RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১১ (বিবিধ)
১. সুন্দরবন থেকে গন্ডার বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ হলো চোরা শিকারির সংখ্যা বেড়ে যাওয়া।
২. উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় চীনাবাদাম এক প্রকারের শস্য।
৩. স্তন্যপায়ী উন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যে হাতি লাফাতে পারেনা।
৪.যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম বাঘা হওয়ার কারণ হলো তিনি একাই একটি বাঘ হত্যা করেছিলেন। তিনি শারীরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন।
৫. মার্কিন আকাশে উড়ন্ত চাকি সবচাইতে বেশি দেখা গেছে।
৬. সত্যজিৎ রায়ের "এক শৃঙ্গ অভিযান" গল্পে ইউনিকর্ন কে কেন্দ্র করে ঘটনা গড়ে উঠেছে।
৭. গ্রীক মাইথোলজিতে অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া আকৃতির সেনতোর বা হাইপো সেনতোর, কেনতোর, কেনতোরাস জাতির কথা আছে।
৮. ক্যাপ্টেন, ক্যালকুলাস আর জোড়া গোয়েন্দাদের পুরো নাম ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর কাথ্বার্ট ক্যালকুলাস, গোয়েন্দাদের নাম জনসন ও রনসন।
৯. ১৫০ জন।
১০. প্রত্যেক বছর মহাদেশ গুলো ১ ইঞ্চি করে তার অবস্থান থেকে সরে যায়।