এই ওয়ালমেটটির ফটোগ্রাফি করে আপনাদের সকলের মাঝে উপস্থাপন করেছি।



ধন্যবাদ সকলকে।

Sort:  

আপু আপনি অনেক সুন্দর ও সহজ ভাবে ওয়ালমেন্টটি তৈরি করেছেন।সেটি দেখতে অনেক সুন্দর হয়েছে।এটি যেখানে রাখবেন সে জায়গা টিও অনেক সুন্দর লাগবে।আপনার প্রতিটা ধাপ সহজ করে আপনি বুঝিয়েছেন তা আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপু

 3 years ago 

আপু আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেটটি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখে অনেক সুন্দর লাগছে। ওয়ালমেট কালার কম্বিনেশনটা পার্ফেক্ট হয়েছে। এ কাজগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন আপনি এই ওয়ালমেট গুলো তৈরি করে আপনার ধৈর্যের পরিচয় দিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়ালমেট তৈরির মূল কাজ হলো কালার সিলেক্ট করা। আমি চেষ্টা করেছি কালারগুলো মিলিয়ে সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করার। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে আপনার ওয়ালমেট টি খুবই সুন্দর লেগেছে ।কাগজের কালারটি খুবই চমৎকার হয়েছে। যার জন্য আপনার ওয়ালমেট দেখতে অনেক বেশী সুন্দর লাগছে ।প্রতিটি ধাপ আপনি আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করেছেন যেটি আপনার ওয়ালমেট কে অনেক বেশি সুন্দর করে তুলেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো আপু। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

siam,.png

আপু রঙ্গিন৷ কাগজ দিয়ে অসাধারণ ভাবে ফুলের ওয়ালমেট বানিয়েছেন। শুভকামনা আপু💗💗💗

siam,.png

 3 years ago 

রঙিন কাগজের ওয়ালমেট কিন্তু দারুণ। খুব সুন্দর প্রক্রিয়া এটি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। সাজিয়ে রাখার মত। ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করেছি আমার তৈরী এই ওয়ালমেট সুন্দর করে তৈরি করার।

 3 years ago 

ওয়াও অসাধারণ একটি ওয়ালমেট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার খুব ভালো লেগেছে আপু আপনারাই অন্য একটি রঙিন কাগজ দিয়ে ওয়ালম্যাট ।আপনি খুব সুন্দর ভাবে ধৈর্যসহকারে ওয়ালমেট তৈরি করেছেন এবং ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো আপু।

 3 years ago 

আপনার তৈরি ফুলের ওয়ালমেট টি দেখতে আসলেই অসাধারণ লাগছে। আপনি রঙ্গিন কাগজ গুলো অনেক সুন্দর ভাবে কেটে ওয়ালমেট তৈরি করেছেন । আপনার অনেক সুন্দর ক্রিয়েটিভিটি রয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। ওয়ালমেট এর কালার কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। লাল নীল কালার কম্বিনেশন টা দারুন লাগছে। অনেক দক্ষতার সাথে করেছেন বোঝাই যাচ্ছে। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের ওয়ালমেট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68854.36
ETH 3283.36
USDT 1.00
SBD 2.67