You are viewing a single comment's thread from:

RE: নৈহাটির বড় মা

in আমার বাংলা ব্লগ5 months ago

৫২ ফুটের মত বড় মায়ের উচ্চতা এটা ভাবতেই অবাক লাগছে দাদা। নৈহাটির পুজো অনেক বিখ্যাত বুঝতে পারছি দাদা। যেহেতু দূর-দূরান্ত থেকে সেখানে মানুষ জন আসে তাইতো ভিড়ের পরিমাণ অনেক বেশি। ১০০ বছরের পুরনো এই পুজুটি সবার কাছে বেশ বিখ্যাত বুঝতে পারছি দাদা। আর বড় মায়ের দর্শন পাওয়ার জন্য এত লোকের ভিড়ের মাঝেও সবাই সেখানে যায়। আসলে বড় মায়ের দর্শন পাওয়ার জন্য সবাই এতটা ভিড়ের মধ্যেও অনেক কষ্ট করে।"ধর্ম যার যার, কিন্তু বড় মা সবার" এই কথাটি শুনে সত্যিই ভালো লাগলো। আর যেহেতু এত বছরের পুরনো পুজো তাই তো ভিড়ের পরিমাণটাও বেশি। আর এই ভিড়ের মধ্যে পুলিশকে কেউ মান্য করবে না এটাই স্বাভাবিক। কারণ সবাই তো আজকাল আগে যাওয়ার জন্যই একেবারে উপচে পড়ে। একদিকে ভিড় অন্যদিকে গরম সবমিলিয়ে একেবারে অবস্থা নাজেহাল হয়েছিল বুঝতে পারছি দাদা। যাই হোক দাদা আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59049.70
ETH 2618.71
USDT 1.00
SBD 2.44