You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার (সিজন ১: পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ6 months ago

'কারাগার' ওয়েব সিরিজটির দ্বিতীয় পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। চঞ্চল চৌধুরী সত্যিই দারুণ অভিনয়শিল্পী। উনার অভিনয় আমার ভীষণ ভালো লাগে। আর এই কারাগারে ওই লোকটি কি করে এলো এটা সত্যি অনেক রহস্যের ব্যাপার। একদিকে লোকটি কথা বলতে পারেনা অন্যদিকে কানেও শোনে না। এজন্য উনাকে সনাক্ত করার বেশি ঝামেলা হয়েছে। ফারুখ সাহেব বেশ ভালোই চেষ্টা করেছেন উনার সাথে কমিউনিকেশন করার। কিন্তু সব কিছুই বৃথা হয়েছে। আর অবশেষে যখন সবাই জানতে পারে তিনি লিখতে পারেন তখন সবার মনে মনে হয় আশার আলো ফুটেছিল। কিন্তু শেষমেষ কি হল। এটা তো অন্য কিছু হয়ে গেল। কারণ তিনি অন্য ভাষায় লিখেছিলেন। আর এই ভাষা কেউ সহজে বুঝতে পারছিল না। ফার্সি ভাষা কেউ বুঝতে পারে না। তাইতো তারা আরো বেশি ঝামেলায় পড়েছে। তবে এই বন্দি কারাগারে এই লোকটির আসা একপ্রকার অসম্ভব। কিন্তু তবুও তিনি সেখানে আছেন। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61334.44
ETH 2694.55
USDT 1.00
SBD 2.50