পুজো মানেই ঘোরাঘুরি আর পুজো মানেই আনন্দ। পূজোর আনন্দ তখনই বেড়ে যায় যখন প্যান্ডেল গুলো বিভিন্ন রকমের কারুকার্যে সাজিয়ে তোলা হয়। আর যখন বিভিন্ন লাইটিং দিয়ে পুজো প্যান্ডেল ভরে ওঠে তখন দেখতে ভালো লাগে। সাথে আবার ছোট বাচ্চাদের নাচের অনুষ্ঠান ভাবতেই অনেকটা ভালো লাগছে দাদা। পুরো ব্যাপারটা একেবারে জমে গেছে। গেটের কাছে করা মানুষের মূর্তিগুলোর কারুকার্য এতটাই সুন্দর হয়েছে যে চোখ ফেরাতে পারছিলাম না। দেখতে সত্যিকারের মানুষের মতোই লাগছিল দাদা। সত্যি দাদা পুজো প্যান্ডেলের থিমগুলো যেমন ভালো লেগেছে তেমনি অসাধারণ কারুকার্য ছিল। আর চায়না থিমের উপর নির্মিত প্যান্ডেলটিও সুন্দর লাগছিল। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে মানুষের মতো মূর্তিগুলো দেখতে। একেবারে মনে হচ্ছিল যেন সত্যিকারের মানুষগুলো দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে দাদা। দারুন সব পুজো প্যান্ডেলের ফটোগ্রাফি গুলো সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।