You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: পর্ণশবরীর শাপ ( অন্তিম পর্ব )

in আমার বাংলা ব্লগ5 months ago

'পর্ণশবরীর শাপ' ওয়েব সিরিজটির অন্তিম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। যখন কোন ওয়েব সিরিজ শেষ হয় তখন মনে হয় যেন আগের পর্বগুলো একেবারে সার্থক হয়েছে। আর শেষ পর্বের মাঝে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। শেষ পর্বের প্রতি সবার বিভিন্ন প্রত্যাশা থাকে। গত পর্বে আমরা দেখেছিলাম গৌরব ও তার বন্ধু ভাদুড়ীর সাথে একজোট হয়ে সবকিছু করার চেষ্টা করেছে। আর এবারের পর্বের মাধ্যমে আরো নতুন নতুন তথ্য সামনে চলে এলো। আমি তো ভেবেছিলাম ভাদুড়ী যখন চমকপুরের জঙ্গলে যাবে শাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তখন হয়তো সীতাও সেখানে আসবে। কিন্তু ভাদুড়ীকে একাই সবটা করতে হলো। আর ভাদুড়ীর পুজোর ফলে সেখানে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল বুঝতে পারছি দাদা। সমস্ত ডাকিনি, যোগিনী ও পিশাচিনী সেখানে উপস্থিত হয়েছিল এটা সত্যিই অনেক ভয়ের বিষয় ছিল। আমার তো লেখাগুলো পড়েই ভয় লাগছিল। আর এই ওয়েব সিরিজটি দেখার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। তবে সবশেষে ভাদুড়ী এই শাপ থেকে পুরো গ্রামকে মুক্ত করতে পেরেছিল এটা সত্যি অনেক আনন্দের বিষয় ছিল। আর সেই সাথে ভাদুড়ীর শারীরিক সমস্যাও ভালো হয়ে গিয়েছিল এটা জেনে আরো ভালো লাগলো। সবমিলিয়ে এই ওয়েব সিরিজটি আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন একটি ওয়েব সিরিজ রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58248.35
ETH 3136.18
USDT 1.00
SBD 2.36