Diy-পুরনো জিন্স প্যান্ট দিয়ে পাপোশ তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। পুরনো কিছু দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার বেশ ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু তৈরি করার জন্য। তাইতো আজকে আমি পুরনো জিন্স প্যান্ট দিয়ে পাপোশ তৈরি করার পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


পুরনো জিন্স প্যান্ট দিয়ে পাপোশ তৈরি:

IMG_20230105_080430.jpg
Device-OPPO-A15
IMG_20230105_084723.jpg
Device-OPPO-A15


পুরনো কিছু দিয়ে নতুন কিছু তৈরি করতে সবারই অনেক ভালো লাগে। ঘরে থাকা পুরনো কিছু দিয়ে খুব সহজেই নতুন কিছু তৈরি করা যায়। আর সেই জিনিসটি বেশ কাজে লাগে। পাপোশ খুবই প্রয়োজনীয়। তাইতো হঠাৎ করে মাথায় এলো পুরনো জিন্স প্যান্ট ফেলে না দিয়ে যদি সেই প্যান্ট দিয়ে পাপোশ তৈরি করা যায় তাহলে অনেক ভালো হবে। আসলে এ ধরনের কাজগুলো যদিও কখনো করিনি। তবে প্রথমবারের মতো চেষ্টা করেছি। জানিনা কেমন হয়েছে। কিন্তু অনেক সময় লেগেছে এই কাজটি করতে।


প্রয়োজনীয় উপকরণ:

১. পুরনো জিন্স প্যান্ট।
২. সুই।
৩. সুতা।
৪. কালো কাপড়।
৫. কাঁচি।
৬. শপিং ব্যাগ।

IMG20230104114245.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230104114835.jpg
Device-OPPO-A15
IMG20230104114950.jpg
Device-OPPO-A15


পুরনো জিন্স প্যান্ট দিয়ে পাপোশ তৈরি করার জন্য প্রথমে একটি পুরনো জিন্স প্যান্ট নিয়েছি। এরপর ভালোভাবে কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20230104115140.jpg
Device-OPPO-A15
IMG20230104115328.jpg
Device-OPPO-A15


প্যান্টের দুই পাশে কাটা হয়ে গেলে এবার সুন্দর করে পাপোশের আকৃতি অনুযায়ী ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৩

IMG20230104120019.jpg
Device-OPPO-A15
IMG20230104120526.jpg
Device-OPPO-A15


এবার একটি কালো কাপড় নিয়েছি। এই কাপড়টি আমার বাসায় আগে থেকেই ছিল। তাই তো আমি পাপোশটির চারপাশে এই কাপড়টি সেলাই করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230104120648.jpg
Device-OPPO-A15
IMG20230104120931.jpg
Device-OPPO-A15


এবার পাপোশটির চারপাশের অংশ সুন্দর করে আটকে দেওয়ার জন্য সুতো দিয়ে এবং সুই দিয়ে চারপাশে সেলাই করে নিয়েছি। যাতে করে পাপোশটি খুলে না যায়।


ধাপ-৫

IMG20230104121623.jpg
Device-OPPO-A15
IMG20230104122122.jpg
Device-OPPO-A15


চারপাশের অংশ সুন্দর করে সেলাই করে নিয়েছি। এরপর আবারো কালো কাপড়টি সুন্দর করে ভাঁজ ভাঁজ করে সুতা দিয়ে সেলাই করে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230104122620.jpg
Device-OPPO-A15
IMG20230104122928.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে চারপাশের কালো কাপড়টি আরো বেশি সুন্দর করে তোলার জন্য সেলাই করেছি এবং ভাঁজ ভাঁজ করে সেলাই করার চেষ্টা করছি।


ধাপ-৭

IMG20230104124016.jpg
Device-OPPO-A15
IMG20230104124515.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে চারপাশের অংশ সুন্দর করে তোলার জন্য কালো কাপড়টির ব্যবহার করেছি। এজন্য আমার বেশ কিছু সময় লেগেছে। এবার শেষের অংশ অর্থাৎ বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি।


ধাপ-৮

IMG20230104124644.jpg
Device-OPPO-A15
IMG20230104124935.jpg
Device-OPPO-A15


এবার বাড়তি অংশ সুন্দর করে আটকে দেওয়ার জন্য সুতা ব্যবহার করেছি এবং সেলাই করে সুন্দর করে আটকে দিয়েছি। যাতে করে খুলে না যায়। এভাবে এই পাপোশটির চারপাশের অংশ তৈরি করে নিয়েছি।


ধাপ-৯

IMG20230104125256.jpg
Device-OPPO-A15
IMG20230104125930.jpg
Device-OPPO-A15


এবার পাপোশটির মাঝের অংশে সুন্দর করার জন্য এবং একটি ফুল তৈরি করার জন্য প্রথমে জিন্স প্যান্ট লম্বা করে কেটে নিয়েছি। এবার জিন্স প্যান্ট সুন্দর করে সেলাই করে নিয়েছি।


ধাপ-১০

IMG20230104130202.jpg
Device-OPPO-A15
IMG20230104130630.jpg
Device-OPPO-A15


এবার জিন্স প্যান্টের এই অংশ দিয়ে সুন্দর করে ফুল তৈরি করার চেষ্টা করেছি


ধাপ-১১

IMG20230104131008.jpg
Device-OPPO-A15
IMG20230104131203.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে অন্যান্য অংশের কাজ করে এই ফুলটি আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি এবং শেষে সেলাই করে ফুলটির শেষ মাথা আটকে দিয়েছি।


ধাপ-১২

IMG20230104131353.jpg
Device-OPPO-A15
IMG20230104131608.jpg
Device-OPPO-A15


এবার পাপোশটির মাঝের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাল রঙের শপিং ব্যাগ নিয়েছি। এরপর ব্যাগটি কেটে নিয়ে গোল করে সেলাই করার চেষ্টা করেছি।


ধাপ-১৩

IMG20230104132156.jpg
Device-OPPO-A15
IMG20230104132521.jpg
Device-OPPO-A15


এবার লাল অংশটি ফুলের মাঝখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে জিন্স প্যান্ট দিয়ে তৈরি করা ফুলটি দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20230104132739.jpg
Device-OPPO-A15
IMG20230104132826.jpg
Device-OPPO-A15


এবার পাপোশটি সুন্দর করে তোলার জন্য ফুলটি সুতা দিয়ে সেলাই করে আটকে দিয়েছি। যাতে করে খুলে না যায়। এভাবে আমি জিন্স প্যান্ট দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230104_233319.jpg
Device-OPPO-A15
IMG_20230104_134504.jpg
Device-OPPO-A15


জিন্স প্যান্ট দিয়ে এই পাপোশটি তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। তবে তৈরি করার পর দেখতে ভালই হয়েছে। যদিও প্রথমবারের মতো এই কাজটি করেছি। তাই তো একটু সময় লেগেছে। ধৈর্য্য সহকারে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে বাসায় থাকা পুরনো জিন্স প্যান্ট দিয়ে এভাবে পাপোশ তৈরি করতে পারেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

আমার একটা প্যান্ট ছিল,স্ক্রাচ পরের যাওয়ার পর প্যান্টটা জাস্ট মাঝ দিয়ে কেটে দরজার কাছে ফেলে রেখেছি আর সেটাই আমার পাপস🤣।
দারুণ ছিল আপনার কাজটা,জিনিসের ব্যবহারও হলো আর সেটার সৌন্দর্য রক্ষাও হলো।
শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনার পুরনো প্যান্টটি তাহলে বেশ ভালই কাজে লাগিয়েছেন। তবে একটু ডিজাইন করলে আরো ভালো লাগতো। হাজার হলেও নিজের জিনিস তাই ব্যবহার যখন করবেনই যখন একটু সৌন্দর্য বৃদ্ধি করে করতেন।🤪🤪

 2 years ago 

আপু আপনার পাপোশ টি চমৎকার হয়েছে। সত্যি আপু এধরণের কাজ গুলো করতে অনেক সময়ের প্রয়োজন, তবে সময় লাগলেও জিনিসটি অনেক সুন্দর হয়েছে। পাপোশটি সুন্দরের জন্য লাল শপিং ব্যাগ দারুণ মানিয়েছে।লাল ফুলটি দেওয়ার জন্য পাপোশের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পাপোশ তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি পুরনো জিনিসকে নতুন ভাবে তৈরি করার জন্য। আসলে পুরনো কিছু থেকে নতুনভাবে কোন কিছু তৈরি করতে ভালো লাগে। আপনিও চাইলে বাসায় তৈরি করতে পারেন।

 2 years ago 

খুব চমৎকার আইডিয়া তো, পুরনো জিন্স প্যান্ট দিয়ে একটি পাপোশ বানিয়ে ফেলেছেন, যেটি খুবই চমৎকার লাগছে। অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

সত্যি ভাইয়া চমৎকার আইডিয়া। তাই তো পুরনো কিছু থেকে নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি। আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য। আপনিও ভালো থাকবেন।

 2 years ago 

একেবারে পুরাতন থেকে নতুনে রূপান্তর করলেন।
দেখতে খুবই চমৎকার লাগছে আপু।
চারপাশের কালো বর্ডার আর মাঝের ছোট লাল অংশটি পাপোশের সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। আসলে ভালো কাজ করলে সেটার প্রসংসা তো করতেই হয়। আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাইয়া পুরনো কিছু থেকে নতুন কিছু তৈরি করতে বা রূপান্তর করতে ভালো লেগেছে। চারপাশের কালো বর্ডার আর মাঝের ছোট লাল অংশ এই পাপোশ টির সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব ভালো একটি আইডিয়া বের করেছেন আপু। পুরনো জিন্স প্যান্ট ফেলে না দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে ফেলেছেন। আপনি এই পাপোশটি হাতে সেলাই করেছেন নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। কারণ জিন্স অনেক মোটা থাকে। তাছাড়া উপরের ফুলটি আমার কাছে খুব ভালো লেগেছে। এত কিউট একটি পাপোশ দিয়ে একটি পা মুছতে ইচ্ছা করবে। দেখতে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি আপু অনেক ভালো একটি আইডিয়া বের করেছি। আসলে পুরনো জিন্স প্যান্টগুলো ফেলে দেওয়া ছাড়া কোন কিছু করার থাকে না। তাইতো সুন্দরভাবে কাজে লাগিয়েছি। চারপাশে সেলাই করতে অনেক সময় লেগেছে। আসলে হাতে সেলাই করতে সত্যি অনেক সময় লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

পুরনো জিন্স প্যান্ট দিয়ে পাপোশ তৈরি করেছেন দারুন হয়েছে। মাঝখানে লাল কাপড় দিয়ে ফুল তৈরি করেছেন এজন্য চমৎকার ভাবে ফুটি উঠেছে। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি পুরনো জিন্স প্যান্ট কাজে লাগিয়ে নতুনভাবে সুন্দর একটি পাপোশ তৈরি করার জন্য। মাঝের অংশে লাল অংশ দেওয়াতে দেখতে সত্যি ভালো লেগেছে। মন্তব্য করে উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

খুবই চমৎকার একটি পাপোশ তৈরি করেছেন। দেখতে খুবই ভালো লাগছে, পুরনো জিন্সের কাপড় দিয়ে নতুন কিছু তৈরি করেছেন। এই ধরনের কাজ করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। পুরনো জিন্সের কাপড় দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার তৈরি করা পাপোশ আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। পুরনো জিন্সের প্যান্ট থেকে এ ধরনের পাপোশ তৈরি করা সত্যিই অনেক কঠিন ছিল। তবুও চেষ্টা করেছি। আপনিও চাইলে কোন একদিন সময় করে চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুরনো জিন্স দিয়ে খুব সুন্দর একটি পাপোশ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু,দারুন হয়েছে। আপনি খুব সময় নিয়ে ধাপে ধাপে শেয়ার করেছেন, দেখে ভাল লাগলো। পুরনো জিন্স দিয়ে আমি হাতা করেছিলাম বেশ সুন্দর হয়। তবে হাতে সেলাই করলে কস্ট হয়, জিন্স তো মোটা। খুব কষ্ট হয়েছে আসলে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

পুরনো জিন্স প্যান্ট দিয়ে হাতা তৈরীর আইডিয়া আমার ভালো লেগেছে। একদিন চেষ্টা করে দেখব। হাতে সেলাই করতে সত্যিই অনেক কষ্ট লেগেছে এবং সময় লেগেছে। তবুও চেষ্টা করেছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ক্রেয়েটিভিটি আর কত দেখবো। দেখে দেখে তো পাগল হয়ে যাচ্ছি। পুরাতন কে আপনি নতুন রূপ দিয়েছেন। যা আপনার সৃজনশীলতা কে আরও বাড়িয়ে দিলো। অনেক সুন্দর করে আপনি পুরাতন জিন্স প্যান্ট কে কেটে কেটে নতুন রূপ দিলেন। বেচারা জিন্স প্যান্ট।

 2 years ago 

ক্রেয়েটিভিটি তো দেখানোই শুরু করিনি আপু। আরো বেশি দেখালে তো পাগল হয়ে যাবেন। তখন আবার সবাই আমাকে পিটাবে আপনাকে পাগল বানানোর জন্য। যাইহোক আপু মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago (edited)

খুবই ভালো একটি আইডিয়া ছিল কিন্তু এটি। আমি পুরাতন বিভিন্ন ব্যবহৃত জিনিস দিয়ে এরকম নতুন জিনিসপত্র তৈরি করতে ভীষণ ভালোবাসি। আমি ও বেশ কিছুদিন আগে পুরাতন জিন্স প্যান্ট দিয়ে এভাবে পাপোশ তৈরি করেছিলাম। এরকম জিনিস গুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। আপনার এরকম আইডিয়া দেখে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি সব সময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করেন। আমিও একটু চেষ্টা করেছি আপু। আপনার কাজগুলো আমারও ভালো লাগে। সত্যি আপু এই জিনিসগুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58067.54
ETH 2469.39
USDT 1.00
SBD 2.40