You are viewing a single comment's thread from:

RE: ডালে সবুজ পাতার সমারোহে ঝুলে থাকা একগুচ্ছ কমলা লেবুর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ10 months ago

দাদা আপনার দেওয়া কমলালেবু খাওয়ার অফার গ্রহণ করলাম🤭। তবে নিজে নিজে কমলা লেবু ছিড়ে খাব না। বৌদি সুন্দর করে কেটে আমাদের মাঝে উপস্থাপন করলে তবেই খাব😅😅। যাইহোক দাদা সবুজ পাতার ফাঁকে এত সুন্দর কমলা লেবু গুলো দেখে সত্যিই খেতে ইচ্ছে করছে। আর কালারটা এত সুন্দর এসেছে কি বলবো। অঙ্কনের মাধ্যমেও যে কোন কিছু এত সুন্দর করে উপস্থাপন করা সম্ভব এটা আপনার আর্ট না দেখলে বুঝতে পারতাম না। দাদা আপনার আর্টের দক্ষতা যতই দেখি ততই ভালো লাগে। আর এতটা সুন্দর করে আপনি আর্ট করেন দেখে মুগ্ধ হয়ে যাই। কমলালেবু এবং পাতাগুলো দেখতে সত্যিকারের মনে হচ্ছে। বিশেষ করে কমলালেবুর কালারটা একেবারে সত্যিকারের কমলা লেবুর কালারের মতই হয়েছে। আর সবুজ পাতাগুলো দেখে তো মনে হচ্ছে সত্যিকারের সবুজ পাতা। দাদা আপনি আর্টের মাধ্যমে এত সুন্দর করে কোন কিছুর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেন দেখে খুবই ভালো লাগে। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা কমলা লেবু গুলো দেখে অনেক ভালো লেগেছে দাদা। দারুন একটি চিত্র অঙ্কন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59169.46
ETH 2597.10
USDT 1.00
SBD 2.42