নাটক রিভিউ-প্রণয় থেকে পরিণয়||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নাটক দেখতে ভালো লাগে। কয়েকদিন আগে এই নাটক দেখেছিলাম। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। ভালোলাগার নাটকগুলো রিভিউ শেয়ার করতে আমার বেশি ভালো লাগে। আশা করছি এই নাটক রিভিউ সবার ভালো লাগবে।


IMG_20240825_130034.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামপ্রণয় থেকে পরিণয়
গল্পনাছির খান
পরিচালনাপথিক সাধন
প্রযোজনাএম ডি কামরুজ্জামান
অভিনয়েইয়াশ রোহান, তটিনী ও আরো অনেকে
দৈর্ঘ্য৩৪ মিনিট
মুক্তির তারিখ১৯ আগস্ট ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • ইয়াশ রোহান
  • তটিনী
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2024-08-21-13-43-53-47.jpg
Screenshot_2024-08-21-13-52-06-87.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই দেখতে পাই একটি ছেলে এবং একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। স্টেশনে তারা দুজনেই সময় কাটাচ্ছে। কিন্তু ছেলেটিকে খুবই অস্থির মনে হচ্ছিল। সে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল। এমন সময় অন্য একটি লোকের সাথে তার দেখা হয়। এরপর লোকটি ছেলেটির সাথে কথা বলে এবং তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ছেলেটি ওই লোকটিকে নিজের পালানোর ব্যাপারে সব কিছুই বলে। এরপর লোকটি বলে তার জীবনেও একজন মানুষ ছিল। তখন লোকটি তাদের ভালোবাসার গল্প শুনতে আগ্রহী হয়।


Screenshot_2024-08-21-13-52-15-18.jpg
Screenshot_2024-08-21-13-53-53-10.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার ছেলেটি সবকিছু বলতে শুরু করে কিভাবে তাদের পরিচয় হয়েছিল। ছেলেটি বই পড়তে অনেক পছন্দ করতো। আর পুরাতন লাইব্রেরী থেকে সব সময় বই কিনে পড়তো। একদিন হঠাৎ করে বইয়ের শেষ পৃষ্ঠায় কিছু লেখা খুঁজে পায়। আর সেখানে একটি ফোন নাম্বার দেওয়া ছিল সেই। ফোন নম্বরের মালিক বলেছিল যদি এই লাইনগুলোর সাথে মিলিয়ে কেউ নতুন লাইন তৈরি করে তাহলে যেন এই নাম্বারে এসএমএস করে জানায়। এই ব্যাপারটি ছেলেটির কাছে বেশ ভালো লাগে। তখন সে ওই নাম্বারটিতে ফোন দেয়। অপর প্রান্ত থেকে একটি মেয়ে ফোন রিসিভ করে। মেয়েটির সাথে তার বেশ কিছুক্ষণ কথা হয়। প্রথমে মেয়েটি তাকে পাত্তাই দেয় না।


Screenshot_2024-08-21-13-55-22-11.jpg
Screenshot_2024-08-21-13-55-56-16.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এরপর মেয়েটি যখন তার ভুল বুঝতে পারে তখন আবার নিজেই ছেলেটিকে কল করে এবং বলে সে তার লেখা লাইনগুলো শুনতে চায়। তখন ছেলেটি সুন্দর করে তার লেখা লাইন গুলো বলে আর মেয়েটি মুগ্ধ হয়ে যায়। এভাবে মাঝে মাঝেই তাদের কথা হতো। ধীরে ধীরে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় দেখা করার। ছেলেটির বাসা যেহেতু দূরে ছিল তাই ছেলেটি অনেক দূর থেকে মেয়েটির সাথে দেখা করতে আসে। প্রথম দেখাতেই তাদের বেশ ভালো সম্পর্ক তৈরি হয়। ছেলেটি মেয়েটিকে আদর করে ময়না বলে ডাকে। সে ময়নাকে অনেক ভালোবেসে ফেলেছে। এভাবেই চলছিল তাদের প্রেমের সম্পর্ক।


Screenshot_2024-08-21-13-59-36-91.jpg
Screenshot_2024-08-21-14-01-30-54.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ করে মেয়েটির বাসা থেকে বিয়ে ঠিক করা হয়। তাই বাধ্য হয়ে মেয়েটি পালিয়ে যায়। দুজনের কাছেই তেমন কোন টাকা পয়সা ছিল না। স্টেশনে বসে বসে তারা ভাবছিল কি করবে আর কোথায় যাবে। কিছুই ভেবে পাচ্ছিল না। কোন কিছু না ভেবেই তারা পালিয়ে এসেছিল। যার সাথে ছেলেটি এই গল্পগুলো করছিল সেই লোকটি তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং বলে তারা যদি চায় তাহলে সে তাদেরকে সাহায্য করবে। এরপর হঠাৎ করে মেয়েটির ব্যাগ ছিনতাই হয়। আর মেয়েটি দৌড়ে বাহিরে আসে। তখনই ওই অচেনা লোকটার সাথে মেয়েটির দেখা হয়ে যায়।


Screenshot_2024-08-21-14-07-48-91.jpg
Screenshot_2024-08-21-14-08-19-16.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এরপর লোকটি দুজনকে নিয়ে তার বাড়িতে যায় এবং যাওয়ার আগে দুজনকে বিয়ে দেয়। এরপর যখন সবাই মিলে ওই লোকটির বাড়িতে যায় তখন ছেলেটি জানতে পারে আসলে ওই লোকটি ছিল ময়নার বড় ভাই। এই কথা শুনে ছেলেটি তো অবাক হয়ে যায়। কারণ এতক্ষণ দুজনেই তার কাছে সবকিছু লুকিয়ে গেছে। মেয়েটিও কিছু বলেনি। আর তার ভাইও কিছু বলেনি। এরপর ময়নার ভাই তার মাকে সবকিছু বুঝিয়ে রাজি করে এবং তাদের সুন্দর একটি সম্পর্কের পরিণতি পায়। এখানেই নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2024-08-21-14-13-07-63.jpg
Screenshot_2024-08-21-14-13-16-04.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। মেয়েটির বড় ভাই তাদেরকে সাহায্য করেছে এটা দেখে বেশি ভালো লেগেছে। আসলে অনেক সময় পরিস্থিতির কারণে অনেকে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। নিজের ভালোবাসার কথা পরিবারের লোকগুলোকে জানানোর সময় কিংবা সুযোগ করে উঠতে পারে না। ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার ভয়ে হয়তো তারা এই সিদ্ধান্ত নেয়। তবে আমার কাছে মনে হয় বাড়ি থেকে পালিয়ে যাওয়াটা মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। সবকিছুর সমাধান পরিবার থেকেই করা উচিত।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক




আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

আমার কাছে অনেক ভালো লাগে নাটকের রিভিউ পড়তে। যদিও ব্যস্ততার কারণে নাটক খুব একটা দেখা হয় না, কিন্তু আমি রিভিউর মাধ্যমে নাটকের কাহিনী গুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। ইয়াশ এবং তটিনির নাটক গুলো অনেক সুন্দর হয়। শেষে তাদের সুন্দর একটা সম্পর্কের পরিণতি হয়েছে, এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 months ago 

এই নাটকের রিভিউ পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। নাটকটি সত্যি দারুন ছিল। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

এই নাটকটি এখনো আমার দেখা হয়নি। কিন্তু আজকে আপনার নাটকের রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি অনেক সুন্দর একটা কাহিনী নিয়ে করা।নাটকটিতে ভালোবাসার পরিপূর্ণতা পেয়েছে।যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

এই নাটকের গল্পটা দারুন ছিল ভাইয়া। আপনি যদি সময় পান তাহলে অবশ্যই দেখতে পারেন। সুন্দর করে মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ।

 2 months ago 

ইয়াশ রোহান, তটিনী এদের জুটি টা বেশ ভালো লাগে। তাদের নাটক গুলো প্রায় দেখা হয়। তবে এই নাটক টা আগে দেখা হয়নি। খুব সুন্দর ভাবে পুরো নাটকটার রিভিউ দিয়েছেন। গল্প টা খুব সুন্দর। নাটকে হ্যাপি এন্ডিং ছিল এটাই ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 2 months ago 

ইয়াশ রোহান ও তটিনী জুটি আমার খুবই ভালো লাগে। এই নাটকের গল্পটি যেমন দারুন ছিল তেমনি ছিল দারুন অভিনয় দক্ষতা। সব মিলিয়ে ভালো লেগেছে আপু।

 2 months ago 

আমার কাছে ইয়াস এবং তটিনির নাটক গুলো অনেক ভালো লাগে। তাদের এই ছুটিটা আমার সব থেকে বেশি পছন্দের। তাদের এরকম অনেক নাটক আমার দেখা হয়েছে। কিন্তু এই নাটকটা এখনো পর্যন্ত দেখা হয়নি। প্রণয় থেকে পরিণয় এই নাটকটার সম্পূর্ণ কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। রিভিউর মাধ্যমে পুরো কাহিনীটা জেনে নিতে পেরে ভালো লাগছে অনেক বেশি। আমি সময় পেলে এই নাটকটা দেখার জন্য চেষ্টা করবো।

 2 months ago 

ইয়াশ রোহান ও তটিনী আমার খুবই পছন্দের। দুজনের অভিনয় আমার খুবই ভালো লেগেছে আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনি ইদানিং দেখছি নতুন নতুন অনেক নাটকের রিভিউ দেন দেখে ভালো লাগে । আমিও সময় পেলে অনেক নাটক দেখার চেষ্টা করি কখনো রিভিউ পোস্ট করা হয় না । কারণ নাটক রিভিউ অনেক বেশি লিখতে আমার কাছে বিরক্তি লাগে । এই নাটক আমি অর্ধেক টুকু দেখেছিলাম আজকে আপনার পোস্টের মাধ্যমে বাকিটুকু জেনে নিলাম।

 2 months ago 

নতুন নতুন নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। আর ভালোলাগার নাটকের রিভিউ শেয়ার করতেও ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 months ago 

আপনার নাটকের রিভিউটি পড়ে মনে হচ্ছে অনেক সুন্দর একটি নাটক। নাটকটি পড়ে যা বুঝলাম যে ওরা দুজন দুজনকে পছন্দ করে। কিন্তু পরিবার না মেনে অন্য জায়গায় বিয়ে ঠিক করে বলে নায়িকা পালিয়ে আসে। তবে স্টেশনে ভাইয়ের কছে ধরা পড়ে যায়। এবং বড় ভাই তাদের বাড়িতে নিয়ে আসে। আপনি অনেক গোছালো করে নাটকের রিভিউটি তুলে ধরেছেন আপু।

 2 months ago 

নাটক টি সত্যি দারুন ছিল আপু। দুজনে বাধ্য হয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু অবশেষে সবকিছুই ঠিক হয়ে যায়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 months ago 

আপনি আমাদের মাঝে প্রায় সময় দারুন দারুন নাটক রিভিউ করে থাকেন। আপনার প্রণয় থেকে পরিণয় নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। প্রণয় থেকে পরিণয় এই নাটকটি বেশ সুন্দর। নাটকের গল্প এবং দৃশ্যপট খুবই অসাধারণ। বিশেষ করে নাটকের গল্প খুবই দারুন । এতো সুন্দর নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

ভালোলাগার নাটক গুলোর রিভিউ শেয়ার করতে ভালো লাগে। এই নাটকের গল্পটি সত্যি অসাধারণ ছিল ভাইয়া। অনেক ভালো লেগেছে।

 2 months ago 

এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটি আমার কাছে খুবই ভালো লাগে। এদের প্রায় সব নাটকই আমি দেখে থাকি। আপনার শেয়ার করা রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটকেে রিভিউ শেয়ার করার জন্য।

 2 months ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর নাটক এর রিভিউ দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি সুন্দর নাটকের রিভিউ শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে আমার পছন্দের দুজন নায়ক নায়িকা তাদের নাটক আমাদের মাঝে উপহার দিয়েছে৷ আপনিও খুব সুন্দর ভাবে এই নাটক এর রিভিউ এখানে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50