সত্যি আপু আমাদের জীবন বড়ই বিচিত্র। প্রত্যেকটি মানুষের নিয়তি আলাদা আলাদা। মানুষের নিয়তি নির্ধারণ করা আছে। আমরা কেউ জানিনা কি আছে ভাগ্যে। ভাগ্য নির্ধারণ আমাদের সবসময় অজানা। নিয়তির খেলা কেউ বদলাতে পারে না। আপু আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।
আসলে আপু কার ভাগ্যে কি আছে কেউ কিছুই জানে না তবুও মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। কারো ভাগ্য সারা জীবন খারাপ থাকে। আর কারো ভাগ্য ভালো থাকে এটাই হয়তো নিয়তির খেলা।