বিবেক ও মনুষ্যত্ব||আমার বাংলা ব্লগ [10%shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার লিখা একটি ব্লগ উপস্থাপন করতে যাচ্ছি। আমরা মানব জাতি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমাদের বিবেক ও মনুষ্যত্ববোধের জন্যই আমরা শ্রেষ্ঠ। কিন্তু আমরা আমাদের এই বিবেক ও মনুষ্যত্ববোধ কতটুকু ধরে রাখতে পেরেছি এটা আমরা আমাদের কর্মের মাধ্যমেই প্রকাশ করি। আসলে আমাদের কর্ম আমাদের পরিচয়কে নিচু করে দিচ্ছে। মানুষ যেমন তার কর্মের মাধ্যমে নিজের বিবেক ও মনুষ্যত্ববোধ প্রকাশ করে তেমনি তাদের খারাপ কর্মের মাধ্যমে মানব জাতিকে আরো ছোট করে দেয়। তবে যাই হোক আমার একটি শখের কাজ হচ্ছে নিজের আবেগগুলোকে গুছিয়ে আমার লেখনিতে প্রকাশ করা। তাই আমি আমার মনের আবেগ থেকে কিছু কথা আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার লেখা এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।


বিবেক ও মনুষ্যত্ব:

woman-gfca601e12_1920.jpg

Source


আমরা মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়েও আমাদের বিবেক ও মনুষ্যত্ববোধের কতটুকু বহিঃপ্রকাশ করতে পেরেছি সেটা আমরা আমাদের কর্মে প্রমাণ করেছি। আসলে মানুষের কর্মই আসল পরিচয়। দিনে দিনে বিবেক ও মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। এটা আসলে মানবজাতির সমস্যা নয় এই সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতার। এই পৃথিবীতে যে যার মতো ব্যস্ত জীবন পার করছে। চারপাশের মানুষগুলোকে নিয়ে ভাবার সময় তাদের নেই। নিজে নিজে ভালো থাকার মধ্যে কখনো কোন আনন্দ নেই। চারপাশের মানুষদেরকে নিয়ে যদি আমরা ভালো থাকতে পারি তবেই আমরা শ্রেষ্ঠ মানব। আর আমরা যদি শ্রেষ্ঠ মানবের মানবিক গুণাবলী গুলো বিসর্জন দেই তাহলে আমরা অচিরেই এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিনত হবো। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি লজ্জাজনক। ধীরে ধীরে আমাদের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি স্তরের মানুষ কোন না কোন ভাবে লাঞ্চিত হচ্ছে। কারণ উঁচুতলার মানুষগুলো নিচুতলার মানুষগুলোকে মানুষের চোখে দেখেনা। কারণ তাদের মাঝে সেই মানবিকতা ও মনুষ্যত্ব বোধ আর নেই। হয়তো সেটা গুটি কয়েক মানুষের মধ্যে রয়েছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানবিকতার অভাব। আসলে বিবেক ও মনুষ্যত্ববোধ এই মানবজাতির একটি মহৎ গুণ। যে গুণটি কখনো তৈরি করা হয় না। এই গুণটি মানবজাতিকে অর্জন করে নিতে হয়।


poverty-gd226bd0ab_1920.jpg

Source


এই শীতের মধ্যে যখন রাস্তায় বেরোই রাস্তার পাশে বসবাসরত সেই মানুষগুলোকে দেখে এই হৃদয় কেঁপে উঠে। শীতের কষ্টে তারা এতটাই মানবেতর জীবন যাপন করছে যে দেখলেই হৃদয় কেঁদে ওঠে। এদেরকে সাহায্য করার মত মানুষ এই সমাজে খুবই কম রয়েছে। কারণ আমরা মানব জাতি রা বড়ই অদ্ভুত। আমাদের মধ্যে বিবেকবোধ ও মানবিকতা খুবই কম রয়েছে। আমাদের মাঝে যদি সেই বিবেকবোধ ও মানবিকতা থাকতো তাহলে রাস্তার পাশের সেই মানুষগুলো এতটা কষ্টে জীবন কাটাতো না। যাদের কাছে এক মুঠো ভাতের জোগাড় করা কষ্টকর ব্যাপার তাদের কাছে শীতের কাপড় কেনা এ যেন এক বিলাসিতা। আমাদের সমাজের সামর্থ্যবান মানুষরা যদি তাদের নিজেদের বিবেক ও মনুষ্যত্ব জাগ্রত করে ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায় তাহলে হয়তো তারা তাদের এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু সেই বিবেকবান মানুষ এই সমাজে খুবই কম পাওয়া যায়। যাদের সামর্থ্য রয়েছে এই মানুষগুলোকে সাহায্য করার তাদের চোখে এই মানুষগুলো বড়ই অবহেলিত।


child-g67c36e623_1920.jpg

Source

আসলে অর্থ থাকলেই কখনো মনুষ্যত্ব বা বিবেককে কেনা যায় না। অর্থ যদি মানুষকে বিবেকবান করত তাহলে এই সমাজের চিত্র পাল্টে যেত। আসলে যারা অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে তাদের হয়তো সাহায্য করার ক্ষমতা থাকেনা। কিন্তু যারা তাদের অর্থ দিয়ে এসব নিরীহ মানুষদের সেবা করতে পারবে ও তাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে পারবে তাদের বিবেকবোধ কেন যে জাগ্রত হয়না সেটা ভেবে পাইনা। হয়তো অর্থের কালো চাদরে নিজের বিবেককে মুরিয়ে রেখেছে তারা। সেই কালো চাদরের আড়াল থেকে তাদের বিবেক ও মনুষ্যত্ববোধ বেরিয়ে আসতে চায় না। তারা যদি তাদের বিবেক ও মনুষ্যত্ববোধের উপর থেকে কালো চাদর সরিয়ে এই সমাজের দুস্থ ও অসহায় মানুষগুলোকে দেখত তাহলে সমাজের চিত্র পাল্টে যেত। কিন্তু দুঃখের বিষয় সেই কালো চাদর তাদের বিবেককে এতটাই ঢেকে রেখেছে যে তাদের বিবেকবোধ জাগ্রত হওয়া খুবই দুষ্কর ব্যাপার।


child-g91c47aef2_1280.jpg

Source

সমাজের প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন স্তরের মানুষের মাঝে বিবেকের বড় অভাব লক্ষ্য করা যায়। যেখানেই যাই না কেন মানুষ কেন জানি দিনে দিনে নিজেদের বিবেক ও মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। একজন নবজাতক যখন জন্মগ্রহণ করে তখন থেকে একদম নিষ্পাপ ও পবিত্র। সেই নবজাতকরা যখন এই পৃথিবীর আলো দেখে তখন এই পৃথিবীর মানুষের বিচিত্র রূপ গুলোকে চিনতে পারে না। কিন্তু যখন এই পৃথিবীর মনুষ্যত্বহীন মানুষ গুলো তাদেরকে রাস্তায় ছেড়ে ছুড়ে ফেলে দেয় তখন তারা তাদের নিচু মানসিকতার পরিচয় দিয়ে দেয়। সেই মানুষগুলোকে আমরা সব সময় ধিক্কার জানাই। আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকায় বা সংবাদে এসব ঘটনা অহরহ দেখে থাকি। একটি নবজাতককে পাওয়া গেছে কোন এক রাস্তার পাশে। আসলে যে মা এই নিষ্পাপ শিশুটিকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে সে মা এতটাই নিষ্ঠুর ও নির্দয় হৃদয়ের মানুষ যা বলে বোঝানো যায় না। আসলে মানুষের মাঝে বিবেক ও মনুষ্যত্ববোধ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নিজের রক্তকে অস্বীকার করতে তারা দ্বিধাবোধ করে না।


street-g7fe3b6965_1920.jpg

Source

সমাজের প্রতিটি স্তরের মানুষ বিভিন্নভাবে তাদের এই বিবেক ও মনুষ্যত্বকে হারিয়ে ফেলছে। যেমন ধরুন বিভিন্ন হসপিটালে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। এমনকি সরকারি হসপিটালে ডাক্তারদের অবহেলা ও হসপিটালের কর্মচারীদের দুর্ব্যবহার মানুষকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। একটি মানুষ ও একটি ফুলের মত প্রাণ চোখের সামনে শেষ হয়ে যায়। শুধুমাত্র টাকার জন্য একজন প্রিয় মানুষকে হারায় তার পরিবার। এই চিত্র গুলো দেখলে হৃদয়ের মাঝে হু হু করে কেঁদে ওঠে। কবে যে মানুষগুলো তাদের বিবেক ও মনুষ্যত্ববোধ জাগ্রত করবে এটা আমরা কেউ জানিনা। আর যদি তাদের মনে বিবেক ও মনুষ্যত্ববোধ জাগ্রত হতো তাহলে হয়তো হতদরিদ্র পরিবারের মানুষগুলো ও অসহায় মানুষগুলো তাদের প্রিয় মানুষকে এভাবে হারাতো না। টাকার অভাবে কারো মৃত্যু হতো না। টাকাই যদি সবকিছুর সমাধান দিতে পারে তাহলে কেন আমরা এই মানব জাতি। কেনই বা আমাদের মানবিকতার অভাব। আমরা যদি মানবিক না হতে পারি ও আমাদের ভেতরে লুকানো মানবিকতা ও মনুষ্যত্ববোধ জাগ্রত না করতে পারি তাহলে এই মানব জীবন শুধুই বৃথা।


share-g559b232fb_1920.jpg

Source

মিছে এই মানব জীবন অর্থের পিছে ছুটে ছুটে নিজের বিবেক ও মনুষ্যত্বকে হারিয়ে ফেলছে। একটি সময়ে গিয়ে হয়তো অর্থ থাকবে কিন্তু নিজেকে পশুর মতো মনে হবে। এই পৃথিবীতে একদিন মনুষ্যত্ব হারিয়ে যাবে ও নিজের প্রিয় মানুষগুলোও হারিয়ে যাবে। তাই সময় থাকতেই মনুষ্যত্ববোধকে ধরে রাখা আমাদের সকলেরই কর্তব্য। কারণ আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ও মানব জাতি। মানব জাতির পরিচয় ও গৌরব যাতে বিলুপ্ত না হয় এজন্য সকলকেই মানবিকতার গুণাবলী বজায় রাখতে হবে। তবেই আমরা আমাদের বিবেক ও মনুষ্যত্ববোধকে কাজে লাগাতে পারবো। না হলে মানব জাতির এই মহৎ গুণ আমরা অচিরেই হারিয়ে ফেলবো। তখন বনের পশুর সাথে আমাদের কোন পার্থক্য থাকবে। হয়তো আমাদের উপরের চেহারার মাঝে চাকচিক্য থাকবে কিন্তু ভিতরের যে পশু হৃদয় রয়েছে সেটা বনের পশুর সাথে এক হয়ে যাবে। তাই আমরা নিজেদের মতো করে চেষ্টা করব মানবিক হওয়া।


আমি আমার লেখার মাঝে বিবেক ও মনুষ্যত্ব নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে বিবেক ও মনুষ্যত্ববোধ নিয়ে লেখা কথাগুলো আমি আমার চিন্তা ধারা থেকেই উল্লেখ করেছি। হয়তো এই কথাগুলো লিখে শেষ করা সম্ভব নয় তবুও আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমার মনের অগোচরের কথাগুলো আমার লেখায় উপস্থাপন করেছি। আশা করছি আমার লেখা কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা করছেন। এই ধরনের পোস্ট আমি খুব বেশি ভালোবাসি। বিবেক ও মনুষ্যত্ব দুটি একে অপরের পরিপূরক। যার বিবেক নেই সে মনুষত্বহীন আর যে মনুষ্যত্বহীন তার বিবেক থাকার প্রশ্নই ওঠে না। মানুষ যত শিক্ষিত হচ্ছে তাদের মনুষত্ব ও বিবেক যেন ততই লোপ পাচ্ছে। আমাদের সামনে ক্ষুধার্ত অবস্থায় বিনা চিকিৎসায় কেউ মারা যাবে তবুও আমরা তাদের অন্য দিব না তাদের সাহায্য করব না এটাই আমাদের মনুষ্যত্ব যদি হয় তাহলে হে মানবজাতি তোমাদের ধিক্কার জানাই। নিজের মাঝে বেঁচে থাকার মধ্যে কোন সার্থকতা নেই যে বেঁচে থাকাই অন্যের উপকারে আসে না সে বেঁচে থাকার থেকে মৃত্যু শ্রেয়। মনুষ্যত্বহীন জীবন লাভ করার থেকে আমি মনে করি মৃত্যু আমার কাছে যেন আগে আসে। ধন্যবাদ আপু।

মানুষ হল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। যে কিনা তার বিবেক বুদ্ধির দ্বারা সব কিছুতেই এগিয়ে। কিন্তু এই মানুষের দ্বারাই এমন এমন কাজ সম্পন্ন হয় সেগুলো একটা পশু করতে দ্বিধাগ্রস্থ হয়। মানুষের পেট থেকে জন্ম গ্রহণ করলেই সে মানুষ হয় না তাকে পরিপূর্ণ ভাবে মানুষ হতে হলে তার আগেই তাকে তার মনুষত্বকে জাগিয়ে তুলতে হবে। তার বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। ধন্যবাদ আপনার এত সুন্দর একটা বিষয় পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 
আপু চমৎকার একটি বিষয় নিয়ে লিখেছেন আপনি আজকে। আপনার প্রতিটি কথার সাথে আমি সহমত পোষণ করছি। বিবেক ছাড়া কখনোই একজন মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারে না এটা আমারও কথা। বর্তমান দিনে অনেক কিছুই উন্নতি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তবে আমার মনে হয় মানুষের জ্ঞানের মাত্রা বাড়লে ও তার বিবেক টা এখনো পরিপূর্ণ ভাবে জাগ্রত হতে পারছে না। শুভ হোক আপনার আগামীর পথচলা এই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60462.58
ETH 2636.31
USDT 1.00
SBD 2.58