RE: ওয়েব সিরিজ রিভিউ: ব্যাধ ( পর্ব ৫ )
'ব্যাধ' ওয়েব সিরিজটির পঞ্চম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। কানাই এবং সৌভিক খুনি লোকটিকে খোঁজার জন্য সেই গ্রামে চলে যায়। অর্থাৎ মুকুন্দপুর গ্রামে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে যে বাড়িটিতে যায় সেই বাড়িটি ছিল অন্য কারো। সেই বাড়িতে গিয়ে যখন মধুসূদন দত্তের কথা যখন বলে তখন সবাই জানায় তিনি অনেক আগেই মারা গেছে। এই কথা শুনে সৌভিক এবং কানাই অনেকটা অবাক হয়ে যায়। আসলে তারা হয়তো ভুল করে ফেলেছে। আর খুনি এই ভুল ঠিকানা ব্যবহার করেছে। খুনি হয়তো মুকুন্দপুর গ্রামের কেউ নয়। সে এই ঠিকানা ব্যবহার করে নিজেকে আড়াল করতে চেয়েছে। আসলে প্রকৃত খুনির কাছে পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়েছে। আর পোস্টমাস্টার তাদেরকে জানায় সেই লোকটি ১৫ দিন পর পর চিঠি পোস্ট করে যায়। তবে সেই লোকটি সবার কাছেই অচেনা। অন্যদিকে সৌভিক ফোর্স চাইলে তাকে বদলি করে দেওয়া হয়। এখন সে নতুন জায়গায় জয়েন করবে নাকি খুনিকে ধরার চেষ্টা করবে এটা নিয়ে দ্বিধায় পড়ে যায়। দেখা যাক শেষ পর্যন্ত তারা খুনি পর্যন্ত পৌঁছাতে পারে কিনা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।