DIY - এসো নিজে করি: রঙিন কাগজ দিয়ে "ওয়ালমেট" তৈরি// আমার বাংলা ব্লগ||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার হাতে তৈরি রঙিন কাগজ দিয়ে "ওয়ালমেট" আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করি আপনাদের ভালো লাগবে।



রঙিন কাগজ দিয়ে তৈরি "ওয়ালমেট":

IMG20210914150548.jpg
Device-OPPO-A15



"ওয়ালমেট" ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের "ওয়ালমেট" তৈরি করতে খুবই পছন্দ করি। আমি মাঝে মাঝেই আমার অবসর সময়ে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করি। আজ আমি আমার তৈরি একটি "ওয়ালমেট" এবং এটি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।



"ওয়ালমেট" তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. রঙিন কাগজ
২. সাদা কাগজ
৩. আঠা
৪. কাঁচি
৫. পেন্সিল
৬. রঙিন কলম

IMG20210914140755.jpg
Device-OPPO-A15



"ওয়ালমেট" তৈরির ধাপসমূহ:



ধাপ-১

IMG20210914141142.jpg
Device-OPPO-A15
IMG20210914141332.jpg
Device-OPPO-A15



রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি মিষ্টি রঙের রঙিন কাগজ নিয়েছি। এরপর আমি এই কাগজ দিয়ে ওয়ালমেটর ফুল তৈরির জন্য কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আমি কাগজটি ৩ সেন্টিমিটার × ৩ সেন্টিমিটার করে কেটে নিয়েছি।



ধাপ-২

IMG20210914141341.jpg
Device-OPPO-A15
IMG20210914141826.jpg
Device-OPPO-A15
IMG20210914141901.jpg
Device-OPPO-A15



এবার আমি কেটে রাখা কাগজের টুকরো গুলো দিয়ে ফুল তৈরি করার জন্য প্রথমে কোনাকোনি ভাবে মাঝামাঝি অংশে ভাজ করে নিয়েছি। এরপর উপরের ছবির ন্যায় পুনরায় ভাঁজ করে নিয়েছি। এরপর আবারও ভাঁজ করে নিয়েছি।



ধাপ-৩

IMG20210914141946.jpg
Device-OPPO-A15



আমার ওয়ালমেট এর জন্য তৈরি ফুলের পাপড়িগুলো সুন্দর করার জন্য এবং সমান করে কাটার জন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে হালকা ভাবে দাগ দিয়েছি।



ধাপ-৪

IMG20210914142008.jpg
Device-OPPO-A15
IMG20210914142130.jpg
Device-OPPO-A15



এবার আমি পেন্সিলের দাগ অনুযায়ী কাঁচি দিয়ে খুব সাবধানতার সাথে ধীরে ধীরে কেটে নিয়েছি। এবার ফুলের ভাঁজ খোলার জন্য প্রস্তুত করেছি।



ধাপ-৫

IMG20210914142144.jpg
Device-OPPO-A15
IMG20210914142203.jpg
Device-OPPO-A15
IMG20210914142749.jpg
Device-OPPO-A15



এবার ধীরে ধীরে ফুলের ভাঁজ খুলে নিয়েছি। এরপর ধীরে ধীরে সবগুলো কাগজ দিয়ে উপরের পদ্ধতি অনুযায়ী ফুলগুলো তৈরি করে নিয়েছি। ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে।



ধাপ-৬

IMG20210914142903.jpg
Device-OPPO-A15
IMG20210914143159.jpg
Device-OPPO-A15



আমার "ওয়ালমেট" এর সৌন্দর্য বৃদ্ধির জন্য এরপর আমি আকাশী রঙের কাগজ নিয়েছি। এবার এই কাগজটিকে ২ সেন্টিমিটার × ২ সেন্টিমিটার করে টুকরো করে কেটে নিয়েছি।



ধাপ-৭

IMG20210914143249.jpg
Device-OPPO-A15
IMG20210914143301.jpg
Device-OPPO-A15
IMG20210914144028.jpg
Device-OPPO-A15



এবার কাটা টুকরোগুলো দিয়ে পূর্বের ন্যায় ফুল তৈরি করে নিয়েছি। আমি খুব সাবধানে সবগুলো ফুল তৈরি করে নিয়েছি।



ধাপ-৮

IMG20210914144045.jpg
Device-OPPO-A15



আমার ওয়ালমেটের জন্য ফুলগুলো তৈরি হয়ে গেলে আমি সেগুলো একত্র করে রেখেছি।আমার তৈরি ফুল গুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। এগুলো ওয়ালমেটের সৌন্দর্য বৃদ্ধি করবে।



ধাপ-৯

IMG20210914144133.jpg
Device-OPPO-A15
IMG20210914144304.jpg
Device-OPPO-A15



এবার আমি ওয়ালমেট তৈরির জন্য প্রথমে একটি শক্ত সাদা কাগজ নিয়েছি। এবার আমি আমার পছন্দের ওয়ালমেট তৈরি করার জন্য পেন্সিল দিয়ে সাদা কাগজের উপর ডালপালা আঁকার চেষ্টা করেছি।



ধাপ-১০

IMG20210914144318.jpg
Device-OPPO-A15
IMG20210914144751.jpg
Device-OPPO-A15



আমি এই ধাপে গিয়ে আঠার ব্যবহার করেছি। আমার তৈরি ফুলগুলোকে ওয়ালমেটের উপর সুন্দরভাবে বসানোর জন্য আমি আঠার ব্যবহার করেছি। আমি ফুলগুলো সাদা কাগজের উপর বসানোর জন্য আঠা দিয়েছি।



ধাপ-১১

IMG20210914144802.jpg
Device-OPPO-A15
IMG20210914144915.jpg
Device-OPPO-A15
IMG20210914145145.jpg
Device-OPPO-A15



এভাবে আমি পূর্বে তৈরি করে রাখা সবগুলো রঙিন কাগজের ফুল আমার পছন্দের ওয়ালমেটের জন্য প্রস্তুত করে রাখা সাদা কাগজের উপর বসিয়ে দিয়েছি। আমি খুব সাবধানতার সাথে এবং ধীরে ধীরে সবগুলো ফুল ওয়ালমেটের উপর বসিয়ে দিয়েছি।



ধাপ-১২

IMG20210914145353.jpg
Device-OPPO-A15



এভাবে আমি সবগুলো ডালপালার মাঝে মাঝে আমার তৈরি সুন্দর ফুলগুলো আঠার সাহায্যে বসিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষন সময় ধরে শুকাতে দিয়েছি।



ধাপ-১৩

IMG20210914145615.jpg
Device-OPPO-A15
IMG20210914150024.jpg
Device-OPPO-A15



এরপর আমি আমার ওয়ালমেটের ডালপালা গুলো সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য আমি রঙিন কলম ব্যবহার করেছি। রঙিন কলম দিয়ে আমি ডালপালা গুলোকে এঁকে দিয়েছি।



ধাপ-১৪

IMG20210914150109.jpg
Device-OPPO-A15
IMG20210914150125.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার "ওয়ালমেট" এর নিচের অংশের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি কাগজ চিকন ও লম্বা ভাবে কেটে নিয়েছি। এটি আমার ওয়ালমেটের সৌন্দর্য বৃদ্ধি করবে।



শেষ ধাপ

IMG20210914150209.jpg
Device-OPPO-A15
IMG20210914150259.jpg
Device-OPPO-A15



এরপর আমি সেই লম্বা চিকন কাগজটি ভাঁজ করে ডিজাইন করে নিয়েছি। এরপর আমি আঠার সাহায্যে আমার ওয়ালমেট এর নিচের অংশে লাগিয়ে নিয়েছি। ওপরের ছবির ন্যায় আমি আমার "ওয়ালমেট" এর সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি লাগিয়ে নিয়েছি।



উপস্থাপনা:

IMG20210914150551.jpg
Device-OPPO-A15



আমি আমার তৈরি রঙিন কাগজের ওয়ালমেটটি খুব সহজেই তৈরি করেছি। এটি আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই ওয়ালমেট দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রঙিন কাগজ দিয়ে এই "ওয়ালমেট" তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে।



❣️ ধন্যবাদ সকলকে ।❣️

Sort:  
 3 years ago 

আপনার ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে ধাপে ধাপে চমৎকারভাবে বর্ণনা করেছেন। খুব সহজেই বোঝা যাচ্ছে আপনার প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ ।আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্টস করার জন্য।

আপনার তৈরি ওয়ালম্যাট খুব সুন্দর হয়েছে আপু।অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধাপে ধাপে কাজের প্রক্রিয়া আমাদের মাঝে দেখিয়ে দিয়েছেন।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও রইল শুভকামনা।

 3 years ago 

আপনার কাগজের তৈরি ওয়ালমেট টি খুবি সুন্দর হয়েছে, দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে কাগজের তৈরি ওয়ালমেট টি আমাদের দেখিয়েছেন, আমি আপনারটা দেখে চেষ্টা করব এমন একটি ওয়ালমেট তৈরি করা। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36