DIY Event- এসো নিজে করি: নারী ও মাতৃত্বের মান্ডালা অঙ্কন🤰 ||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার আঁকা একটি মান্ডালা চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। মান্ডালা অঙ্কন করতে আমার খুবই ভালো লাগে। তাই আজ আমি আমার পছন্দের একটি মান্ডালা আপনাদের সাথে শেয়ার করলাম। নারী ও মাতৃত্বের মান্ডালা চিত্রটি অঙ্কন করতে আমার অনেক ভালো লেগেছে। এই অঙ্কনটি করতে আমার বেশ কিছু সময় ব্যয় হয়েছে। তবে অঙ্কন তৈরির পর খুবই ভালো লেগেছে।



🤰নারী ও মাতৃত্বের মান্ডালা অঙ্কন:🤰

IMG20211114181557.jpg
Device-OPPO-A15



মাতৃত্বের মাঝে নারী জীবন সার্থক হয়। একজন নারীর মাতৃত্বের অনুভূতি আমি আমার মান্ডালা আর্ট এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মাতৃত্বের মাধ্যমে নারীর জীবন পূর্ণতা পায়। একজন নারী তার মাতৃত্বকালীন সময়ে যে পরিস্থিতির মধ্য দিয়ে যায় তার একটি চিত্র আমি আমার অঙ্কিত মান্ডালার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। একজন নারীর ভিতরে গড়ে উঠে একজন ছোট্ট শিশু। আর সেই শিশুটির সাথে রয়েছে একজন মায়ের নাড়ির টান। তাই আমি মাতৃত্বের একটি অন্যতম চিত্র আপনাদের সাথে শেয়ার করেছি। আমার অঙ্কন চিত্রের মাধ্যমে একজন নারীর মাতৃত্বের স্বাদ তুলে ধরার চেষ্টা করেছি। কিভাবে একজন শিশু তার মায়ের ভিতরে বেড়ে ওঠে তার একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের ভাল লেগেছে।



🤰নারী ও মাতৃত্বের মান্ডালা চিত্রটি অঙ্কন করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. সাদা কাগজ।
২. পেন্সিল
৩. রাবার
৪. জেল পেন



🤰 "নারী ও মাতৃত্বের মান্ডালা অঙ্কনের ধাপসমূহ:



🤰ধাপ-১🤰

IMG20211114155325.jpg
Device-OPPO-A15
IMG20211114155602.jpg
Device-OPPO-A15



নারী ও মাতৃত্বের মান্ডালা অঙ্কনের জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে একটি নারীর মাথার অংশ তৈরি করেছি। এরপর শরীরের আরো কিছু অংশ এঁকেছি।



🤰ধাপ-২🤰

IMG20211114161348.jpg
Device-OPPO-A15
IMG20211114161529.jpg
Device-OPPO-A15



এবার সেই নারীর চুল সহ অন্যান্য কিছু অংশ অঙ্কন করেছি। আমি খুব ধীরে ধীরে এবং সাবধানতার সাথে পেন্সিল দিয়ে অঙ্কন করেছি।



🤰ধাপ-৩🤰

IMG20211114161921.jpg
Device-OPPO-A15



পেন্সিল দিয়ে নারীর সুন্দর একটি চিত্র অঙ্কন করা হয়ে গেলে এবার আমি নারীর মাতৃত্বের চিহ্ন অঙ্কন করার চেষ্টা করেছি।



🤰ধাপ-৪🤰

IMG20211114164344.jpg
Device-OPPO-A15
IMG20211114164529.jpg
Device-OPPO-A15



নারী ও মাতৃত্বের মান্ডালা অঙ্কন করার জন্য এবার আমি জেল পেন ব্যবহার করেছি। জেল পেন দিয়ে মান্ডালা অঙ্কন করলে দেখতে অনেক ভালো লাগে।



🤰ধাপ-৫🤰

IMG20211114164745.jpg
Device-OPPO-A15
IMG20211114165021.jpg
Device-OPPO-A15



এবার মান্ডালা অঙ্কন করার জন্য জেল পেন দিয়ে চুলের অংশ অঙ্কন করেছি এবং সামনের কিছু অংশ অঙ্কন করেছি।



🤰ধাপ-৬🤰

IMG20211114165541.jpg
Device-OPPO-A15



এবার জেল পেন দিয়ে হাতের অংশ ধীরে ধীরে এঁকে নিয়েছি। পেন্সিল দিয়ে দাগানো অংশের উপরে জেল পেন দিয়ে সম্পূর্ণ অংশ অঙ্কন করেছি।



🤰ধাপ-৭🤰

IMG20211114165835.jpg
Device-OPPO-A15
IMG20211114170030.jpg
Device-OPPO-A15



নারী ও মাতৃত্বের চিহ্ন অঙ্কন করার জন্য এবার আমি তার ভিতর বেড়ে ওঠা ছোট্ট নতুন প্রাণের চিত্র জেল পেন দিয়ে অঙ্কন করেছি।



🤰ধাপ-৮🤰

IMG20211114170239.jpg
Device-OPPO-A15
IMG20211114170447.jpg
Device-OPPO-A15



নারী ও মাতৃত্বের মান্ডালা অঙ্কন করার জন্য সম্পূর্ণ অংশ তৈরি হয়ে গেলে এবার আমি মাথার অংশ থেকে শুরু করে মান্ডালা অঙ্কন করার চেষ্টা করেছি।



🤰ধাপ-৯🤰

IMG20211114170710.jpg
Device-OPPO-A15
IMG20211114171012.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে মাথার দিকের আরো কিছু অংশে অঙ্কন করেছি।



🤰ধাপ-১০🤰

IMG20211114171217.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে জেল পেন দিয়ে মুখের সম্পূর্ণ অংশ অঙ্কন করে নিয়েছি। এর ফলে আমার অঙ্কিত চিত্রটির মুখের অংশ দেখতে অনেক সুন্দর হয়েছে।



🤰ধাপ-১১🤰

IMG20211114171357.jpg
Device-OPPO-A15
IMG20211114171756.jpg
Device-OPPO-A15



মাথার ও মুখের অংশ তৈরি হয়ে গেলে এবার গলার অংশ থেকে শুরু করে ধীরে ধীরে জেল পেন দিয়ে আরো কিছু অংশ অঙ্কন করেছি।



🤰ধাপ-১২🤰

IMG20211114172241.jpg
Device-OPPO-A15
IMG20211114172852.jpg
Device-OPPO-A15
IMG20211114173236.jpg
Device-OPPO-A15



নারী ও মাতৃত্বের মান্ডালা সুন্দর করে তোলার জন্য আমি ধীরে ধীরে আরো কিছু অংশে জেল পেন দিয়ে অঙ্কন করেছি। আমি খুব সাবধানে এবং ধীরে ধীরে এই অঙ্কন গুলো করেছি।



🤰ধাপ-১৩🤰

IMG20211114173736.jpg
Device-OPPO-A15
IMG20211114174948.jpg
Device-OPPO-A15



এভাবে আমি ধিরে ধিরে শরীরের অন্যান্য অংশে অঙ্কন করেছি। এভাবে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশের অঙ্কন শেষ করেছি।



🤰ধাপ-১৪🤰

IMG20211114175115.jpg
Device-OPPO-A15
IMG20211114175418.jpg
Device-OPPO-A15



শরীরের বিভিন্ন অংশে জেল পেন দিয়ে অঙ্কন করা হয়ে গেলে এবার আমি হাতার দিকের অংশ অঙ্কন করার চেষ্টা করেছি। খুব ধীরে ধীরে ও সাবধানতার সাথে হাতার সম্পূর্ণ অংশ অঙ্কন করেছি।



🤰ধাপ-১৫🤰

IMG20211114175742.jpg
Device-OPPO-A15
IMG20211114175949.jpg
Device-OPPO-A15



এবার মাথার চুলের অংশ সুন্দর করার জন্য ধীরে ধীরে অঙ্কন করার চেষ্টা করেছি। আমি খুব সাবধানতার সাথে চুলের অংশের প্রতিটি অঙ্কন শেষ করার চেষ্টা করেছি।



🤰ধাপ-১৬🤰

IMG20211114180504.jpg
Device-OPPO-A15



এরপর ধীরে ধীরে অঙ্কন করার ফলে চুলের অংশ সম্পূর্ণভাবে শেষ হয়েছে।



🤰শেষ ধাপ🤰

IMG20211114180749.jpg
Device-OPPO-A15
IMG20211114181426.jpg
Device-OPPO-A15



একটি নারীর সম্পূর্ণ অংশের মান্ডালা অঙ্কন করা হয়ে গেলে এবার তার ভিতরে বেড়ে ওঠা নবজাতকের চিত্রটির মান্ডালা অঙ্কন করার চেষ্টা করেছি। আমি খুব সাবধানতার সাথে এই মান্ডালা অঙ্কন করার চেষ্টা করেছি।



🤰উপস্থাপনা:🤰

IMG20211114181559.jpg
Device-OPPO-A15
IMG20211114181900.jpg
Device-OPPO-A15



নারী ও মাতৃত্বের মান্ডালা অঙ্কন শেষ হয়ে গেলে আমি সিগনেচার করেছি। এবার আপনাদের সবার সামনে উপস্থাপন করেছি। আমার অঙ্কিত মান্ডালা চিত্রের মাঝে নারীর ও মাতৃত্বের একটি চিরচেনা রূপ তুলে ধরার চেষ্টা করেছি। এ মান্ডালা অঙ্কন চিত্রটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আশাকরি আপনাদের ভাল লেগেছে।



❣️ আমার পোস্টটি পরিদর্শন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ।❣️

Sort:  
 3 years ago 

ওয়াও আপু অবাক করার মতো একটি চিত্রের মেন্ডেলা একেছেন।এতো সুন্দর ধারনা এতো দারুন অংকন সত্যি প্রশংসার দাবিদাএ আপনি আপু।আমার কাছে খুবই ভালো লেগেছে।অংকনের ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া

 3 years ago 

আপনার চিত্র অংকন দেখে সত্যি মুগ্ধ। আপনি খুবই সুন্দর করে মাতৃত্বের গর্ভের চিত্রটি অঙ্কন করেছেন। যা দেখে আমি সত্যিই অনেক আনন্দিত হয়েছি। আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

নারী ও মাতৃত্বের মান্ডালা অঙ্কন অসাধারণ হয়েছে। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর উপস্থাপন করছেন সব মিলিয়ে অসাধারণ ছিলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

নারী ও মাতৃত্বের চিত্র অংকন বাহ অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। 15 টি ধাপ এর মাধ্যমে। আমার খুবই ভাল লাগল এবং এটি করতে অনেক সময় লেগে গেছে এবং অনেক ধৈর্য্য ও শক্তির প্রয়োজন হয়। ম্যান্ডেলা অঙ্কন করতে। আসলেই আপনার প্রশংসা করতেই হয়। অনেক ভালো লেগেছে আমার।

 3 years ago 

দারুন একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মান্ডালা আর্টটি দারুণ চমৎকার হয়েছে ।আপনার আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মান্ডালা আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন যেটি আপনি খুব নিখুঁতভাবে দেখিয়েছেন ।আপনার আর্ট টি করতে যে অনেক সময় লেগেছে তা দেখেই বোঝা যাচ্ছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মান্ডালা আর্ট টি সত্যি দারুন হয়েছে। কঠিন একটি বিষয় নিয়ে আপনি অংকন করেছেন। এবং অনেক গুলো ধাপে আপনি ছবিটি একঁছেন। সত্যিই কঠিন ছিল পুরো বিষয় টি। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপু আমি পুরাই মুগ্ধ সত্যি মুগ্ধ আমি ।এত সুন্দর ভাবে আপনি মাতৃত্বের ম্যান্ডেলার করেছেন আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারব না কতটা ভালো হয়েছে ।আপনার সৃজনীশক্তি দাঁড়া আমি প্রতিনিয়ত অনুপ্রেরণা পাচ্ছি ।কত সময় আপনি দিচ্ছেন ভেবে ভালো লাগছে ।আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

জি আপু নতুন নতুন আর্ট তৈরি করতে আমার ভালো লাগে। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

এটা কি করলেন আপু একেবারে ভিন্ন চিত্রের একটি ম্যান্ডেলা অংকন। নারী ও মাতৃত্বের ম্যান্ডেলা একেবারে ভিন্ন চিন্তা ধারা ছিল। খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে চিত্রটি। এত সুন্দর সুন্দর চিন্তা নিয়ে আমাদের মাঝে হাজির হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং প্রতিটা ধাপ আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপু।

 3 years ago 

একটু ভিন্নভাবে চিত্র অঙ্কন করতে আমার অনেক ভালো লাগে তাই আজ একটু ভিন্ন ধরনের চিত্র অংকন করেছি।ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ!!! 💗💗💗💗

 3 years ago 

ছোট মন্তব্যের মাঝে দারুন কিছু খুঁজে পেয়েছি। ছোট মন্তব্যের মাঝে অনেক অনেক ভালোবাসা মিশে রয়েছে ধন্যবাদ আপু।

মাতৃত্বের এমন ম্যান্ডেলা কেন জানি আমাকে আবেগী করে তুলেছিলো কিছু সময়ের জন্য যতক্ষন দেখছিলাম, আপনি আসলেই দারুন এঁকেছেন আপু, অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আমার অংকন আপনার ভালো লেগেছে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31