Diy-রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। কিন্তু কয়েকদিন থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলাম। আজকে ভাবলাম যতটুকু সময় পাই এর মধ্যেই কোন কিছু তৈরি করবো। তাই তো সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি:

IMG_20230528_132750.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে সুন্দর করে গোলাপ ফুল তৈরি করার চেষ্টা করেছি। এরপর গোলাপ ফুলের তোড়া তৈরি করার চেষ্টা করেছি। কাগজ দিয়ে যদি ফুলের তোড়া তৈরি করা হয় তাহলে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই সুন্দর ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল। হয়তো ফটোগ্রাফিতে খুব একটা ভালোভাবে উপস্থাপন করতে পারিনি। তবে সুন্দর করে তৈরি করা ফুলের তোড়া দেখতে অনেক ভালো লেগেছে। সুন্দর করে রঙিন কাগজ কেটে ফুল তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. পেন্সিল।
৩. আঠা।
৪. কাঁচি।

IMG20230528123640.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230528123907.jpg
Device-OPPO-A15
IMG20230528123933.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করার জন্য প্রথমে সুন্দরভাবে কাগজ গুলো দিয়ে গোলাপ ফুল তৈরি করার চেষ্টা করেছি। এজন্য কাগজগুলো সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি যাতে করে কেটে নিতে সুবিধা হয়।


ধাপ-২

IMG20230528124034.jpg
Device-OPPO-A15
IMG20230528124058.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। যাতে সমান করে কেটে নেওয়া যায় এবং ফুল গুলো দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20230528124127.jpg
Device-OPPO-A15
IMG20230528124240.jpg
Device-OPPO-A15


এবার ফুল গুলো সুন্দর করে তোলার জন্য ধীরে ধীরে দাগ অনুযায়ী কেটে নিয়েছি।


ধাপ-৪

IMG20230528124327.jpg
Device-OPPO-A15
IMG20230528124427.jpg
Device-OPPO-A15


একই পদ্ধতি অনুযায়ী কালো রঙের কাগজটিও সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করছি।


ধাপ-৫

IMG20230528124519.jpg
Device-OPPO-A15
IMG20230528124611.jpg
Device-OPPO-A15


এবার কেটে রাখা কাগজগুলো ফুল তৈরি করার জন্য আলাদা আলাদা করে নিয়েছি এবং ফুল তৈরি করার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230528124647.jpg
Device-OPPO-A15
IMG20230528124834.jpg
Device-OPPO-A15


কাগজগুলো সুন্দর করে ভাঁজ করে করে পিছিয়ে পেঁচিয়ে ফুলের পাপড়ি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230528124953.jpg
Device-OPPO-A15
IMG20230528125755.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু ফুল সুন্দর ভাবে তৈরি করেছি এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230528130041.jpg
Device-OPPO-A15
IMG20230528130258.jpg
Device-OPPO-A15


ফুলগুলো সুন্দর করে তৈরি করা হয়ে গেলে এবার ফুলের তোড়ার নিচের অংশ তৈরি করার চেষ্টা করেছি। নিচের অংশ সুন্দর করে তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি এবং আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৯

IMG20230528130439.jpg
Device-OPPO-A15
IMG20230528130526.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো ফুলের তোড়ার উপর সুন্দর করে আঠা দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230528130821.jpg
Device-OPPO-A15
IMG20230528131026.jpg
Device-OPPO-A15


এভাবে সবগুলো ফুল সুন্দর করে তোলার মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর নিচের দিকের কিছু অংশ ডিজাইন করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230528131614.jpg
Device-OPPO-A15
IMG_20230528_133417.jpg
Device-OPPO-A15


ফুলের তোড়া সুন্দর করে উপস্থাপন করার জন্য আরো কিছু ডিজাইন করার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে। এভাবেই এই সুন্দর ফুলের তোড়া তৈরি করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230528_132933.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে এই ফুলের তোড়া তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। মাঝে মাঝে যখন সময় পাই তখন নতুন কিছু করার চেষ্টা করি। কিন্তু সময়ের সাথে সাথে ব্যস্ততা এতটাই বেড়ে যাচ্ছে যে নিজের কাজগুলো করা বেশ মুশকিল হয়ে যাচ্ছে। তবুও ব্যস্ততার মাঝে নিজের ভালোলাগার কাজগুলো করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি। আপনার তৈরি ফুলের তোড়া দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আসলে এরকম ফুল তৈরি করতে হলে অনেক সময় প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। আমার তৈরি করা ফুলের তোড়া আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা ফুলের তোড়ার এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলের তোলা তৈরি করার ক্ষেত্রে আপনি দারুণ কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন।

 last year 

নতুন কিছু করতে ভালো লাগে। তাই ফুলের তোড়া তৈরির পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।এই ফুলের তোড়া আপনার কাছে ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আমার তৈরি করা কাগজের ফুলের তোড়া তৈরির পদ্ধতি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্যও শুভকামনা রইল।

 last year 

ওয়াও খুবই সুন্দর ছিল আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের তোড়া দেখে। আপনি খুবই সুন্দর ভাবে এই ফুলের তোড়াটি তৈরি করেছেন। ফুলগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে। এভাবে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। উপরের অংশে এই লাভগুলো দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি এটি তৈরি করেছেন।

 last year 

রঙিন কাগজের তৈরি সুন্দর এই ফুলে তোড়া আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। উপরের অংশে ছোট ছোট লাভ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরী করা কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ ব্যাবহার করে খুব দারুন একটি ফুলের তোড়া তৈরী করেছেন। গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে ফুলের তোড়া বানানোর প্রক্রিয়া আমার ভালো লেগেছে । আপনি অনেকগুলো ধাপে তোড়া তৈরী সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা কোন কিছু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে দেখছি খুবই সুন্দর ফুলের তোড়া তৈরি করে ফেলেছেন। দুই কালারের ফুল তৈরি করার কারণে একটু বেশি ভালো লাগছে দেখতে। আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো ফুলের তোড়ার ফটোগ্রাফি করেছেন। তারপরে আপনার টাইটেল দেখে বুঝতে পারলাম আপনি রঙিন কাগজ দিয়ে এই ফুলের তোড়া তৈরি করেছেন। সত্যি আপু আপনার অনেক দক্ষতা রয়েছে বলতেই হয়। ‌

 last year 

দুই কালারের ফুল তৈরি করেছি যাতে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়। আমার তৈরি করা এই ফুলের তোড়াটি আপনার কাছে ভালো লেগেছে এবং গঠনমূলক মন্তব্য করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last year 

রঙিন কাগজের অনেক সুন্দর একটি ফুলের তোরা তৈরি করেছেন। আপনি সবসময় সুন্দর সুন্দর অরিগামি আমাদের সাথে শেয়ার করেন। আজকেও অসাধারণ একটি অরিগামি শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত অসাধারণ একটি অরিগামী আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করার জন্য। এই ফুলের তোরা তৈরি করতে অনেকটা সময় লেগেছে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

 last year 

কে বলল যে আপানি ফটোগ্রাফিতে ভালো করে উপস্থাপন করতে পারেন নি। আপনার ফটোগ্রাফি টি তো বেশ নজর কারা হয়েছে। সত্যি বলতে আপু আপনি অনেক ক্রেয়েটিভ। আপনার করা যে কোন কিছুই আমার বেশ ভালো লাগে। আপনার আজকের রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া বানানো ও কিন্তু বেশ হয়েছে।

 last year 

আপু আমার কাছে মনে হয়েছে বাস্তবে দেখতে বেশি সুন্দর ছিল। কিন্তু ফটোগ্রাফিতে অতটা ভালোভাবে উপস্থাপন করতে পারিনি। যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই খুশি হলাম।

 last year 

আপু আপনার তৈরি ফুলের তোড়া টি অনেক সুন্দর হয়েছে। আমি দেখেছি আপনি অনেক প্রকারের অরিগামি তৈরি করে থাকেন ।আপনার প্রত্যেকটা অরিগামি অনেক সুন্দর হয়। ধন্যবাদ এত সুন্দর একটি তোড়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ফুলের তোড়া তৈরি করে উপস্থাপন করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আপনার ফুলের তোরাটি অসাধারণ সুন্দর হয়েছে। আর আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে ব্লগটি শেয়ার করেছেন।আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76606.02
ETH 3048.30
USDT 1.00
SBD 2.62