রেসিপি-আলু দিয়ে ছুরি শুটকি ভুনা রেসিপি🍲|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ছুরি মাছের শুটকি খেতে আমার খুবই ভালো লাগে। ছুরি মাছের শুটকি ভুনা করলে খেতে অনেক মজার হয়। তাইতো আজকে আমি আলু দিয়ে ছুরি মাছের শুটকি ভুনা রেসিপি তৈরি করে সকলের মধ্যে শেয়ার করতে চলে এসেছি।


আলু দিয়ে ছুরি শুটকি ভুনা রেসিপি:

IMG_20220824_082124.jpg
Device-OPPO-A15


আলু দিয়ে ছুরি শুটকি ভুনা করলে খেতে খুবই মজার হয়। এছাড়া এই শুটকি মাছ এমনিতে ভুনা করলেও খেতে ভালো লাগে। তবে আলু দিয়ে ভুনা করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তাইতো আমি আলু দিয়ে ছুরি শুটকি ভুনা রেসিপি তৈরি করেছি। এই রেসিপি খুব সহজেই তৈরি করা যায়। এবার চলুন দেখে নেয়া যাক এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে এই রেসিপি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
ছুরি শুটকি১ পিস
আলু২০০ গ্রাম
পেঁয়াজ কুচি২ চামচ
রসুন বাটা১/২ চামচ
জিরা গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ

IMG20220821112848.jpg

IMG20220821113727.jpg

IMG20220821114440.jpg


আলু দিয়ে ছুরি শুটকি ভুনা রেসিপি তৈরির ধাপসমূহ:


🍲ধাপ-১🍲

IMG20220821114121.jpg

IMG20220821114127.jpg


আলু দিয়ে শুটকি ভুনা করার জন্য প্রথমে শুটকি ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর গরম পানিতে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি।


🍲ধাপ-২🍲

IMG20220821114559.jpg

IMG20220821114715.jpg


এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি। কিছুক্ষণ সময় পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি।


🍲ধাপ-৩🍲

IMG20220821114807.jpg

IMG20220821114829.jpg


এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও জিরা গুঁড়া দিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী রসুন বাটা দিয়েছি। সবকিছু দেওয়া হলে চামচ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি।


🍲ধাপ-৪🍲

IMG20220821114906.jpg

IMG20220821115056.jpg


এবার সামান্য পরিমাণে পানি দিয়েছি মসলা ভুনা করে নেওয়ার জন্য। কিছুক্ষণ রান্না করার পর মসলা ভালোভাবে ভুনা হয়েছে।


🍲ধাপ-৫🍲

IMG20220821115139.jpg

IMG20220821115221.jpg


মসলা ভালোভাবে ভুনা হওয়ার পর এর মধ্যে ছুরি মাছের শুটকি গুলো দিয়েছি।


🍲ধাপ-৬🍲

IMG20220821115251.jpg

IMG20220821115421.jpg


এবার চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মসলার সাথে ছুরি মাছের শুটকি ভালোভাবে মিক্স করেছি। যাতে করে খেতে ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভালোভাবে শুটকি মাছগুলো মিশিয়ে নিয়েছি।


🍲ধাপ-৭🍲

IMG20220821115438.jpg

IMG20220821115513.jpg


এবার ছোট ছোট পিস করে কেটে রাখা আলুগুলো সুন্দরভাবে শুটকি ভুনার মধ্যে দিয়েছি।


🍲ধাপ-৮🍲

IMG20220821115538.jpg

IMG20220821115608.jpg


এবার চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলু এবং শুটকি ভুনা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যাতে করে আলু গুলো ভালোভাবে মসলার সাথে মিক্স হয়।


🍲ধাপ-৯🍲

IMG20220821115626.jpg

IMG20220821121016.jpg


এবার শুটকি মাছগুলো এবং আলু ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এবং ভুনা করে নেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে আরও কিছুক্ষণ সময় রান্না করার পর আলু দিয়ে ছুরি শুটকি ভুনা রেসিপি পুরোপুরিভাবে তৈরি হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে।


🍲উপস্থাপনা:🍲

IMG_20220824_081843.jpg
Device-OPPO-A15


আলু দিয়ে ছুরি শুটকি ভুনা রেসিপি তৈরি হয়ে গেলে সকলের মধ্যে পরিবেশন করার জন্য প্রস্তুত করেছি। আলু দিয়ে ছুরি মাছের শুটকি ভুনা খেতে সত্যি অনেক মজার হয়েছিল। আমার তো এখনো আবার খেতে ইচ্ছে করছে। তাই আমি চেষ্টা করব মাঝে মাঝেই এই মজার রেসিপি তৈরি করে খেতে। আপনারা চাইলে আপনারাও তৈরি করে খেতে পারেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

মজাদার একটি ছুরি মাছ ভুনা রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এরকম মাঝ বোনের রেসিপি দেখলেই জিভে জল এসে যায় আর সেই সময়টা যদি দুপুরবেলা হয় তাহলে তো আর কোন কথাই নেই। রেসিপিটি অনেক বেশি লোভনীয় ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া এই রেসিপি ভাতের সাথে খেতে দারুণ লেগেছে। তাই তো আপনাদের মাঝে এই রেসিপি শেয়ার করেছি। মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু দিয়ে ছুরি শুটকি ভুনা রেসিপি যেটা দারুন খাবার। সত্যি এই ধরনের খাবার উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। অনেক সুন্দর ছিল আপনার রেসিপি তৈরি।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া আলু দিয়ে ছুরি শুটকি ভুনা মজার একটি খাবার। এই ধরনের খাবার খেতে সত্যি অনেক ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

বাহ আপু আলু দিয়ো ছুরি শুটকি ভুনা চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।আসলে শুটকি আমি পছন্দ করি তবে বাড়ির আর লোকজন খায় না তাই তেমন রান্না করা হয় না। আপনার রেসিপি দেখে খাবারের লোভ জেগে গেল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এই রেসিপি খেতে অনেক মজা হয়েছিল আপু। আমি মাঝে মাঝে চেষ্টা করি শুটকি ভুনা করার জন্য। আর মাঝে মাঝে আলু দিয়ে ভুনা করি। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমি তো প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে শুকনা মাংস রান্না করেছেন। পরে পোষ্ট পরে বুঝতে পারলাম আলু দিয়ে ছুরি শুটকি ভুনা রেসিপি করেছেন। সব কিছু দেখে খিদাটা বেড়ে গেল। ধন্যবাদ।

 2 years ago 

আলু দিয়ে এভাবে শুকনা মাংস রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। তবে শুটকি মাছ খেতেও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

ছুরি শুটকি ভুনা দেখতে একদম মাংসের তরকারির মত লাগছে। অনেক সুন্দর ভাবে আপনি এই রেসিপিটি রান্না করেছেন। পরিবেশনটা অনেক লভোণীয় ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু এই শুটকি ভুনা দেখতে অনেকটা মাংসের মতো লাগছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনি চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

আলু দিয়ে ছুরি শুটকি ভুনা রেসিপি বেশ লোভনীয় লাগছে। এর আগে কখনো ছুরি শুটকি খাওয়া হয়নি তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আলু দিয়ে ছুরি শুটকি ভুনা একদিন খেয়ে দেখবেন ভাইয়া। খেতে খুবই ভালো লাগে। একবার খেলে বারবার খেতে চাইবেন। খেতে খুবই মজার হয়। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আপনার রেসিপির কালারটি অনেক সুন্দর দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং মজাদার ছিল। এত সুন্দর এবং মুখরোচক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই রেসিপির কালার যেমন সুন্দর এসেছে তেমনি দেখতে অনেক মজার হয়েছিল আপু। খুবই ভালো লেগেছে খেতে। আপনি চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। আপু আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

শুটকি মাছ আমার খুব পছন্দের একটি খাবার। আলু দিয়ে ছুরি মাছের শুটকি ভুনা রেসিপিটি দেখতে খুব সুন্দর ও মজাদার লাগছে এবং খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

শুটকি মাছ আমারও খুবই পছন্দের খাবার। বিশেষ করে ছুরি মাছের শুটকি খেতে আমি বেশি পছন্দ করি। তাই মাঝে মাঝেই রান্না করি। ভাইয়া আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

শুটকি আমি একটু অপছন্দ করি। এবং আমাদের দিকে সেরকম পাওয়াই যায় না। ছুরি শুটকি কখনো খাওয়া হয়নি। দারুণ তৈরি করেছেন ছুরি শুটকির ভুনা টা। এবং শেষে লেবু দিয়ে পরিবেশনা টা চমৎকার হয়েছে। ভালো ছিল রেসিপি টা আপু।।

 2 years ago 

শুটকি খেতে আপনি অপছন্দ করেন তবে একবার যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন খেতে অনেক মজার হয়। যাই হোক আপনি আপনার মন্তব্য তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41