You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: চন্দ্রমুখী ২

in আমার বাংলা ব্লগ10 months ago

"চন্দ্রমুখী২" মুভি রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। হরর মুভি গুলো দেখতে অনেক ভালো লাগে। আর হরর মুভি গুলো সব সময় কোন রাজবাড়ী কিংবা পুরনো গাড়িগুলোকে কেন্দ্র করে তৈরি করা হয়। আর সেই বাড়ির পুরনো ইতিহাসের উপরে নির্মাণ করা হয়। ভেট্টাইন জোর করে চন্দ্রমুখীকে বিয়ে করেছিল কিন্তু সে অন্য কাউকে ভালোবাসত। আর যখন চন্দ্রমুখী তার সাথে পালিয়ে যেতে চেয়েছিল তখন ভেট্টাইন কাকে মেরে ফেলল। আর চন্দ্রমুখীকেউ পুড়িয়ে মারল। এটা সত্যি অনেক দুঃখজনক ঘটনা ছিল। তাই তো চন্দ্রমুখী অনেক ক্ষিপ্ত ছিল। এরপর থেকেই চন্দ্রমুখী আত্মারূপে ঘুরে বেড়ায় আর ভেট্টাইনকে মারার জন্য খুঁজে বেড়াতে থাকে। ভেট্টাইনের পুনর্জন্ম হলেও চন্দ্রমুখীর আর কোন পুনর্জন্ম হয়নি। তাইতো সে আত্মারূপে ফিরে আসে। আর চন্দ্রমুখী প্রতিশোধ নেওয়ার জন্য একজনের শরীরে প্রবেশ করে। অন্যদিকে ভেট্টাইন আবারও তার নতুন দেহতে প্রবেশ করে আর দুজনের যুদ্ধ শুরু হয়ে যায়। অবশেষে চন্দ্রমুখীর সাথে ভেট্টাইনের তলোয়ার যুদ্ধের সময়ে চন্দ্রমুখী আত্মাটাকেও বন্দি করে নেয় জেনে ভালো লাগলো দাদা। দারুন একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59106.19
ETH 2538.36
USDT 1.00
SBD 2.37