অরিগ্যামি-রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। সময় পেলে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। আজকে ভাবছিলাম কি পোস্ট করব। সেই ভাবনা থেকে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের অরিগ্যামি তৈরি:

IMG_20230917_170529.png
Device-OPPO-A15


অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লাগে। যখন সময় পাই তখন নতুন কিছু করে রাখার চেষ্টা করি। যাতে করে ব্যস্ততম দিনগুলোতে ভীষণ কাজে লাগে। আজকে সকাল থেকে কোন কিছুই ভালো লাগছে না। কি করবো কিছুই ভালো লাগছে না। তেমন একটা কাজও করিনি। আর নিজের পোস্টও করিনি। তাই ভাবলাম আগে থেকে তৈরি করে রাখা পদ্ম ফুলের অরিগ্যামি সবার মাঝে শেয়ার করি। আশা করছি পদ্ম ফুলের অরিগ্যামি সবার ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পদ্মফুলের অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20230917161711.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230917161850.jpg
Device-OPPO-A15
IMG20230917162526.jpg
Device-OPPO-A15


পদ্ম ফুলের অরিগ্যামি তৈরি করার জন্য প্রথমে সুন্দর করে সাদা কাগজ কেটে নিয়েছি। এরপর মাঝামাঝি অংশে ভাঁজ করেছি।


ধাপ-২

IMG20230917162547.jpg
Device-OPPO-A15
IMG20230917162613.jpg
Device-OPPO-A15


এবার আরো কয়েকটি ভাঁজ করেছি এবং পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৩

IMG20230917162632.jpg
Device-OPPO-A15
IMG20230917162818.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20230917162840.jpg
Device-OPPO-A15
IMG20230917162931.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো সুন্দর করে ধীরে ধীরে কাটার চেষ্টা করেছি। এরপর ভাঁজ করে পদ্ম ফুলের পাতাগুলো সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230917163113.jpg
Device-OPPO-A15
IMG20230917164044.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে বেশ কিছু ফুল তৈরি করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230917164136.jpg
Device-OPPO-A15
IMG20230917164420.jpg
Device-OPPO-A15


পদ্মফুল তৈরির জন্য এবার ফুলগুলো প্রস্তুত হয়ে গেলে আঠা দিয়ে একটির সাথে আরেকটি লাগিয়ে দিয়েছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20230917164518.jpg
Device-OPPO-A15
IMG20230917164542.jpg
Device-OPPO-A15


এবার পদ্মফুলের মাঝের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হলুদ রঙের কাগজ নিয়েছি এবং কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230917164644.jpg
Device-OPPO-A15
IMG20230917164730.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে হলুদ রংয়ের কাগজ কেটে নিয়েছি এবং ফুলের মাঝের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ছোট্ট করে ফুল তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230917164846.jpg
Device-OPPO-A15
IMG20230917164941.jpg
Device-OPPO-A15


পদ্ম ফুলের মাঝের অংশ তৈরি হয়ে গেলে এবার সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


ধাপ-১০

IMG20230917165148.jpg
Device-OPPO-A15
IMG20230917165223.jpg
Device-OPPO-A15


পদ্ম ফুলের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এবার পাতা তৈরি করার চেষ্টা করেছি। প্রথমে কাগজ নিয়েছি। এরপর কোনাকুনিভাবে ভাঁজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20230917165330.jpg
Device-OPPO-A15
IMG20230917165419.jpg
Device-OPPO-A15


এবার পদ্ম পাতাগুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং কালো কলম দিয়ে এঁকে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230917165553.jpg
Device-OPPO-A15


পদ্ম পাতাগুলো সুন্দর করে তৈরি হয়ে গেলে এবার সেটিং করার জন্য প্রস্তুত করে নিয়েছি।


উপস্থাপনা:

ei_1694948509542-removebg-preview.png
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে উপস্থাপন করতেও ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের অরিগ্যামি তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে আমার ভীষণ ভালো লেগেছে। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। তবে চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আশা করছি সবার ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আসলে আপু এমন ফুল তৈরি করার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। তার সাথে ধৈর্য ও থাকতে হয়। তবে আপনি খুবই সুন্দর করে পর্দা ফুল তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 11 months ago 

কোন কিছু তৈরি করতে যেমন সময় লাগে তেমনি ধৈর্যের প্রয়োজন হয়। আমিও চেষ্টা করেছি ভাইয়া পদ্মফুল তৈরি করে উপস্থাপন করার। বানানের ব্যাপারে একটু সতর্ক হবেন ভাইয়া।

 11 months ago 

এইভাবে রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে এমনিতেই দেখতে অনেক ভালো লাগে। আর আপনি রঙিন কাগজ ব্যবহার করে পদ্ম ফুল তৈরি করেছেন দেখে আমার কাছে তো সম্ভব ভালো লেগেছে। অসম্ভব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে যার কারণে দারুন লাগছে।

 11 months ago 

ঠিক বলেছেন আপু এভাবে কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। তাইতো আমি চেষ্টা করেছি পদ্ম ফুল তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার জন্য।

 11 months ago 

ওয়াও খুবই চমৎকার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি দেখে মনে হচ্ছে ফুটন্ত পদ্মফুল তুলে এনে ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর অরিগ্যামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পদ্মফুলের কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 11 months ago 

অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি আপু। পদ্ম ফুলগুলো দেখতে আপনার কাছে ভালো লেগেছে এবং ফুটন্ত পদ্মফুল মনে হয়েছে জেনে ভালো লাগলো আপু।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের অরিগামি খুব সুন্দর হয়েছে আপু।রঙিন কাগজের যেকোনো জিনিস, তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনার উপস্থাপনা ও দারুন ছিল।ধন্যবাদ আপু রঙিন কাগজের এই পদ্ম ফুলের অরিগামি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা পদ্ম ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি পদ্ম ফুলের অরিগামী তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক সময় লাগলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এত সুন্দর একটি অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

রঙিন কাগজের ব্যবহার করে যদি কোন কিছু তৈরি করা যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে। তবে এই কাজগুলো করতে সত্যি অনেকটা সময় লাগে। ধন্যবাদ আপু।

 11 months ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি সময় পেলেই নতুন কিছু করার চেষ্টা করেন, আর নতুন কিছু চেষ্টা করে আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন প্রতিনিয়ত যেটা মাঝে মাঝেই আপনার পোষ্টের মাধ্যমে দেখছি। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি পদ্ম ফুলের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ এত সুন্দর একটি পদ্ম ফুলের অরিগামী তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সময় পেলেই নতুন কিছু করার চেষ্টা করি। আসলে এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। তাই হাতে সময় নিয়ে করার চেষ্টা করি ভাইয়া।

 11 months ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন কোন কিছু তৈরি করা থাকলে যখন ব্যস্ত বা কোন কিছু করতে ভালো লাগে না, তখন সেগুলো শেয়ার করা যায়। যেমন আজকে আপনি করেছেন। আপনার আজকের রঙিন কাগজের পদ্ম ফুলের অরিগ্যামিটি সত্যিই চমৎকার হয়েছে। দেখে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 11 months ago 

সত্যি আপু কোন কিছু তৈরি করা থাকলে ব্যস্ততার সময়গুলোতে ভীষণ কাজে লাগে। তাই তো সময় পেলেই কোন কিছু তৈরি করার চেষ্টা করি আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের সুন্দর একটি অরিগ্যামি আমি তৈরি করেছেন আপু। শাপলা ফুল গুলো দেখতে আমার কাছে একদম বাস্তবের মত লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপু আমি চেষ্টা করেছি পদ্ম ফুলগুলো দেখতে সুন্দর করার জন্য। আপনার কাছে বাস্তবের মত মনে হয়েছে জেনে খুশি হলাম আপু।

 11 months ago 

ভালো না লাগলে কোনো কিছুই করতে ভালো লাগে না। তবে আপনি কাজটি আগে করে রেখেছিলেন এজন্য সহজ হয়েছে ব্যাপারটা! আপনার পদ্ম ফুলরে অরিগ্যমিটা সুন্দর হয়েছে আপু। পাতাগুলো একদম পদ্ম পাতার মতো লাগছে।

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া যখন ভালো লাগে না তখন কোন কিছুতেই মন বসে না। আর এই কাজটি আগে করা ছিল বলেই পোস্ট শেয়ার করতে পেরেছিলাম। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 11 months ago 

বেশ সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন আপু।দূর থেকে সত্যি সত্যি পদ্মফুলই মনে হবে।কালার কম্বিনেশন টা দারুণ ছিলো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমার তৈরি করা কাগজের পদ্ম ফুল আপনার কাছে সত্যিকারের পদ্ম ফুলের মতো লেগেছে জেনে ভালো লাগলো আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59695.98
ETH 2665.47
USDT 1.00
SBD 2.48