"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৪ (আমার শেষ উৎসবের স্মৃতি) ঈদ-উল-আযহা || @monira999 (১৬ই শ্রাবণ ১৪২৮)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।



আমি@monira999 বাংলাদেশ থেকে। আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ের নতুন সদস্য। আজ আমি "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-০৪ এ (আমার শেষ উৎসবের স্মৃতি) নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



আমার শেষ উৎসবের স্মৃতিময় কিছু মুহূর্ত:

🌙 ঈদ-উল-আযহা।

IMG20210721182430.jpg
Device-OPPO-A15



আমি আমার শেষ ধর্মীয় উৎসব "ঈদ-উল-আযহা"এই দিনের প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করেছিলাম। ঈদের দিনে কাটানো আনন্দময় স্মৃতিগুলো আমার কাছে স্মরণীয় হয়ে রয়েছে। আমি আমার এই ধর্মীয় উৎসবের দিনের পুরোটা সময় খুবই উপভোগ করেছিলাম। এই বিশেষ দিনটি আমি আমার পরিবারের সকলের সাথে কাটিয়েছিলাম। নানান রকম রান্নাবান্না ও ঘুরাঘুরির মধ্য দিয়ে আমি আমার এই উৎসবমুখর দিনটি কাটিয়েছিলাম। পৃথিবীতে প্রত্যেক ধর্মের লোকের কাছেই তার ধর্মীয় উৎসবের দিনগুলো খুবই আনন্দময়।



এই উৎসবের দিনে খাবার তৈরীর কিছু মুহূর্ত:

IMG20210721103931.jpg
Device-OPPO-A15
IMG20210721104530.jpg
Device-OPPO-A15
IMG20210721134010.jpg
Device-OPPO-A15
IMG20210721134155.jpg
Device-OPPO-A15
IMG20210721135025.jpg
Device-OPPO-A15



আমি ঈদের দিনে আমার পছন্দের বিভিন্ন রকমের খাবার তৈরি করেছিলাম। আমি বিভিন্ন রকমের পিঠা তৈরিতে মাকে সাহায্য করেছিলাম। আমি আর আমার মা দুজনে মিলে চাউলের গুড়া দিয়ে রুটি পিঠা ও সেমাই পিঠা তৈরি করেছিলাম। আমি এবং আমার মা দুজনে মিলে আমরা পরিবারের সকলের জন্য রুটি পিঠা ও সেমাই পিঠা তৈরি করেছিলাম। সেদিনের তৈরি করা পিঠার স্বাদ যেন আজও আমার মুখে লেগে আছে।



বিকেলবেলায় নদীর পাড়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত:

IMG20210721182052.jpg
Device-OPPO-A15
IMG20210721183327.jpg
Device-OPPO-A15
IMG20210721182518.jpg
Device-OPPO-A15
IMG20210721182653.jpg
Device-OPPO-A15



আমি আমার শেষ উৎসব "ঈদ-উল-আযহা" এই দিনটি খুবই আনন্দের সাথে কাটিয়েছিলাম। আমি এই দিনটিতে প্রকৃতির মাঝে নদীর পাড়ের খোলা হাওয়ায় ঘুরতে গিয়েছিলাম। পড়ন্ত বিকেলে নদীর পাড়ের খোলা হাওয়া আমার অনেক ভালো লেগেছিল। আমি আমার এই উৎসবমুখর দিনের বিকেলবেলার প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করেছিলাম। নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছিল। নদীর পাড়ের খোলা হাওয়া মনকে আনন্দে ভরিয়ে তুলেছিল।



আমার শেষ উৎসবের সন্ধ্যা বেলার কাটানো কিছু স্মৃতি:

IMG20210721191507.jpg
Device-OPPO-A15

IMG20210721191420.jpg
Device-OPPO-A15



সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় নীল আকাশের আলো-আঁধারের অপরূপ খেলা। এই আলো-আঁধারের খেলা প্রকৃতিকে নতুনত্ব দান করে। আমার শেষ উৎসবের সন্ধ্যাবেলার কাটানো মুহূর্ত আজও আমার মনে আনন্দের দোলা দিয়ে যায়। আমি আমার এই উৎসবমুখর দিনের সন্ধ্যাবেলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে নিজের মতো করে উপভোগ করেছিলাম।



উৎসবের দিনে আমার বিভিন্ন কাজ ও ঘুরতে যাওয়ার বিভিন্ন স্মৃতিগুলোকে স্মরণীয় করে রাখতে আমার আনন্দময় মুহূর্তগুলো আমার ফোনে ক্যামেরা বন্ধী করে রেখেছিলাম। আমার কাটানো শেষ উৎসবের স্মৃতিগুলো খুব আনন্দময় ছিল। তাই আমি আমার শেষ উৎসবের স্মৃতি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।



Cc:-
@rme
@blacks
@amarbanglablog
@photoman
@hafizullah



সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

@shuvo35 আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার আমার পোস্টটি দেখার জন্য।

 3 years ago 

আমি কোন স্যার নই । এখানে আমরা সবাই কলিগ ।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

দারুন ছিলো আপনার শেষ উৎসবের প্রতি খুবই ভালো লেগেছে ছবিগুলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67975.29
ETH 3240.67
USDT 1.00
SBD 2.66