You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ইনসিডিয়াস-দ্যা লাস্ট কীয়

in আমার বাংলা ব্লগlast year

হরর মুভি দেখতে আমার খুবই ভালো লাগে। তবে এখন কেন জানি সময়ের সাথে সাথে সব ইচ্ছে গুলো হারিয়ে গেছে। এখন মাসের পর মাস কখনো হরর মুভি দেখা হয় না। একটা সময় অনেক দেখতাম। রাত জেগে হরর মুভি দেখতাম আর ভয় পেয়ে বসে থাকতাম। এই মুভিটির গল্প পড়ে মনে হল মুভিটি বেশ ভয়ংকর আছে।এলাইস এর বাবা আসলে সবকিছুর জন্য দায়ী। তিনি সবকিছুর পেছনে রয়েছেনে। হঠাৎ মাঝরাতে কারো চলার শব্দ, কারো কান্নার আওয়াজ আর ভয়ংকর সব ঘটনা ঘটতো। এই বিষয়গুলো সত্যি অনেক ভয়ের। তবে এলাইস এর বাবা কিন্তু অনেক খারাপ কাজ করেছে। এভাবে মানুষগুলোকে আটকে রেখে নির্যাতন করেছে এটা সত্যি অনেক ঘৃণ্য কাজ করেছে। তিনি আসলে এই বাড়িটাতে সবাইকে আটকে রেখেছিলেন। কিন্তু তার মেয়ে সেসব আত্মাদের মুক্তি করে দিয়েছে। গল্পের কাহিনীচিত্র একেবারেই আলাদা ছিল। আর হরর মুভি গুলোতে ভয়ংকর সব সিন থাকলে মুভি দেখার প্রতি আকর্ষণ বেড়ে যায়। রাতের বেলার দৃশ্য আর আত্মাদের আনাগোনা সব মিলিয়ে এই মুভিটি বেশ আকর্ষণীয় ছিল বোঝাই যাচ্ছে। সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করব দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62311.03
ETH 2443.26
USDT 1.00
SBD 2.69