RE: গ্রামবাংলার অন্যতম একটি ঐতিহ্যবাহী খেলা-লাটিম
আমাদের শৈশব যেমন হারিয়ে গেছে তেমনি শৈশবের সেই পুরনো দিনগুলো শুধু স্মৃতি হয়ে আছে।।দাদা আপনার লেখা গুলো পড়ে আজকে পুরনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে গেল। হয়তো অনেক খেলার সাথে আমরা পরিচিত। কিন্তু সময়ের সাথে সাথে সেই খেলা গুলো আজ প্রায় বিলুপ্তির পথে। তবে সময়ের সাথে সাথে খেলার ধরন বদলে গেছে। এখনকার বাচ্চারা তো লাটিম খেলা কি সেটাই ভালোভাবে বোঝো না। সময়ের সাথে সাথে সবকিছুর উন্নয়ন হয়েছে। তাই তো পুরনো ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী খেলা গুলো হারিয়ে গেছে। তবে দাদা আমি কিন্তু জীবনে কোনোদিন লাটিম ঘুরাতে পারিনি। আজকে আপনার কাছে অনেক পদ্ধতি শিখলাম। আগে যদি পদ্ধতি গুলো জানতাম তাহলে আমিও একটু খেলতে পারতাম। তবে চেষ্টা কিন্তু অনেক করেছিলাম দাদা। শেষ পর্যন্ত একদম হেরে গেছি দাদা। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। সেই সাথে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আর নিজের শৈশবের স্মৃতিগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।