Diy-রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার ভালো লাগে। তাইতো আজকে আমি সুন্দরভাবে বিভিন্ন রঙের কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনার কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20230208_002614.jpg
Device-OPPO-A15


নতুন কিছু তৈরি করার মাঝে আলাদা রকমের শান্তি পাওয়া যায়। আর যদি ঘর সাজানোর কাজে লাগে সেগুলো তাহলে আরো বেশি ভালো লাগে। নিজের ঘর সুন্দরভাবে সাজাতে ভালো লাগে। নিজের হাতে তৈরি করা জিনিসগুলো দিয়ে যখন ঘর সাজানো হয় তখন খুবই ভালো লাগে। তাই তো আজকে আমি রঙিন কাগজের তৈরি একটি ওয়ালমেট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করেন। তাই আমিও ক্ষুদ্র প্রচেষ্টায় সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পেন্সিল।

IMG20230207160256.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230207160726.jpg
Device-OPPO-A15
IMG20230207160837.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে একটি সাদা কাগজ নিয়েছি। এরপর কালো রংয়ের কাগজ নিয়েছি এবং পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। পেন্সিল দিয়ে একটি গাছের চিত্র আঁট করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230207161054.jpg
Device-OPPO-A15
IMG20230207161304.jpg
Device-OPPO-A15


এবার পেন্সিলের দাগ অনুযায়ী কাঁচি দিয়ে সুন্দর করে গাছটি কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20230207161417.jpg
Device-OPPO-A15
IMG20230207161509.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেট তৈরি করার অন্যান্য কিছু অংশ প্রস্তুত করার জন্য প্রথমে লাল কাগজ কেটে নিয়েছি। এরপর কাগজটি ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৪

IMG20230207161541.jpg
Device-OPPO-A15
IMG20230207161606.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু অংশের কাজ করেছি এবং কাঁচি দিয়ে কাটার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230207161636.jpg
Device-OPPO-A15
IMG20230207161858.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে কাগজ কেটে কেটে ফুল তৈরি করার জন্য চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230207162009.jpg
Device-OPPO-A15
IMG20230207162051.jpg
Device-OPPO-A15


ফুলগুলো তৈরি হয়ে গেলে এবার ছোট ছোট পাতা তৈরি করার জন্য সবুজ রঙের কাগজ নিয়েছি। এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230207162312.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে ছোট ছোট গাছের পাতাগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230207162437.jpg
Device-OPPO-A15
IMG20230207162531.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের অংশে লাগানোর জন্য ঘাস তৈরি করার চেষ্টা করেছি। কাগজ চিকন চিকন করে কেটে নিয়েছি।


ধাপ-৯

IMG20230207162909.jpg
Device-OPPO-A15
IMG20230207163013.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেট সেটিং করার জন্য সাদা কাগজটির উপর কালো রঙের কাগজ দিয়ে তৈরি করা গাছটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এজন্য আঠার ব্যবহার করেছি।


ধাপ-১০

IMG20230207163132.jpg
Device-OPPO-A15
IMG20230207163155.jpg
Device-OPPO-A15


কাগজের উপর গাছটি লাগানো হয়ে গেলে এবার নিচের দিকে ঘাস লাগানোর চেষ্টা করেছি। এবার ফুলগুলো ওয়ালমেটের মধ্যে লাগানোর জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20230207163357.jpg
Device-OPPO-A15
IMG20230207163551.jpg
Device-OPPO-A15


এরপর মাঝের অংশে পুঁথি দিয়েছি এবং ওয়ালমেটের উপর লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এভাবে ধীরে ধীরে সবগুলো ফুল ওয়ালমেটের উপর লাগিয়েছি।


শেষ ধাপ

IMG20230207163621.jpg
Device-OPPO-A15
IMG_20230207_214323.jpg
Device-OPPO-A15


ফুলগুলো লাগানো হয়ে গেলে এবার ছোট ছোট পাতা গুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং এই ওয়ালমেটটি সুন্দরভাবে করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230207_214255.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা হয়ে গেল আপনাদের সকলের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু তৈরি করতে এবং আপনাদের মাঝে উপস্থাপন করতে। ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। তাইতো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবেই খুব সহজে সুন্দর এই ওয়ালমেট তৈরি করতে পারবেন


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেটটি আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে আপনার তৈরি করা রঙিন কাগজ এর ওয়ালমেটটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 last year 

আপনাদের ভালোলাগা আমার প্রাপ্তি। আপনাদের কাছে ভালো লাগলেই আমি উৎসাহ পাই নতুন নতুন ওয়ালমেট তৈরি করার জন্য। আসলে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে ভালো লাগে এবং উপস্থাপন করতেও ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

নিচের অংশে ঘাস লাগিয়েছেন বলে দেখতে বেশি সুন্দর লাগছে। কাগজের তৈরি ওয়ালমেট টি খুব সুন্দর লাগছে আপু। কাগজ কেটে কীভাবে ফুল তৈরি করে এমন সুন্দর ওয়ালমেট তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদেরকে দেখিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 last year 

নিচের দিকে ঘাসের অংশ লাগিয়েছি যাতে করে ওয়ালমেট দেখতে ভালো লাগে। কাগজ দিয়ে ফুল তৈরি করতে এবং ওয়ালমেট তৈরি করতে আমার ভালো লাগে। তাই তো এই পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ভীষণ সুন্দর দেখাচ্ছে আপনার ওয়ালমেটটি। আপনি ঠিক বলেছেন আপু, নিজের হাতে কোন কিছু তৈরি করে তা সাজিয়ে রাখলে দারুন লাগে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ওয়েলমেট তৈরি করতে বেশ সময় এবং ধৈর্য প্রয়োজন পরে যা আপনার রয়েছে। অনেক ধন্যবাদ আপু এই চমৎকার কাজটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে দেখতে ভালো লাগছে জেনে ভালো লাগলো। নিজের হাতে কোন কিছু তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে সত্যি অনেক ভালো লাগে। আর ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠিক বলেছেন ভাইয়া এই কাজগুলো অনেক ধৈর্য নিয়ে করতে হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করাটা চমৎকার হয়েছে আপু।এই ওয়ালমেট দিয়ে ঘর সাজানো হলে বেশ সুন্দর দেখায়।আর নিজের হাতে কোন কিছু তৈরি করে ঘরের মধ্যে সাজানো হলে আরো বেশি ভালো লাগে। এগুলো অনেক সময় এবং ধৈর্য নিয়ে কাজ গুলো করতে হয়। আপনার কাজ গুলো সবসময় ইউনিক হয়ে থাকে। আজকের টাও সুন্দর হয়েছে সবমিলিয়ে। ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

রঙিন কাগজের ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ঘরের সৌন্দর্য বাড়াতে নিজের হাতে কিছু তৈরি করে সাজিয়ে রাখতে দেখতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেট এ যে ফুলগুলো তৈরি করেছেন সেগুলোতে পুতি ব্যবহার করার কারণে খুবই ভালো লেগেছে আমার কাছে।

 last year 

নতুন কিছু তৈরি করে সেই পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরতে পারলে ভালো লাগে। তাইতো আমি ওয়ালমেট তৈরির পদ্ধতি তুলে ধরেছি। আর ফুলের মাঝখানে যদি পুঁথির ব্যবহার করা হয় তাহলে দেখতে আরো বেশি ভালো লাগে।

 last year 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে। গাছের মধ্যে দেখি চমৎকার ফুল ফুটেছে। পুঁতি দেওয়ার কারনে দেখতে অসাধারণ লাগতেছে। চমৎকার উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

গাছের মধ্যে তো সবসময় চমৎকার ফুল ফুটে ভাইয়া। তাইতো পাতা ও ফুলের সমন্বয়ে সুন্দর এই ওয়ালমেট তৈরি করে উপস্থাপন করেছি। আপনার তৈরি করা হাতের কাজগুলোও আমার ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ওয়াও রঙিন কাগজ দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন সত্যি মুগ্ধ হয়েছি। আপনি পারেনও বটে সুন্দর সুন্দর অনেক কিছুই তৈরি করে দেখান মাঝেমাঝে অনেক ভালো লাগে। আজকের ওয়ালমেট তৈরি সুন্দর ছিল।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করি সুন্দর কিছু তৈরি করে উপস্থাপন করার জন্য। আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। আপনিও চাইলে তৈরি করতে পারেন। ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য।

 last year 

আসলে নিজের ঘর যদি নিজের বানানো তো জিনিস দিয়ে সাজানো হয় তাহলে এমনিতে অনেক ভালো লাগে। আপনার তৈরি ওয়ালমেট টি বেশ সুন্দর হয়েছে দেখতে দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর দেখতে ওয়ালমেট তৈরীর আইডিয়াটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া নিজের তৈরি করা কোন কিছু বানানো হলে সেটা সাজিয়ে রাখতে ভালো লাগে। তাই তো আমি মাঝে মাঝে চেষ্টা করি সুন্দর কিছু তৈরি করার জন্য এবং ঘরে সাজিয়ে রাখার জন্য। আমার আইডিয়া আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনিও চাইলে এভাবে সময় করে ওয়ালমেট তৈরি করতে পারবেন।

 last year 

ঠিকই বলেছেন আপু, নতুন কিছু তৈরি করার মাঝে আলাদা রকমের শান্তি পাওয়া যায়। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি ।এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

জি আপু নতুন কিছু তৈরি করার মাঝে আলাদা রকমের শান্তি পাওয়া যায়। আসলে নতুন কিছু তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তাই তো মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সিম্পল কিন্তু অনেক সুন্দর। খুব সহজেই বানিয়ে ফেললেন দারুন একটা ওয়ালমেট। আশাকরি চেষ্টা করলে আপনারটা দেখে দেখে যে কেও বানাতে পারবে। ধন্যবাদ কৌশলগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সিম্পল কিছুই তৈরি করে সুন্দর করে উপস্থাপন করলেন দেখতে ভালো লাগে। আর ওয়ালমেট সিম্পল রাখলে সৌন্দর্য বেড়ে যায়। আর তৈরি করতেও সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62907.89
ETH 3379.73
USDT 1.00
SBD 2.50