রেসিপি-লাউ পাতার বড়া রেসিপি|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। নিজের পছন্দের রেসিপি গুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তাই মাঝে মাঝে পছন্দের খাবারগুলো তৈরি করি এবং সেই রেসিপিগুলো উপস্থাপন করার চেষ্টা করি। আজকে আমি আমার খুবই পছন্দের একটি খাবারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি এই রেসিপি সবার ভালো লাগবে।
লাউ পাতার বড়া রেসিপি:

বড়া খেতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে মচমচে বড়া খাওয়ার মজাই আলাদা। ডালের বড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকের বড়া সবকিছুই আমার অনেক প্রিয়। তবে লাউ পাতার বড়া আমার সবচেয়ে বেশি প্রিয়। নরম নরম লাউ পাতা দিয়ে যখন বড়া করা হয় তখন খেতে যেমন ভালো লাগে তেমনি বারবার খেতে ইচ্ছে করে। আসলে এই খাবারটি আমি ছোটবেলা থেকে অনেক পছন্দ করি। গরম ভাতের সাথে লাউ পাতার বড়া হলে আর কিছুই লাগেনা। গরম ভাত আর লাউ পাতার বড়ার সাথে যদি এক টুকরো লেবু হয় তাহলে একেবারে জমে যায়। সত্যি কথা বলতে এই বড়া খুব সহজেই তৈরি করা যায়। আর খেতেও অসাধারণ লাগে। আমি জানিনা আপনাদের কাছে কেমন লাগে। আর যারা এই বড়া কখনো খাননি তারা আমার এই রেসিপি ফলো করতে পারেন। এবার চলুন দেখে নেয়া যাক এই রেসিপি তৈরির পদ্ধতি এবং প্রয়োজনীয় উপকরণসমূহ।
প্রয়োজনীয় উপকরণ:
নাম | পরিমান |
---|---|
লাউ শাক | ২০০ গ্রাম |
চালের গুঁড়া | ১০০ গ্রাম |
পেঁয়াজ কুচি | ১ চামচ |
রসুন কুচি | ১/২ চামচ |
কাঁচা মরিচ | ১ চামচ |
হলুদের গুঁড়া | ১/২ চামচ |
লবণ | পরিমাণমতো |
সয়াবিন তেল | ৫ চামচ |


ধাপসমূহ:
ধাপ-১


লাউ পাতার বড়া রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর হলুদ দিয়েছি।
ধাপ-২


এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। এরপর সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর কিছুক্ষণ হাত দিয়ে মিক্স করার পর পানি বের হয়েছে।
ধাপ-৩


এবার পানিগুলো শুকিয়ে নেওয়ার জন্য এবং বড়া মচমচে করার জন্য এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়া দিলে যেকোন বড়া মচমচে হয় খেতে। এরপর পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে মিক্স করে নিয়েছি।
ধাপ-৪


সবকিছু প্রস্তুত হয়ে গেলে একটি কড়াই চুলার উপর দিয়েছি। আর কিছুক্ষণ পরে গরম হলে তেল দিয়েছি। এরপর গরম তেলে বড়া ভাজার জন্য প্রস্তুতি নিয়েছি।
ধাপ-৫


এবার ধীরে ধীরে গরম তেলে বড়া গুলো দিয়েছি আর সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৬


দুই পাশ ভেজে নিয়েছি আর সুন্দর করে মচমচে বড়া গুলো তৈরি করার চেষ্টা করেছি। এখানে খুব সহজেই এই বড়াগুলো ভাজা হয়েছে। আমি একটু কম তেলেই বড়া গুলো ভেজেছি।
উপস্থাপনা:

লাউ পাতার বড়া আমার ভীষণ প্রিয়। আর গরম গরম বড়া খেতে দারুণ হয়েছিল। অনেকদিন পর লাউ পাতার বড়া খেতে বেশ ভালো লেগেছিল। গ্রামের বাসায় গেলে নরম নরম লাউ পাতাগুলো খুব সহজেই পাওয়া যায়। আর সেগুলো দিয়ে যদি বড়া তৈরি করা হয় তাহলে অনেক বেশি মজার হয় খেতে। বাজার থেকে কেনা লাউ পাতা দিয়ে বড়া তৈরি করতে গেলে অনেক সময় চিন্তায় পড়ে যেতে হয়। কারণ বাজারের লাউ পাতাগুলো অনেক সময় খুব একটা ভালো থাকে না। তবে গাছের টাটকা লাউ পাতাগুলো দিয়ে যদি বড় করা হয় তাহলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করছি আমার এই লাউ পাতার বড় রেসিপি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার লাউ পাতার বড়া রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই লাউ পাতার বড়া রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।
লাউ পাতার বড়া খেতে খুবই ভালো লাগে। আর এভাবে খুব সহজেই তৈরি করা যায় ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
https://x.com/Monira93732137/status/1866662297583907119?t=v0l8slsyLgZjScmwYxcLIQ&s=19
গ্রামের টাটকা লাউ পাতা দিয়ে এমন সুস্বাদু বড়া, তাও আবার গরম গরম খেলে তো সেই মজা লাগবেই😍। যদিও আমি এভাবে এই লাউপাতার বড়া খাই নি। তবে লাউপাতার বড়া যে বড়ই সুস্বাদু বড়া হবে, তা খুব টের পাচ্ছি। একদিন অবশ্যই চেষ্টা করবো এভাবে বানিয়ে খেতে। কত স্বাদ যে এখনো নেয়া হয় নি!! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন মজাদার বড়ার রেসিপি টি শেয়ার করার জন্য। আর পরিবেশন টিও দারুণ হয়েছে।
ঠিক বলেছেন আপু টাটকা লাউ শাকের বড়া করলে খেতে অনেক ভালো লাগে। আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল।
গরম গরম ভাতের সাথে বড়া হলে আর কিছুই লাগে না। আমি বিভিন্ন পাতার বড়া খেয়েছি তবে লাউ পাতার বড়া এখনো খাওয়া হয়নি। বেশ মুসমুসে করে লাউ পাতার বড়া ভেজেছেন দেখছি। খেতে যে ভীষণ ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। রেসিপিটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
একদম ঠিক বলেছেন গরম ভাতের সাথে বড়া হলে আর কিছুই লাগে না। আমার তো বেশ ভালো লাগে খেতে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
প্রথমেই ভেবেছিলাম লাউ পাতা আর ডাউলের কম্বিনেশনে বোধ হয় এই বড়া রেসিপি তৈরি করতে হয় পরবর্তীতে বুঝলাম না চাউলের গুড়ার সঙ্গে লাউ পাতার কম্বিনেশনে এই বড়া রেসিপি তৈরি করেছেন। রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে যাই হোক লোভনীয় রেসিপিটি পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ডাল ছাড়া শুধু চালের গুঁড়া দিয়ে বড়া করেছিলাম ভাইয়া। খেতে খুবই ভালো লেগেছিল। আর এই খাবারটি আমার খুবই প্রিয় একটি খাবার।
বড়া খেতে আমারও খুব ভালো লাগে তবে বড়া আমি ভাত দিয়ে খেতে ভালোবাসি না এমনি খেতে ভালো লাগে।আপনি দারুণ করে কচি কচি লাউ পাতার বড়া রেসিপি করেছেন। অনেক লোভনীয় হয়েছে বড়া রেসিপিটি। আমি কখনো লাউ পাতার বড়া খাইনি তবে আপনার বড়াটা খেতে অনেক সুস্বাদু তা বুঝতে পারছি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আমার কাছে তো ভাত দিয়ে বড়া খেতে বেশি ভালো লাগে আপু। এমনিতে খেতেও ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
আরে বাহ্ আপনি তো দেখছি খুব মজাদার ভাবে লাউ পাতার বড়া রেসিপি তৈরি করে নিয়েছেন। একবার রমজান মাসে লাউ পাতার বড়া তৈরি করেছিলাম আমি। আর এই বড়া আমার অনেক বেশি পছন্দের। গরম গরম বড়া খেতে আমার কাছে অনেক ভালো লাগে। নিশ্চয়ই আপনি এই বড়াগুলো খুব মজা করে খেয়েছিলেন।
মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আপু। আপনি রমজান মাসে তৈরি করেছিলেন জেনে ভালো লাগলো। আমি তো মাঝে মাঝেই তৈরি করি।
কি মারাত্মক পছন্দের একটি রেসিপি আপনি শেয়ার করলেন আজ আপু। কিন্তু আমার কপাল দেখুন আমি যেখানে থাকি সেখানে লাউ শাক পাওয়াই যায় না। এদিকে উদর পুষ্টির কারণে আমি লাউবীজ ছড়িয়েছি টবের মধ্যে। সে গাছ তো আজো বেরোয় না রোজ গিয়ে হা করে তাকাচ্ছি কবে যে বেরোয়। যতদিন না বেরোচ্ছে ততদিন আপনাদের এই সব লাউ শাক পাতা ভাজা এসবেই লোভ দিই বসে বসে আর কি করব। হি হি হি।
আপু আপনি আমাদের বাসায় চলে আসেন আপনাকে লাউশাকের বড়া করে খাওয়াবো। সত্যি আপু শহরে থাকলে ভালো লাউ শাক পাওয়া যায় না।
আপনি ঠিক বলছেন আপু লাউ পাতার বড়া গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে।আপনি দারুন ভাবে ধাপে ধাপে পুরো রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার রেসিপি কালার দেখে বুঝা যাচ্ছে বড়াটি অনেক টেস্ট হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
গরম ভাতের সাথে লাউ পাতার বড় হলে আর কিছুই লাগে না। আমার তো ভীষণ ভালো লেগেছে এই খাবারটি। আপনিও চাইলে বাসায় তৈরি করতে পারেন।