RE: ওয়েব সিরিজ রিভিউ: হোমস্টে মার্ডারস- ব্ল্যাকআউট ডেট ( পর্ব ২ )
কুহেলির মৃত্যুর পিছনে অনেক রহস্য আছে। এই মৃত্যু হয়তো অনেক পরিকল্পনা করে করা হয়েছে। না হলে এত নিখুঁতভাবে সব পরিকল্পনা সফল হতো না। অন্ধকারের মাঝে যে কেউ খুন করতে পারে। তবে চাদর পেঁচিয়ে এরপর খুন করার আইডিয়া দেখে সত্যিই অবাক হলাম। যাতে করে রক্ত চারপাশে ছড়িয়ে না যায় এজন্য খুনি দারুন বুদ্ধি বের করেছে। কুহেলির সাথে মনীষার যেমন যোগসূত্র আছে তেমনি এই হোটেলের নামের সাথেও তাদের যোগসূত্র আছে। একটা সময় তারা যেহেতু একই অফিসে কাজ করতো তাই তাদের ভেতরে হয়তো অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। আর এই খুনের পিছনেও অনেক রহস্য আছে। অনেক পরিকল্পনামাফিক সবকিছুই করা হয়েছে। যাইহোক দাদা 'হোমস্টে মার্ডারস' ওয়েব সিরিজটির দ্বিতীয় পর্ব রিভিউ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আশা করছি ধীরে ধীরে রহস্যের জট খুলতে থাকবে এবং আসল খুনি সামনে চলে আসবে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।