You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: 13B

in আমার বাংলা ব্লগ6 months ago

"13B" মুভিটি সত্যি দারুন ছিল। যদিও প্যারানরমাল জাতীয় মুভিগুলো কখনো দেখা হয় না। তবে এই ধরনের প্যারানরমাল মুভিগুলো দেখতে বেশ ভালোই লাগে। এই মুভিগুলো বেশ রহস্যে ঘেরা থাকে। 13B ফ্ল্যাটটি বহু পুরনো একটি বাড়ি ছিল। আর এই পুরনো একটি বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি করা হয়েছে। আসলে যখন পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি করা হয় তখন সেই বাড়ির অনেক স্মৃতি সেখানে রয়ে যায়। আর অনেক তথ্য সেখানে রয়ে যায়। কিন্তু সেখানে আত্মারা আটকে ছিল আর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল। আসলে আত্মার ভয়ংকর প্রতিশোধ নেয়া এই মুভিটির আরও বেশি ভিন্নতা এনে দিয়েছিল। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। একই পরিবারের এতগুলো মানুষকে মেরে ফেলা হয়েছে আর তাদের বাসার টিভিতে সেই কাহিনী গুলো সিরিয়ালে দেখাচ্ছে ভাবতেই তো অবাক লাগছে দাদা। একেবারে রহস্যময় আর ভুতুড়ে সব ব্যাপার-স্যাপার। সব মিলিয়ে মুভিটির মাঝে একেবারে ভিন্নতা খুঁজে পাচ্ছি। সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করব দাদা। দারুন একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43