সেদিনও বৃষ্টি ছিল||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। গল্প লিখতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝেই গল্প লিখে আপনাদের মাঝে শেয়ার করি। তেমনি আজকে একটি গল্প আপনাদের মত শেয়ার করতে চলে এসেছি। এবার চলুন আমার লেখা গল্পটি পড়ে নেয়া যাক।


সেদিনও বৃষ্টি ছিল:

woman-g2dca75dcf_1920.jpg

Source


আজ অনেক বছর পর রুমকির কথা খুবই মনে পড়ছে হৃদয়ের। একটা সময় হৃদয় বৃষ্টি পছন্দ করত। আর এখন বৃষ্টি দেখলেই হৃদয় অনেকটা আন মনে হয়ে যায়। হৃদয় ও রুমকি ভালোবেসে বিয়ে করেছিল। এক বৃষ্টি ভেজা দিনে হৃদয়ের সাথে রুমকির প্রথম দেখা হয়। রুমকি যখন ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দূর থেকে রুমকিকে দেখেই হৃদয়ের ভালো লেগেছিল। বৃষ্টির ঝিরঝির শব্দ আর সামনে দিয়ে হেঁটে যাওয়া রুমকিকে দেখে হৃদয়ের মনে ভালো লাগা দোলা দিয়েছিল। হৃদয় প্রথম দেখাতেই রুমকিকে ভালোবেসে ফেলেছিল। হৃদয় অনেক চেষ্টা করে রুমকির মোবাইল নাম্বার জোগাড় করে। হৃদয় রুমকিকে বারবার ফোন করতো। কিন্তু রুমকি তার সাথে কথা বলতে চাইতো না। কারণ অচেনা কারো সাথে কথা বলতে সে একেবারেই পছন্দ করত না। এরপর হৃদয় নিজের মনের আবেগগুলো লিখে লিখে রুমকির কাছে এসএমএস পাঠাতো। রুমকি কে নিয়ে লিখা কবিতাগুলো রুমকির কাছে খুবই ভালো লাগতো।


এভাবে চলে গেল আরো একটি মাস। মাঝে মাঝে এসএমএসে কথা হতো তাদের। যদিও রুমকি খুব একটা কথা বলত না। তবে হৃদয়ের পাঠানো এসএমএসগুলো রুমকির ভালো লাগতো এটা হৃদয় বুঝতে পারছিল। বিশেষ করে কবিতাগুলো পড়ে রুমকি অনেক প্রশংসা করত। দিন যত যেতে লাগলো দুজনের মাঝে অনেকটা বন্ধুত্ব তৈরি হতে লাগলো। হৃদয় তখনও তার মনের কথা রুমকিকে বলেনি। কারণ হৃদয়ের মনে ভয় ছিল রুমকি যদি তাকে ফিরিয়ে দেয় তাহলে হয়তো তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এভাবেই যাচ্ছিল আরো কিছুদিন। সময় যত যেতে লাগলো দুজনেই অনুভব করল তাদের মাঝে ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়েছে। দুজনের হৃদয়ে অন্য রকমের শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা ভালোবাসার শূন্যতা। দুটি হৃদয় ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে উঠলো।


দুজনের মাঝে অনেক কথা হতো। মনের কথাগুলো হয়তো বলা হতো না। তবে তাদের দুজনের মাঝে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। কখন যে সেই সম্পর্ক থেকে ভালোবাসা তৈরি হয়েছিল তা হয়তো রুমকি বুঝতেই পারেনি। হৃদয় রুমটিকে প্রথম দেখাতেই ভালোবেসেছিল। কিন্তু রুমকি হৃদয়কে কখনো দেখেনি। অচেনা সেই মানুষটির প্রতি মুগ্ধ হয়ে হৃদয়কে ভালোবেসে ছিল রুমকি। মনের কথাগুলো হয়তো বলতে পারছিল না তবে তার সাথে কথা বলার জন্য রুমকি অনেকটা ব্যাকুল হয়ে উঠতো। অন্যদিকে হৃদয়ের ভয় ছিল যদি রুমকি তাকে প্রত্যাখ্যান করে তাই সে নিজের ভালোবাসার কথাটি বলতে পারছিল না। এভাবেই যখন আরো কিছুদিন কেটে গেল তখন রুমকি হঠাৎ করেই একদিন বলল সে তার সাথে দেখা করতে চায়। হৃদয় এই কথা শুনে বেশ আনন্দ পেল। অনেক আনন্দ নিয়ে রুমকির সাথে দেখা করতে গেল। যখন সে রুমকির সাথে দেখা করতে গেল সেই সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। হৃদয় সেখানে যখন পৌঁছালো তখন দেখতে পেল ছাতা হাতে একটি মেয়ে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে দেখেই হৃদয় বুঝতে পারল এ আর কেউ নয় তার রুমকি। সেদিনও বৃষ্টি ছিল। বৃষ্টি ভেজা দিনে রুমকিকে দেখে হৃদয়ের খুবই ভালো লাগলো। এভাবে তাদের মাঝে একটি মধুর সম্পর্ক তৈরি হলো। এবার তারা দুজনে সিদ্ধান্ত নিল বিয়ে করার। অবশেষে তাদের বিয়ে হয়ে গেল।


তাদের সুখের সংসার এভাবেই কাটতে লাগলো। হঠাৎ করেই একদিন রুমকি হৃদয়কে বলল সে মা হতে চলেছে। এই দিনটি তাদের কাছে সত্যি অনেক আনন্দের ছিল। অনেক যত্নে হৃদয় রুমকিকে আগলে রাখত। কারণ তার সন্তানের মা হতে চলেছে সে। হৃদয় আজকাল খুবই ব্যস্ত থাকে নিজের অফিসের কাজের জন্য। তাই রুমকিকে সময় দিতে পারে না। তবুও বারবার খোঁজ নেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে যখন সময় ঘনিয়ে আসলো তখন হৃদয়ের টেনশন আরো বেড়ে গেল। কারণ রুমকি বাসায় অনেকটা সময় একাই থাকে। হঠাৎ করে একদিন রুমকি হৃদয়কে ফোন করে জানালো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই কথা শোনা মাত্রই হৃদয় বেরিয়ে পড়ল। কিন্তু বাহিরে এতটা বৃষ্টি পড়ছিল যে বাসায় আসার জন্য কোন গাড়ি পাচ্ছিল না। অনেকটা সময় বৃষ্টির কারণে রাস্তাঘাটে একেবারে পানি আটকে গিয়েছিল। এই বিপদের সময় হৃদয় দিশেহারা হয়ে পড়ল। অনেক কষ্টে সে নিজের বাসায় পৌঁছালো। কিন্তু বাসায় গিয়ে যা দেখল তা দেখার জন্য হৃদয় মোটেও প্রস্তুত ছিল না।


এবার কিছু মানুষের সহায়তায় রুমকিকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা হলো। কিন্তু রাস্তায় পানি থাকার কারণে তাদের হসপিটালে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেল। একদিকে প্রচন্ড বৃষ্টি আর অন্যদিকে এই বিপদের সময় সবকিছু মিলে হৃদয় অনেকটা নিস্তব্ধ হয়ে গেল। কিছু বুঝে উঠতে পারছিল না হৃদয়। এরপর যখন তারা হসপিটালে পৌঁছালো তখন ডক্টর জানালো আপনারা অনেকটা দেরি করে ফেলেছেন। এই কথাগুলো শুনে হৃদয় নিজেকে আর সামলে রাখতে পারল না। কারণ মা এবং বাচ্চা দুজনকেই এই পৃথিবী থেকে চলে যেতে হল। বৃষ্টির রিমঝিম শব্দ হৃদয়ের কানে বাজছে। তবে সেই বৃষ্টির রিমঝিম শব্দের সাথে হৃদয়ের কান্নার আওয়াজ কারো কানে বাজছে না। অনেকদিন পর হৃদয় যখন সেই কথাগুলো বসে বসে ভাবছিল আর বৃষ্টি দেখছিল তখন বৃষ্টিকে খুবই বিষাক্ত মনে হচ্ছিল হৃদয়ের। কারণ এই বৃষ্টির কারণে সে তার প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলেছে। চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। কারণ সেদিনও বৃষ্টি ছিল।


এই গল্পটি লিখতে আমার ভালো লেগেছে। আশা করছি আমার লিখা গল্পটি পড়লে আপনাদের ভালো লাগবে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

আপনার লেখা গল্পটি পড়ে আমার কাছে প্রথমেই খুবই ভালো লেগেছিল। বৃষ্টির দিনে প্রথম হৃদয় রুমকি কে দেখেছিল। এবং তাদের প্রথম ভালবাসার কথাও বলেছিল বৃষ্টির দিনে। হৃদয় অনেক কষ্টে রুমকি কে ভালবেসে বিয়ে করতে পেরেছিল এবং তারা সুখেও ছিল। তাদের দাম্পত্য জীবনে খুবই সুখে ছিল। তবে যখন সে বৃষ্টির কারণে হাসপাতালে আর নিতে বিলম্ব হয়। তখন তার সন্তান এবং তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। মর্মান্তিক কষ্ট গুলো মেনে নিতে আসলে খুবই কষ্ট হয়। ধন্যবাদ আপনাকে এরকম একটি গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা মেনে নিতে পারি না। তেমনি হৃদয় ও রুমকির জীবনেও এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপু আপনি আমার লিখা গল্পটি পড়েছেন এবং সুন্দরভাবে মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু আপনার পোস্ট পড়ে প্রথম দিকে অনেক ভালো লেগেছে। আসলে রুমকি ও হৃদয় দুজনে নিজের অজান্তে ভালোবেসে বিয়ে করেছে যেনে অনেক ভালো লেগেছে কারণ তাদের ভালোবাসার জয় হয়েছে । তবে আপু শেষে বৃষ্টির কারণে যে মা এবং বাচ্চা দুজনকেই এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। জেনে অনেক খারাব লাগল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

পোষ্টের প্রথম দিকটা মিষ্টি প্রেমের গল্প থাকলেও শেষের দিকটা একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে সব সময় যে মানুষের জীবনে সুখ থাকবে এমনটা নয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

সত্যি গল্পটি প্রথমে পড়ে আমি অনেক মজা পেয়েছিলাম।সেদিনও বৃষ্টি ছিল। তাদের দুজনার এই বৃষ্টির দিনে ভালোবাসা হয়েছিল এবং এই বৃষ্টির কারণে দুনিয়া ছাড়তে হয়েছে তাকে। হৃদয় এবং রুমি গল্পটি শেষের দিকে আমার মনটি একটু কষ্টকর হয়েছিল তবে বৃষ্টির জন্য প্রাণ হারাতে হলো মা এবং মেয়েকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে বৃষ্টি ভেজা একটি দিনকে ঘিরে আমি মিষ্টি প্রেমের গল্প লিখতে চেয়েছিলাম। এরপর হঠাৎ করেই গল্পটি অন্যদিকে নিয়ে গেলাম। যাতে করে জীবনের ভাঙ্গা গড়ার খেলা আমাদের সামনে প্রকাশ পায়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু গল্পের শুরুর দিকটা বেশ ভালো লেগেছিল। কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে যখন শেষের দিকে আসতে ছিলাম তখনকার বিষয়টা হৃদয়ের গভীরে গিয়ে স্পর্শ করেছে।হৃদয় এবং রুমি গল্পে এভাবে বৃষ্টির জন্য মা এবং মেয়েকে জীবন হারাতে হল। এটা সত্যিই খুব কষ্টকর।

 2 years ago 

সুখের এবং সুন্দর মুহূর্ত গুলো সব সময় অনেক ভালো থাকে। কিন্তু আমাদের জীবনে এমন কিছু সময় আসে যেগুলো আমরা মেনে নিতে পারি না। তেমনি আমি আমার লেখা গল্পটিতে ভিন্ন মোর নেওয়ার চেষ্টা করেছি। আসলে এরকম পরিস্থিতি সত্যি মেনে নেওয়া কষ্টকর। আপু আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু সত্যি ই খুব ভাল লেগেছে। কিন্তু যখন বৃষ্টির কারনে মা আর বাচ্চাকে পৃথিবী থেকে চলে যেতে হল, তখন খুব কষ্ট লাগলো। 🥲 সব মিলিয়ে ভাল হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টির কারণে মা ও বাচ্চাকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আসলে বিপদ যখন সামনে এসে দাঁড়ায় তখন চারপাশ থেকেই বিপদ এসে দাঁড়ায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

পড়ছিলাম আর মনে হচ্ছিল বাংলা ছায়াছবির স্ক্রিপ্ট পড়ছিলাম মনে হয়।তবে শেষের অংশটা সত্যিই অনেক বেদনাদায়ক।ঐযে কথা আছে না বিপদ যখন আসে চারদিক থেকেই আসে।তাদের সাথেও ঠিক তেমনটাই হয়ে গেছে।

 2 years ago 

আসলে আমাদের জীবনে গল্প কিংবা ছায়াছবি হয়তো অনেকের জীবন থেকে নেওয়া। জীবনের কথাগুলোই ছায়াছবির মাঝে ফুটে ওঠে। যাই হোক ভাইয়া মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

লেখাটা যখন পড়ছিলাম মনে হচ্ছিল যেন একটা ছোট নাটক দেখছি। থিম টা এক কথায় দূর্দান্ত 👌। তবে শেষ টা এতটা কষ্টের না দিলেও পারতেন। হৃদয়কেও তো কিছু নিয়ে বাঁচতে হবে। এভাবে বেচেঁ থাকা যায় নাকি !!

আর আপু আমার পার্সোনালি মনে হয় ,, এই ধরনের গল্প গুলো তে নায়ক নায়িকার কিছু কিছু ডায়লগ সুন্দর করে আলাদা মার্ক করে দিলে আরো আকর্ষণ বাড়ত পড়ার সময়। প্যারা আকারে পড়তে নিলে অনেক সময় মনোযোগ হারিয়ে যায়,,, আমার কাছে এমন টা লাগে আসলে।

 2 years ago 

ভাইয়া এরপর থেকে গল্প লিখলে চেষ্টা করব কোন ইম্পরট্যান্ট কথা কিংবা ভিন্ন ধরনের ডাইলগ গুলো মার্ক করার জন্য। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার নিজের তৈরি করা গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি গল্পটি অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি আমাদের সাথে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন।
আশা করি পরবর্তীতে আরো সুন্দর কিছু গল্প আমাদের সাথে শেয়ার করবেন।
আপনার জন্য শুভকামনা রইল আপু

 2 years ago 

আমার লেখা গল্পটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চেষ্টা করব পরবর্তীতে আরও দারুন দারুন গল্প লিখে শেয়ার করার জন্য। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভালোবাসা তো এমনি যাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় ৷
যাই হোক হৃদয় রুমকির ভালোবাসা হওয়ার আগে পরের গল্পটা পড়ে বেশ ভালো ই লাগছিল ৷কিন্তু শেষে টা মানতে পারলাম না ৷যাকে নিয়ে
হৃদয় খুব সুন্দর একটি সংসার সাজালো ৷কিন্তু সেটা আর হয়ে উঠলো না ৷
শেষ টা পরে সত্যি মুঠ টা খারাপ লাগলো ৷

 2 years ago 

ভালোবাসা যে সব সময় সুন্দর থাকবে এমনটা নয়। হয়তো শুরুতে সুখ থাকতেও শেষে গিয়ে কষ্ট পেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। যাই হোক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41