আমার বাংলা ব্লগ পাওয়ার আপ প্রতিযোগিতা|| Week 2||[১০% আমার প্রিয় লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি @rex-sumon ভাইয়াকে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। পাওয়ার বৃদ্ধি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টিম পাওয়ার বৃদ্ধিকে আমরা সবাই ভালবাসি। স্টিমিট প্লাটফর্মে স্টিম পাওয়ার বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আমার অবস্থানকে শক্ত করতে প্রতি সপ্তাহে পাওয়ার বৃদ্ধির একটি পরিকল্পনা নিয়েছি। আজ আমি ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি।



৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি:

IMG_20211110_195008.jpg
(ছবিটি এডিট করা হয়েছে)



স্টিম পাওয়ার বৃদ্ধির এটি আমার দ্বিতীয় পোস্ট। আমি এর আগেও স্টিম পাওয়ার বৃদ্ধির একটি পোস্ট দিয়েছিলাম। গত সপ্তাহে আমি ১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছিলাম এবং এই সপ্তাহে আমি ৫০ স্টিম পাওয়ার পাওয়ার বৃদ্ধি করেছি।আমি আশা করছি আমি আমার টার্গেট ডিসেম্বর পূরণের উদ্দেশ্যে আমার স্টিম পাওয়ার বৃদ্ধি অব্যাহত রাখব। আমি ডিসেম্বরের মধ্যেই ৫০০ স্টিম পাওয়ার পূর্ণ করতে চাই। তাই আমি সব সময় পাওয়ার বৃদ্ধির চেষ্টা করব।



আজ আমার স্টিম পাওয়ার বৃদ্ধি করার পূর্বে আমার ৩২৫.৬৭১ এসপি ছিল। এর সাথে আমি আরো ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। বর্তমানে আমার এসপি ৩৭৫.৬৭১। আজ আমি নিম্নে আমার ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধির প্রসেসগুলো দেখালাম।



পাওয়ার বৃদ্ধির ধাপসমূহ:



ধাপ-১

IMG_20211110_220409.jpg



ধাপ-২

IMG_20211110_220504.jpg



ধাপ-৩

IMG_20211110_220559.jpg



❣️ধন্যবাদ সকলকে❣️

Sort:  
 4 years ago 

শক্ত হাতে হাল ধরেছি
চিত্তে অনেক জোর
পাওয়ার আপের গুরুত্বটা
কেটে দিয়েছে ঘোর।।

 4 years ago 

ধন্যবাদ আপু

পাওয়ার আপের মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করাকে সাধুবাদ জানাই। পাওয়ার আপ মানেই সক্ষমতা বৃদ্ধি করা। শুভকামনা রইল

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

পাওয়ার আপ করতে ভালোবাসি পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার নিজের সক্ষমতা বৃদ্ধি করুন ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

ওয়াও!! আপু পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। পাওয়ার আপ মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

একাউন্টঃ @monira999
পাওয়ার বৃদ্ধিঃ = 15.3846%

পাওয়া আপ মানের আইডির সক্ষমতা।

শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111859.86
ETH 4330.21
USDT 1.00
SBD 0.83