You are viewing a single comment's thread from:

RE: ফ্রিজ কিনেও বিপত্তি।

in আমার বাংলা ব্লগlast year

পুরনো ফ্রিজের অবস্থা এরকমই হয় ভাইয়া। ব্যবহার উপযোগী না হলে সবাই জামা কাপড় ঢুকিয়ে রাখে🤭। তবে ফ্রিজ পুরাতন না কিনাই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন ফ্রিজের কোনো একটি জিনিস নষ্ট হয় সেটা চার-পাঁচ হাজার টাকা দিয়ে ঠিক করে কিছুদিন ব্যবহার করতে না করতেই আবার নষ্ট হয়ে যায়। আমার আম্মুর বাসার ফ্রিজটারও একই অবস্থা হয়েছিল। প্রথমে ৩০০০ এরপর ৬০০০ আর ২-৩ বারের সার্ভিসিং সহ মোট ১৩০০০ টাকা প্রায় লেগেছে দুইবার ঠিক করতে। শেষে ফ্রিজটা আর চালানোই হয়নি। টাকাটাও গেল আর ফ্রিজটাও আর বেশি দিন গেল না। মাঝে মাঝে আমরা ঠকে গিয়েও শিখে যাই ভাইয়া।

Sort:  
 last year 

আমারও সেটাই মনে হয়। এটার পিছনে আমি যত টাকাই খরচ করি আবারো নষ্ট হয়ে যাবে। এজন্য টাকা খরচ করিনি আর।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65628.71
ETH 2669.64
USDT 1.00
SBD 2.86