DIY-পোস্টার রং দিয়ে ময়ূরের চিত্র অংকন🦚||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। রংতুলিতে বিভিন্ন ধরনের চিত্র অংকন করতে ভালো লাগে আমার। আমি আমার এই ভালোলাগা থেকে মাঝে মাঝেই রং তুলি নিয়ে বসে পরি চিত্র অংকন করার জন্য। যদিও আমার অংকনের দক্ষতা খুব একটা ভালো নয় তবে আমি চেষ্টা করেছি সুন্দর কিছু অংকন করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তেমনি আজ আমি পোস্টার রং দিয়ে ময়ূরের চিত্র অংকন করে আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🦚পোস্টার রং দিয়ে ময়ূরের চিত্র অংকন:🦚

IMG20220201170104.jpg

IMG20220201165838.jpg


পোস্টার রং দিয়ে চিত্র অংকন করতে আমার ভালো লাগে। তাই আমি পোস্টার রং দিয়ে একটি ময়ূরের চিত্র অংকন করার চেষ্টা করেছি। আমি জানিনা আমার অংকন চিত্রটি ফুটিয়ে তুলতে আমি কতটা সক্ষম হয়েছি। তবে আমি সুন্দর একটি ময়ূর অংকন করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। পোস্টার রং দিয়ে ময়ূরের চিত্র অংকন করতে আমার ভালো লেগেছে। যখন আমার মন খারাপ থাকে তখন আমি চিত্র অংকন করতে ভালোবাসি। আমার ছোটবেলা থেকেই এই অভ্যাসটি রয়েছে। আমি আমার মন খারাপের মাঝে অংকন করতে ভালোবাসি। অংকন করলে মনের মাঝে জমা কষ্টের অনুভূতি গুলো নিমিষেই দূর হয়ে যায়। নিজের মনের আবেগ গুলো রংতুলিতে মিশে যায় তখন। পোস্টার রং দিয়ে আজ আমি একটি ময়ূরের চিত্র অংকন করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আমার অংকন চিত্রটি সকলের কাছে ভালো লেগেছে।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. রাবার।
৫. পেন্সিল।
৬. পানি।

IMG20220201154041.jpg
Device-OPPO-A15


পোস্টার রং দিয়ে ময়ূরের চিত্র অংকনের ধাপসমূহ:


🦚ধাপ-১🦚

IMG20220201154644.jpg
Device-OPPO-A15
IMG20220201154926.jpg
Device-OPPO-A15


পোস্টার রং দিয়ে ময়ূরের চিত্র অংকন করার জন্য প্রথমে আমি সাদা কাগজ নিয়েছি। এবার আমি সাদা কাগজের উপর গোল একটি বৃত্ত অংকন করেছি। আমি এই বৃত্তের ভিতরে ময়ূরের চিত্র অংকন করব। তাই প্রথমে আমি ময়ূরের মাথার অংশ অংকন করেছি।


🦚ধাপ-২🦚

IMG20220201155100.jpg
Device-OPPO-A15
IMG20220201155241.jpg
Device-OPPO-A15


এবার আমি ময়ূরের ঠোঁট ও শরীরের অন্যান্য অংশ সুন্দর করে পেন্সিল দিয়ে অংকন করেছি। আমি খুব সাবধানে পেন্সিল দিয়ে ময়ূররের শরীরের অংশ অংকন করেছি।


🦚ধাপ-৩🦚

IMG20220201155423.jpg
Device-OPPO-A15
IMG20220201155521.jpg
Device-OPPO-A15


এবার আমি ধীরে ধীরে ময়ূরের পাখা অংকন করছি। ময়ূরের পাখা অংকন করা হয়ে গেলে এরপর মাথার ঝুঁটির চিত্র অংকন করেছি।।


🦚ধাপ-৪🦚

IMG20220201155638.jpg
Device-OPPO-A15
IMG20220201155739.jpg
Device-OPPO-A15


এবার আমি ধীরে ধীরে ময়ূরের পাখা অংকন করার চেষ্টা করেছি। ময়ূর অংকন করা হয়ে গেলে ও পাখাগুলো সুন্দর করে অংকন করা হয়ে গেলে এবার রং করার জন্য পোস্টার রং প্রস্তুত করেছি।


🦚ধাপ-৫🦚

IMG20220201155916.jpg
Device-OPPO-A15
IMG20220201160603.jpg
Device-OPPO-A15


এবার আমি ধীরে ধীরে আমার অংকিত এই চিত্রটি আরো সুন্দর করে তোলার চেষ্টা করেছি। এজন্য প্রথমে আমি ময়ূরের পাখা গুলো সুন্দর করে রং করার চেষ্টা করছি। ময়ূরের পাখার মাঝে আলাদা সৌন্দর্য লুকিয়ে থাকে। তাই আমি পাখাগুলো সুন্দর করে অংকন করার চেষ্টা করেছি।


🦚ধাপ-৬🦚

IMG20220201161057.jpg
Device-OPPO-A15
IMG20220201161258.jpg
Device-OPPO-A15


এবার আমি ময়ূরটি সুন্দর করার জন্য আরও কিছু অংশ সুন্দর করে অংকন করেছি। এরপর পেন্সিল দিয়ে আরো কিছু অংশে অংকন করেছি।


🦚ধাপ-৭🦚

IMG20220201161541.jpg
Device-OPPO-A15
IMG20220201161808.jpg
Device-OPPO-A15
IMG20220201162129.jpg
Device-OPPO-A15


এবার আমি ময়ূরের মাথার অংশ সুন্দর করে রং করেছি। মাথার অংশে রঙ করার পর ধীরে ধীরে আরো কিছু অংশে সুন্দর করে রঙের ব্যবহার করেছি।


🦚ধাপ-৮🦚

IMG20220201162243.jpg
Device-OPPO-A15
IMG20220201162353.jpg
Device-OPPO-A15


এবার আমি নীল রঙ নিয়েছি ময়ূরটি সুন্দর করে অংকন করার জন্য। আমি ময়ূরটির বিভিন্ন জায়গায় নীল রঙের ব্যবহার করে ময়ূরটি সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


🦚ধাপ-৯🦚

IMG20220201162522.jpg
Device-OPPO-A15
IMG20220201162847.jpg
Device-OPPO-A15


এবার আরও কিছু অংশে সুন্দর করে নীল রং ব্যবহার করা হয়ে গেলে আমার অংকিত ময়ূরটি দেখতে আরো সুন্দর করার জন্য লাল রঙের ব্যবহার করেছি।


🦚ধাপ-১০🦚

IMG20220201163156.jpg
Device-OPPO-A15
IMG20220201163350.jpg
Device-OPPO-A15


এরপর আমি আমার অংকন চিত্রটি দেখতে আরো বেশি সুন্দর করার জন্য ও ময়ূরটি দেখতে আরও বেশি আকর্ষণীয় করার জন্য হলুদ রঙের ব্যবহার করেছি। এবার আমি আমার অংকন চিত্রের বিভিন্ন অংশে হলুদ রঙের ব্যবহার করেছি।


🦚ধাপ-১১🦚

IMG20220201163616.jpg
Device-OPPO-A15
IMG20220201163713.jpg
Device-OPPO-A15
IMG20220201163908.jpg
Device-OPPO-A15


এবার আমার অংকন চিত্রটি দেখতে আরো বেশি সুন্দর করার জন্য গোল বৃত্তের বাইরের অংশে হলুদ রঙের ব্যবহার করেছি।


🦚ধাপ-১২🦚

IMG20220201164037.jpg
Device-OPPO-A15
IMG20220201164811.jpg
Device-OPPO-A15
IMG20220201165017.jpg
Device-OPPO-A15


আমি আমার অংকন চিত্রটি আরো বেশি সুন্দর করার জন্য বিভিন্ন অংশে নীল রঙের ব্যবহার করে চিত্রটি আরো বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


🦚শেষ ধাপ🦚

IMG20220201165209.jpg
Device-OPPO-A15
IMG20220201165503.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার অংকিত ময়ূরের চিত্রটি আরও বেশি আকর্ষণীয় ও সুন্দর করে তোলার জন্য সাদা রঙের ব্যবহার করেছি। আমার অংকন চিত্রটির বিভিন্ন স্থানে সাদা রঙের ব্যবহার করার ফলে চিত্রটি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।


🦚উপস্থাপনা:🦚

IMG20220201170059.jpg


পোস্টার রং দিয়ে ময়ূরের চিত্র অংকন করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। পোস্টার রং দিয়ে ময়ূরের চিত্র অংকন করতে আমার খুবই ভালো লেগেছে। আমি আমার ক্ষুদ্র দক্ষতায় ও রং তুলির মাধ্যমে এই চিত্রটি অংকন করার চেষ্টা করেছি। আশা করছি রংতুলিতে আঁকা ময়ূরের চিত্রটি আপনাদের কাছে ভালো লেগেছে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

পোস্টার রং দিয়ে আপনার ময়ূরের চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। আপনি প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন যা দেখে খুব সহজেই চিত্রটি পেইন্টিং করার কৌশল বুঝা যাবে। আপনি আস্তে আস্তে আরো সুন্দর চিত্রাঙ্কন করতে পারবেন। আপনার আর্ট দেখেই সেইটা বুঝা যাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

পোস্টার রং দিয়ে অনেক সুন্দর একটি ময়ূর পাখি তৈরি করেছেন । যেটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে । তাছাড়া ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ময়ূর পাখি তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

পোস্টার রং দিয়ে গোল বৃত্তের মধ্যে অনেক সুন্দর একটা ময়ূরের চিত্র অংকন করলেন। দেখতে তো খুবই আকর্ষনীয় দেখাচ্ছে। আমার কাছে আপনার ময়ূর অংকটা দেখে খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপনাটা অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।😍😍

 2 years ago 

খুব সুন্দর একটি ময়ূরের চিত্র অঙ্কন করেছেন। উপস্থাপনা অনেক সুন্দর ছিলো আপু। প্রতিটা ধাপের সুন্দর বিবরণ দিয়েছেন। এতে কেউ শিখতে চাইলে সহজেই শিখতে পারবে। অসাধারন হয়েছে সব দিক থেকে। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

পোস্টার রং দিয়ে খুবই সুন্দর একটি ময়ূরের চিত্র অঙ্কন করেছেন দেখতে খুবই অসাধারণ লাগছে। আপনি খুব ধৈর্য্য দিয়ে ও অনেক সময় নিয়ে এই চিত্রাংনটি করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পোস্টার রং দিয়ে আপনার তৈরি ময়ূরের রং কোনটি খুব ভালোই হয়েছে। কালারের সংমিশ্রণ গুলো খুব সুন্দর ছিল সেইসাথে ধাপে ধাপে দারুন উপস্থাপনা। শুভকামনা রইল আপনার জন্য।

ওয়াও আপু পোস্টার রং দিয়ে ময়ূরের চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে। সত্যি সত্যি আপনার অনেক প্রতিভা আছে। এর জন্য প্রশংসা করতেই হয়। প্রত্যেকটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45