ঠিক বলেছেন ভাইয়া এখন কেউ আর সালামি দিতে চায়না। সবাইকে দিতে হয় আরো🤭। মনে হয় আমরা সবাই বড় হয়ে গেছি। যাই হোক বড় আপু আছে বলেই এখনো সালামি পান। ঈদের সালামি পাওয়ার মাঝে সত্যি অনেক আনন্দ লুকিয়ে আছে। আর ঘরভর্তি তিনটা শালী থাকলে তো পকেট খালি হবেই 😅। যাইহোক ভাইয়া সময়টা বেশ ভালই কেটেছে বুঝতে পারছি। অনেক অনেক শুভকামনা রইল।