জেনারেল রাইটিং-ওরা মৌমিতাকে বাঁচতে দিলো না||

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে ভালো লাগে। তবে মাঝে মাঝে কিছু কথা লিখতে গিয়েও আটকে যেতে হয়। ভিতরের কষ্টটা বারবার কিছু বলতে বলতে গিয়েও থেমে যায়। আর সমসাময়িক কিছু বিষয় নিয়ে যখন কিছু লিখতে চাই তখন হৃদয়টা কষ্টে ভরে ওঠে। মৌমিতা কে নিয়ে কিছু কথা আজকে লিখতে চাই। নিজের অনুভূতি থেকে এই কথাগুলো লিখতে চাই। আশা করছি আমার লেখাগুলো সবার ভালো লাগবে।


ওরা মৌমিতাকে বাঁচতে দিলো না:

people-2565169_1280 (3).jpg

Source


একটি মেয়েকে নিয়ে বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে। মেয়ে লেখাপড়া করবে মানুষের মত মানুষ হবে। কেউ ভালো চাকরি করে কেউ বা নিজের ক্যারিয়ারে সফলতার অর্জন করে। দিনগুলো হয়তো ভালোই চলে যায়। হঠাৎ করে যখন সেই মেয়েটি কোন মানুষরূপী জানোয়ারের কবলে পরে তখন তার সব স্বপ্ন বিলীন হয়ে যায়। আর শেষ হয়ে যায় তার ইচ্ছে গুলো। সেই সাথে শেষ হয়ে যায় তার বেঁচে থাকার আকাঙ্ক্ষা। হাজারো স্বপ্ন বুকে লালন করে একটি মেয়ে যখন নিজের সফলতার পথে এগিয়ে যায় তখন কোথাও গিয়ে তাকে হয়তো থমকে দাঁড়াতে হয়। মানুষ রুপী কিছু জানোয়ারের জন্যই তাকে ভয়ে ভয়ে জীবন পার করতে হয়। কখনো বা তাদের ভয়ঙ্কর থাবা সেই অসহায় মেয়েটির জীবন এলোমেলো করে দেয় কখনো বা জীবন দিয়ে দিতে হয়।


মৌমিতার ক্ষেত্রেও হয়তো তেমনটা হয়েছিল। মৌমিতার সংবাদটি পড়ার পর থেকে মনের মাঝে কেন জানি অদ্ভুত এক ভয় কাজ করছে। আমরা মেয়েরা হয়তো অনেক সময় সফলতার পথে এগিয়ে যাই। কিন্তু পুরুষরূপী কিছু নরপিচাশ আছে যারা মানুষের বেশ ধারণ করে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। কিন্তু তাদের মনটা একদম পশুর মতো। সেই পশুর ভয়ংকর খাবায় মৌমিতা যেমন শেষ হয়ে গেছে তেমনি আমাদের সমাজে এমন অনেক মৌমিতা আছে যারা এভাবেই শেষ হয়ে যায় কিংবা ভবিষ্যতেও এভাবে শেষ হয়ে যাবে। মৌমিতা হয়তো বাঁচতে চেয়েছিল। হয়তো চিৎকার করে কাঁদতে চেয়েছিল। কিন্তু কিছু বলতে পারেনি। মানুষ রুপী সেই জানোয়ারদের দেখে সে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। হয়তো শেষবার বাঁচার আকুতি ছিল তার দুচোখে। কিন্তু বাঁচতে পারলো না মেয়েটি।


মৌমিতার আত্মচিৎকার হয়তো সেই মানুষরূপী জানোয়ারদের কানে পৌঁছায়নি। মৌমিতার চোখের পানি হয়তো তারা দেখতে পায়নি। কিংবা মৌমিতার কষ্টটা অনুভব করতে পারেনি। সেই সব মানুষরূপী জানোয়ারদের বেঁচে থাকা মানে আবারও কোন মৌমিতা ধর্ষণের শিকার হবে। আবারও কোন মৌমিতা জীবন দিয়ে দিবে। আসলে আমাদের চারপাশে এমন কিছু মানুষ ঘুরে বেড়ায় যাদেরকে দেখলে কখনো বোঝা যায় না তাদের ভেতরে কি চলছে। এরাই হয়তো কোন এক সময় ভয়ংকর রূপ ধারণ করবে। কোন এক সময় তাদের লালসার শিকার হবো আমরা। সবসময় আতঙ্কে দিন পারতে করতে হয় কর্মজীবী মহিলাদের। কর্মের তাগিদে যারা পরিবার ছেড়ে বেরিয়ে পরে তাদের ভেতরের আতঙ্ক সর্বদাই বিরাজমান।


মৌমিতার নিউজটি যখনই চোখের সামনে আসে তখনই ভেতরটা হাহাকার করে ওঠে। মনে হয় সবকিছু যদি ঠিক হয়ে যেত তাহলে বড্ড ভালো হতো। বারবার মনে হয় মৌমিতা যদি আবারও ফিরে আসতো তাহলে হয়তো তার পরিবার খুশিমনে তাকে বরণ করে নিতো। এই সমাজের থেকে মৌমিতা বিদায় নিয়েছে। আর বিদায় নিয়েছে মানুষরূপী কিছু হিংস্র জানোয়ারদের কবল থেকে। মাঝে মাঝে যখন এই কথাগুলো চিন্তা করি তখন আতঙ্কে ভেতরটা আতকে ওঠে। মনে হয় কেউ নিরাপদ নয়। কখনো নিজে আতঙ্কে থাকি কখনো বা আপন মানুষগুলোর আতঙ্কে বারবার চমকে উঠি। তাদেরও তো মা-বোন কিংবা মেয়ে আছে। তারা কি করে পারে একটি মেয়ের সম্মান নিয়ে এভাবে খেলা করতে। তাদের মনুষ্যত্ব পশুর চেয়েও জঘন্য হয়ে গেছে। তাই তো এরকম জঘন্য একটি কাজ করতেও তাদের বিবেকে বাধে না।


অনেক সময় অনেক কিছুই লিখতে ইচ্ছে করে। কিন্তু লিখতে গিয়েও কোথাও যেন থমকে যাই। আসলে কিছু কথা বলতে গিয়েও আর বলা হয় না। তবে মৌমিতার ব্যাপারটি আমাকে খুবই কষ্ট দিয়েছে। একটি মেয়ে কতটা যন্ত্রণা ভোগ করেছে এটা ভাবতেই দু চোখে পানি চলে আসে। সবশেষে একটি কথাই বলতে চাই আর কোন মৌমিতাকে যেন এভাবে চলে যেতে না হয়। ওরা তাকে বাঁচতে দিল না



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 7 days ago 

মৌমিতার চোখ দিয়ে পানি পড়েনি আপু রক্ত পড়েছিল।১১৩ টা কামড় মেয়েটির শরীরে।একটি উজ্জ্বল নক্ষত্র কে বিদায় দিয়ে দিল নরপিচাশ কজন।একটি পরিবারের হাজার হাজার স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল।এই মর্মান্তিক মৃত্যুতে সারা বিশ্ব ব্যথিত।গতকাল আপু রাতে নিউজটি জানার পর ঘুমাতে আর পারিনি। নিউজটির লেখা এবং মেয়েটির নিথর দেহের ছবি দেখে চোখের সামনে ভেসে উঠছিল মনে হচ্ছে মেয়েটির সাথে হয়ে যাওয়া ঘটনা।ধন্যবাদ আপু সুন্দর করে সাজিয়ে পোস্টটি শেয়ার করার জন্য।

 6 days ago 

মৌমিতার কথা মনে হলেই ভেতরটা কষ্টে ভরে ওঠে। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে এটা ভাবতেই অবাক লাগে আপু। পৃথিবীটা সত্যি অনেক কঠিন।

 7 days ago 

খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছিল মৌমিতার সাথে। ঘটনাটি যখন শুনেছিলাম তখন শরীরের প্রতিটা লোম যেন দাঁড়িয়ে উঠেছিল।কিভাবে পারলো তারা এইভাবে একটা অসহায় মেয়ের জীবন কেড়ে নিতে।কতটা অমানুষিকতার পরিচয় দিয়েছিল পশুগুলো।ধন্যবাদ আপু ঘটনাটি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 6 days ago 

মৌমিতার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সত্যি অনেক মর্মান্তিক ঘটনা। এরকম ঘটনার সম্মুখীন যেন কেউ না হয় এই কথাই সব সময় বলি আপু।

 7 days ago 

আপু আপনার পোস্টটি পড়ে খুব কষ্ট লাগলো। খুব সুন্দর করে আপনার কথাগুলো তুলে ধরেছেন। যদিও মৌমিতার এই নিউজ আমি দেখিনি। সত্যি বলেছেন আপু প্রতিটা সন্তানকে ঘিরে বাবা-মার অনেক স্বপ্ন থাকে। কিন্তু কেউ জানে না স্বপ্নটা একদিন ভেঙে যাবে। আর এই মানুষরূপী জানোয়ারদের বিচার না হলে আরো হাজারো মৌমিতাকে প্রাণ দিতে হবে। আমরা বা আমাদের পরিবার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী কেউ নিরাপদ নই।

 6 days ago 

কিছু কিছু নিউজ শুনে সত্যি অনেক খারাপ লাগে। মৌমিতার ব্যাপারটি খুবই খারাপ লেগেছে। আর তার এই মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া সত্যি অনেক কষ্টের।

 7 days ago 

খুব খারাপ লাগলো আপু লেখাটি পড়ে। এই ঘটনায় সত্যি ই মর্মাহত হয়েছি।মানুষ নামের পশু আমাদের সমাজে অনেক আছে।এদের হাত থেকে মৌমিতাদের মুক্তি নেই।অথচ মৌমিতাদের ও বাঁচার অধিকার আছে।

 6 days ago 

মৌমিতার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সত্যি অনেক মর্মান্তিক। এই ঘটনাটির কথা শুনে খুবই খারাপ লেগেছে আপু।

 4 days ago 

মৌমিতার জন্য আসলেই খুব খারাপ লাগছে। কি পরিমাণে মেয়েটার উপর নির্যাতন করেছে জানোয়ার গুলো, সেটা ভাবলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। সেই কালো রাতটি এই মেয়েটির সারা জীবনের স্বপ্ন একেবারে ধূলিসাৎ করে দিলো। মানুষরূপী সেই পশুদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 61615.30
ETH 2674.97
USDT 1.00
SBD 2.60