প্রতিযোগিতা-শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্য পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কয়েকদিন থেকেই ভাবছিলাম কি পেইন্টিং করব। যদিও কয়েকদিন থেকে শরীর মন কোনটাই ভালো নেই। তাই সেভাবে পেইন্টিং করতে পারছিলাম না। আসলে মন ভালো না থাকলে কখনো পেইন্টিং করা যায় না। আর পেইন্টিং করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক প্রস্তুতি। আর সেটা যদি না থাকে তাহলে কখনোই ভালো পেইন্টিং করা সম্ভব হয় না। কিছুতেই ভালো পেইন্টিং করতে পারছিলাম না। তবুও ভাবলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য হলেও ছোট করে কিছু করব। আসলে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার চেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় ব্যাপার মনে হয়। তাই তো নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় ছোট্ট একটি পেইন্টিং করার চেষ্টা করেছি।


শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্য পেইন্টিং:

IMG_20230919_154258.png
Device-OPPO-A15
IMG_20230920_115951.jpg
Device-OPPO-A15
IMG_20230920_095348.jpg
Device-OPPO-A15


শরৎকালে প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে। প্রকৃতির সেই সুন্দর সাজ দেখলে চোখ জুড়িয়ে যায়। শরতের প্রকৃতি আর কাশফুল যেনো হৃদয়ের মাঝে ভালোলাগা তৈরি করে। কথায় আছে শরতের কাশফুল নাকি সবার মনে ভালো লাগা তৈরি করে। আমার কাছেও তেমনটাই মনে হয়। নদীর পাড়ের সৌন্দর্য যেন শরৎকালে আরো বেড়ে যায়। সাদা ধবধবে কাশফুল আর এর মাঝে হেঁটে চলা একটি রমণী। সবকিছু মিলে শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো সেভাবে পেইন্টিং করতে পারিনা। তবুও নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় শরতের প্রকৃতি সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. আর্ট পেপার।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230919121239.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230919121946.jpg
Device-OPPO-A15
IMG20230919122043.jpg
Device-OPPO-A15


শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্য পেইন্টিং করার জন্য প্রথমে আমি একটি রমণীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পেন্সিল দিয়ে হালকা ভাবে এঁকে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230919122742.jpg
Device-OPPO-A15
IMG20230919123035.jpg
Device-OPPO-A15


এবার শরতের আকাশ অঙ্কন করার চেষ্টা করেছি। এজন্য প্রথমে হালকা আকাশি রংয়ের ব্যবহার করেছি।


ধাপ-৩

IMG20230919123500.jpg
Device-OPPO-A15
IMG20230919124300.jpg
Device-OPPO-A15


এবার আকাশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর শরতের আকাশ সুন্দর করার জন্য সাদা ধবধবে মেঘ তৈরি করার চেষ্টা করেছি। এজন্য হালকাভাবে সাদা রঙের ব্যবহার করেছি। এরপর নদীতে ভাসমান শাপলা ফুল এবং বিভিন্ন লতাপাতা অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230919124848.jpg
Device-OPPO-A15
IMG20230919125144.jpg
Device-OPPO-A15


এবার শাপলা ফুল ও লতা পাতাগুলো সুন্দর করে রঙিন করে তোলার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20230919125451.jpg
Device-OPPO-A15
IMG20230919125905.jpg
Device-OPPO-A15


এবার এই পেইন্টিং এর সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য নদী অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230919130103.jpg
Device-OPPO-A15
IMG20230919130457.jpg
Device-OPPO-A15


এবার একটি রমনীর বিভিন্ন অংশ সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং রঙের ব্যবহার করেছি।


ধাপ-৭

IMG20230919130600.jpg
Device-OPPO-A15
IMG20230919130816.jpg
Device-OPPO-A15


এবার চুলগুলো সুন্দর করার চেষ্টা করেছি। খোলা চুলে একটি রমণী দাঁড়িয়ে আছে এরকম একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230919131346.jpg
Device-OPPO-A15
IMG20230919131508.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের অংশ সুন্দর করার জন্য সবুজ রঙের ব্যবহার করেছি এবং কাশফুলের অংশ তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230919131755.jpg
Device-OPPO-A15
IMG20230919131957.jpg
Device-OPPO-A15


এবার সাদা রঙের ব্যবহার করে কাশফুল সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230919133403.jpg
Device-OPPO-A15
IMG20230919134810.jpg
Device-OPPO-A15


কাশফুলের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আরো কিছু অংশের কাজ করেছি এবং নিচের দিকে হালকা ভাবে কালো রঙের ব্যবহার করেছি। যাতে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG_20230919_205959.jpg
Device-OPPO-A15


শরতের প্রকৃতি দেখতে অনেক সুন্দর। তাইতো আমি প্রকৃতির এই সৌন্দর্য আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য বিভিন্ন অংশের কিছু কাজ করেছি এবং এই পেইন্টিং শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20230919_165321.jpg
Device-OPPO-A15
IMG_20230919_210237.jpg
Device-OPPO-A15
IMG_20230919_175810.jpg
Device-OPPO-A15


শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর শরতের কাশফুল সবার প্রিয়। তাই তো নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। শরতের প্রকৃতি আর সুন্দর কাশফুলগুলো মিলেমিশে যেন প্রকৃতিকে আরো বেশি সুন্দর ভাবে উপস্থাপন করেছে। তাইতো আমি সেই প্রতিচ্ছবি সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদিও ভালো পেইন্টিং করতে পারি না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় এই পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৪ এর জন্য শুভকামনা জানায় আপু।আপনি খুব সুন্দর একটি প্রকৃতির দৃশ্যের আর্ট শেয়ার করেছেন আমাদের মাঝে।আর্ট এর ধাপগুলো উপস্থাপনা চমৎকার ছিল।আর্ট তৈরির ধাপগুলো অনুসরণ করে যে কেউ আর্টটি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। যদিও ভালো আর্ট পারিনা। তবুও চেষ্টা করেছি।

 11 months ago 

চিত্র দেখে তো অবাক হয়ে গেলাম আপু।এতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমসাময়িক একটি ছবি এটা খুব সুন্দর হয়েছে।আপনি গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমার অংকন করা চিত্র দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত প্রকাশের জন্য।

 11 months ago 

শরৎকালে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর ধারে কাশফুলের শুভ্রতা সত্যি হৃদয় ছুঁয়ে দেয়। আপনার প্রাকৃতিক দৃশ্য অংকন বেশ দুর্দান্ত হয়েছে। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে আপু।

 11 months ago 

শরৎকালের নীল আকাশে সাদা মেঘের বেলা দেখতে অনেক ভালো লাগে। আর কাশফুল দেখতে ভালো লাগে। তাই তো দুটো মিলে মিশে এই পেইন্টিং করার চেষ্টা করেছি ভাইয়া।

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার আর্ট করেছেন আপনি। আপনার আর্ট আমার কাছে খুব খুব ভালো লেগেছে । কালার কম্বিনেশনও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

আপু আমি চেষ্টা করেছি শরৎকালের প্রকৃতি সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনিও কিন্তু দারুণ আর্ট করেছেন আপু।

 11 months ago 

একদম ঠিক বলছেন আপু যে কোন কাজের ক্ষেত্রে মন-মানসিকতা সব ঠিক থাকতে হয়। যদি মানসিক অবস্থা ভালো না হয় তাহলে সে কাজের প্রতি ভালো ফলাফল আসে না। আপনি কিন্তু অনেক কষ্ট করে একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করলেন শরৎকালের। দেখে বেশ ভালই লেগেছে। আমার কাছেও প্রতিযোগিতায় জিতার বিষয়টা বড় না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। অনেক ভালো লাগলো শুভকামনা রইল।

 11 months ago 

একদম ঠিক বলেছেন আপু মানসিক প্রস্তুতি ছাড়া কোন কাজ ভালোভাবে করা যায় না। আর ভালো ফলাফল আসে না। সত্যি আপু প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার চেয়ে অংশগ্রহণ করাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়।

 11 months ago 

কাশফুল দেখলেই মনে হয়ে যায় শরৎ কালের কথা। নদীর ধারে পুকুর পাড়ে যখন কাশ ফুলে ছেয়ে যায় তখন প্রাকৃতিক দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগে। আপনি সেই রকম একটি প্রাকৃতিক দৃশ্য আজকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। শরৎকালের অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। ধন্যবাদ আপু।

 11 months ago 

ঠিক বলেছেন আপু কাশফুল দেখলেই শরৎকালের কথা মনে পড়ে যায়। তাই তো আমিও প্রকৃতির সেই সৌন্দর্য উপস্থাপন করার চেষ্টা করেছি।

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে আপু। শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্য পেইন্টিং দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। কাশফুল বাগানে মেয়েটি ফুল হাতে নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে বাহ্ ভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং সুন্দর একটি পেইন্টিং সবার মাঝে উপহার দেওয়ার জন্য। মেয়েটির হাতে থাকা ফুল আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 11 months ago 

শরৎকালের প্রকৃতিক সৌন্দর্য্য খুবই সুন্দর লাগে। সেই সাথে কাশ ফুল শরৎকালের সৌন্দর্য্য আরও এক ধাপ বাড়িয়ে দেয়। আপনার আঁকা শরৎকালের প্রকৃতিক দৃশ্য বেশ সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। মেয়ের ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে বেশ সুন্দর হয়েছে আপু। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 11 months ago 

শরৎকালের প্রকৃতি দেখতে ভালো লাগে। তাই তো শরৎকালের প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপস্থাপন করেছিল ভাইয়া। মেয়েটির ছবি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 11 months ago 

ঠিক বলেছেন আপু, শরীর ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসে না আর পেইন্টিং করার জন্য দরকার সুস্থ্য মন মানসিকতা। যাক, শরৎ এর সেই রূপ যেন অনেক আগেই হারিয়ে যাচ্ছে। কাশফুল দেখা যায় না। তবে পেইন্টিং এর মাধ্যমে সেই মোমেন্ট টা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

 11 months ago 

শরীর এবং মন ভালো না থাকলে কোন কিছুই করা যায় না। তবুও আমি চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 11 months ago 

আমার ছয়টি ঋতুর মধ্যে শরৎকাল অতিপ্রিয়। কারন এই মুহূর্তে আকাশের বুকে সাদা সাদা মেঘ ভেসে বেড়াই এবং পুকুর পাড়ে সাদা কাশফুল ফুটে থাকে। আর এই সৌন্দর্য উপভোগ করে আসছি দীর্ঘ অনেক বছর থেকে। আর এই কমিউনিটিতে জয়েন করার পর থেকে প্রতিনিয়ত মনে করেন ছবি তুলতেছি, তাই শরৎকাল আমার হয়ে গেছে অতি প্রিয়। আর আজ সেই শর্তের অসাধারণ দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুশি হলাম।

 11 months ago 

প্রত্যেকটি ঋতুতে প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। আর শরৎকালের সাদা মেঘ এবং সাদা কাশফুল দেখতে অনেক ভালো লাগে। তাই তো সেই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47