Diy-ম্যাচের কাঠি দিয়ে ফুলদানি তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। ম্যাচের কাঠি দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। তবে এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। আজকে আমি ম্যাচের কাঠি দিয়ে ফুলদানি তৈরির একটি পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আশা করছি ম্যাচের কাঠি দিয়ে তৈরি করা ফুলদানি আপনাদের কাছে ভালো লাগবে


ম্যাচের কাঠি দিয়ে ফুলদানি তৈরি:

IMG_20230209_123603.jpg
Device-OPPO-A15


ম্যাচের কাঠি দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। ম্যাচের কাঠি দিয়ে ফুলদানি তৈরি করতেও ভালো লেগেছে। তবে অনেকটা সময় লেগেছে। আসলে ম্যাচের কাঠি ও সুন্দরভাবে আঠার ব্যবহার করে এই ফুলদানি তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। মাঝে মাঝে নতুন কিছু করতে চাইলেও সময়ের অভাবে করা হয়ে ওঠে না। কিংবা মাঝ পথে গিয়ে এলোমেলো হয়ে যায়। তবুও আমি নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় ম্যাচের কাঠির ব্যবহার করে সুন্দর একটি ফুলদানি তৈরি করে শেয়ার করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি ম্যাচের কাঠির ব্যবহার করে ফুলদানি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ম্যাচের কাঠি।
২. শক্ত কাগজ।
৩. সাদা কাগজ।
৪. আঠা।
৫. কাঁচি।

IMG20230207131923.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230207132128.jpg
Device-OPPO-A15
IMG20230207132303.jpg
Device-OPPO-A15


ম্যাচের কাঠি দিয়ে ফুলদানি তৈরি করার জন্য প্রথমে সাদা রঙের কাগজ নিয়ে ফুলদানির আকৃতি করে ভাঁজ করে আঠা লাগিয়ে নিয়েছি।


ধাপ-২

IMG20230207132505.jpg
Device-OPPO-A15
IMG20230207132625.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু সাদা কাগজ কেটে নিয়েছি। যাতে করে ম্যাচের কাঠি বসাতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20230207132717.jpg
Device-OPPO-A15
IMG20230207133205.jpg
Device-OPPO-A15


এবার আঠা লাগিয়েছি এবং ম্যাচের কাঠি সুন্দরভাবে বসানোর চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230207133319.jpg
Device-OPPO-A15
IMG20230207133630.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু অংশে ম্যাচের কাঠি লাগিয়েছি এবং ফুলদানি তৈরির জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230207133913.jpg
Device-OPPO-A15
IMG20230207134302.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরো কিছু কাগজ ব্যবহার করে ম্যাচের কাঠি লাগিয়ে নিয়েছি।


ধাপ-৬

IMG20230207134459.jpg
Device-OPPO-A15
IMG20230207134800.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে তিনটি পার্ট তৈরি করে নিয়েছি। যাতে করে ফুলদানি তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৭

IMG20230207134821.jpg
Device-OPPO-A15
IMG20230207134913.jpg
Device-OPPO-A15


এবার ফুলদানি তৈরি করার জন্য সাদা রংয়ের কাগজের উপর ম্যাচের কাঠিগুলোর অংশ লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230207135012.jpg
Device-OPPO-A15
IMG20230207135906.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো বাকি অংশ গুলো লাগানোর চেষ্টা করেছি যাতে করে ফুলদানিটি দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230207140002.jpg
Device-OPPO-A15
IMG20230207140121.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের অংশ তৈরি করার জন্য একটি শক্ত কাগজ কেটে নিয়েছি ও সাদা কাগজ কেটে নিয়েছি। এরপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-১০

IMG20230207140528.jpg
Device-OPPO-A15
IMG20230207142921.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু ম্যাচের কাঠি প্রস্তুত করে নিয়েছি নিচের দিকের অংশে লাগানোর জন্য।


শেষ ধাপ

IMG20230207142948.jpg
Device-OPPO-A15
IMG20230207142954.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে নিচের দিকে সুন্দরভাবে ম্যাচের কাঠি দিয়ে তৈরি করা অংশগুলো আঠার সাহায্যে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে ফুলদানিটি দেখতে ভালো লাগে। এরপর আঠা শুকানোর জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করেছি।


উপস্থাপনা:

IMG_20230209_123432.jpg
Device-OPPO-A15


ম্যাচের কাঠি দিয়ে তৈরি করা ফুলদানি আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে ভালো লেগেছে। আসলে নতুন কিছু তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করতে পারলে অনেক ভালো লাগে। আমি ফটোগ্রাফির মাধ্যমে সম্পূর্ণ প্রসেস তুলে ধরার চেষ্টা করেছি এবং এই ফুলদানি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি ম্যাচের কাঠি দিয়ে তৈরি ফুলদানিটি আপনাদের কাছে ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

ম্যাচ কাঠি দিয়ে বানানো ফুলদানি বাহ অনেক সুন্দর লাগছে ৷ যতটা মনে পড়ছে আপনি এর আগেও ম্যাচ কাঠি দিয়ে এরকম বানিয়েছেন ৷ যা হোক আপু আপনার ইউনিক ইউনিক আইডিয়া গুলো অনেক ভালো লাগে ৷ অসংখ্য ধন্যবাদ আপু ৷

 2 years ago 

আমি মাঝে মাঝেই ম্যাচের কাঠি দিয়ে বিভিন্ন কিছু বানানোর চেষ্টা করি। এর আগেও বানিয়েছিলাম ভাইয়া। যাই হোক আপনি মনে রেখেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

ম্যাচের কাঠি দিয়ে খুবই সুন্দর করে একটি ফুলদানি তৈরি করেছেন। দেখতে খুবই ভালো লাগছে। প্রতিটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কয়েকদিন থেকে ভাবছিলাম ম্যাচের কাঠি দিয়ে ফুলদানি তৈরি করব জন্য। তাইতো তৈরি করে ফেললাম ভাইয়া। প্রতিটি ধাপ দেখে দেখে যে কেউ বানাতে পারবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য প্রকাশ করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনি ম্যাচ কাটি দিয়ে খুবই সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা না করে আর পারছিনা। এত সুন্দর একটি ক্রিয়েটিভিটিভ জিনিস আমাদের মাঝে বানিয়ে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি ভাইয়া আপনাদের মন্তব্য গুলো পড়লে অনেক উৎসাহ পাই এবং নতুন নতুন কিছু তৈরি করার জন্য আগ্রহ তৈরি হয়। মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু তৈরি করতে। আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট পরিদর্শন করার জন্য।

 2 years ago 

আপু আপনি ম্যাচের কাঠি দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন,খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

কোন কিছু তৈরি করে ধাপে ধাপে শেয়ার করতে আমার ভালো লাগে। যাতে করে অন্য কেউ দেখে দেখে তৈরি করতে পারে। আমিও চেষ্টা করেছি সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য। ফুলদানিটি তৈরির সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এর আগেও অনেক সুন্দর একটি ম্যাচের কাঠি দিয়ে বিশ্বকাপের পোস্ট শেয়ার করেছিলেন দেখতে অনেক সুন্দর ছিলো।ম্যাচের কাঠি দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আপনি আবারও প্রমাণ করে দিলেন। অনেক সুন্দর করে একটি ফুলদানি তৈরি করেছেন দেখতে অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এর আগেও আমি ম্যাচের কাঠি ব্যবহার করে বিশ্বকাপের ট্রফি তৈরি করেছিলাম এবং সবার কাছেই ভালো লেগেছিল। তাইতো আবারো সুন্দরভাবে ম্যাচের কাঠির ব্যবহার করে ফুলদানি তৈরি করেছি এবং সবার মাঝে শেয়ার করলাম। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি একবার ম্যাচের কাঠি দিয়ে ফিফা বিশ্বকাপ ট্রফি বানিয়েছিলেন। সেটা অনেক ভাল লেগেছিল। আজকে আবার সেই ম্যাচের কাঠি দিয়ে ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন। একই জিনিষ কিন্তুু আপনি ভিন্ন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার আজকের আইডিয়াটা কিন্তু খুবই ইউনিক ছিল। ম্যাচের কাঠি ব্যবহার করে খুবই সুন্দর ভাবে ফুলদানি তৈরি করে ফেলেছেন আপনি। যে দেখতে একেবারে মনোমুগ্ধকর লাগছে। যেকোনো জিনিস তৈরি করতে এমনিতেই অনেক সময়ের প্রয়োজন হয়। সময় দিয়ে তৈরি করলেও শেষে দেখতে একটু বেশি ভালো লাগে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ খুবই সহজে এটি তৈরি করতে পারবে। ফুল রাখলে আরো বেশি ভালো লাগতো দেখতে।

 2 years ago 

আসলে এই ফুলদানিটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। সত্যি কথা বলতে যখন সম্পূর্ণ অংশ তৈরি হয় তখন নিজের কাছে ভালো লাগে। অনেক সময় মাঝপথে এলোমেলো হয়ে যায়। যাই হোক ফুল ছিল না তাই ফুলদানিতে রাখা হয়নি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62731.36
ETH 2678.00
USDT 1.00
SBD 2.54