Diy-গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিং🦒||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝেই পেইন্টিং করি। আজকে আমি গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটি হরিণের পেইন্টিং করেছি। তাই আমি আমার এই পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করলাম।


গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিং:

IMG_20220330_123742.jpg
Device-OPPO-A15
IMG_20220330_123921.jpg
Device-OPPO-A15


রংতুলিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরতে যেমন ভালো লাগে তেমনি সৃষ্টির সুন্দর প্রাণীগুলোকে রংতুলিতে উপস্থাপন করতেও ভালো লাগে। তাই আমি গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিং করেছি। আমি আমার পেইন্টিং এর মাঝে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি ও গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটি হরিণের পেইন্টিং অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20220327220637.jpg
Device-OPPO-A15


গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিং করার ধাপসমূহ:


🦒ধাপ-১🦒

IMG20220327221008.jpg
Device-OPPO-A15
IMG20220327221236.jpg
Device-OPPO-A15


গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিং করার জন্য প্রথমে সাদা আর্ট পেপার নিয়েছি। এরপর আমি হাল্কা আকাশী রঙের পোস্টার রং নিয়েছি। আমি খুব সুন্দর করে আমার এই আর্ট পেপারটি পেইন্টিং এর জন্য উপযুক্ত করার চেষ্টা করেছি। উপরের দিকের অংশে আকাশী রং দিয়েছি।


🦒ধাপ-২🦒

IMG20220327221459.jpg
Device-OPPO-A15
IMG20220327221838.jpg
Device-OPPO-A15


এবার মাঝের দিকের অংশে হলুদ রং দিয়েছি। আমি খুব সাবধানে মাঝের অংশে হলুদ রঙের ব্যবহার করেছি।


🦒ধাপ-৩🦒

IMG20220327221947.jpg
Device-OPPO-A15
IMG20220327221952.jpg
Device-OPPO-A15


হলুদ রং দেওয়া হয়ে গেলে এবার নিচের দিকের অংশে সবুজ রং দিয়েছি। আমি চেষ্টা করেছি আমার এই পেইন্টিংটি অনেক বেশি রঙিন করে তোলার জন্য।


🦒ধাপ-৪🦒

IMG20220327222141.jpg
Device-OPPO-A15
IMG20220327222321.jpg
Device-OPPO-A15


সবুজ রং দেওয়া হয়ে গেলে এবার আমি চাঁদ অংকন করার জন্য সুন্দরভাবে গোল দাগ দিয়ে দিয়েছি।


🦒ধাপ-৫🦒

IMG20220327222558.jpg
Device-OPPO-A15
IMG20220327222748.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার এই পেইন্টিং আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য সাদা রং দিয়ে চাঁদ অংকন করেছি। এর ফলে চাঁদ দেখতে সুন্দর হয়েছে।


🦒ধাপ-৬🦒

IMG20220327223318.jpg
Device-OPPO-A15
IMG20220327223450.jpg
Device-OPPO-A15


এবার আমি পেন্সিল দিয়ে হরিণের চিত্র অংকন করেছি। এরপর আমি একটি গাছের চিত্র অংকন করেছি।


🦒ধাপ-৭🦒

IMG20220327223637.jpg
Device-OPPO-A15
IMG20220327223926.jpg
Device-OPPO-A15


আমার এই পেইন্টিংটি দেখতে যেন আরো সুন্দর হয় সে জন্য গাছের চিত্রটি কালো রং দিয়ে অংকন করেছি। কালো রং দেওয়ার ফলে এই চিত্রটি আরো সুন্দর হয়েছে।


🦒ধাপ-৮🦒

IMG20220327224138.jpg
Device-OPPO-A15
IMG20220327224224.jpg
Device-OPPO-A15


এভাবে আমি গাছের আরো কিছু অংশের ডালগুলো অংকন করেছি। এরপর হরিণের চিত্র অংকন করার জন্য কালো রং দিয়েছি।


🦒ধাপ-৯🦒

IMG20220327224411.jpg
Device-OPPO-A15
IMG20220327224729.jpg
Device-OPPO-A15


আমি ধীরে ধীরে সুন্দরভাবে রং এর সাহায্যে হরিণের সম্পূর্ণ অংশের চিত্র অংকন করেছি। এর ফলে আমার এই পেইন্টিং দেখতে আরো সুন্দর হয়েছে।


🦒ধাপ-১০🦒

IMG20220327225031.jpg
Device-OPPO-A15
IMG20220327225113.jpg
Device-OPPO-A15


এবার আমি নিচের দিকের অংশে ঘাস অংকন করার জন্য হালকা ভাবে কালো রং দিয়েছি। এরপর ছোট ছোট ঘাস অংকন করেছি।


🦒শেষ ধাপ🦒

IMG20220327225222.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার এই পেইন্টিং আরো বেশি সুন্দর করার জন্য ও হরিণের পেইন্টিং দেখতে সুন্দর করার জন্য সাদা রং দিয়ে হরিণের পিঠের অংশে হালকা ভাবে অংকন করেছি। এর ফলে এই পেইন্টিং আরো সুন্দর হয়েছে। এভাবেই আমি আমার এই পেইন্টিং সম্পন্ন করেছি।


🦒উপস্থাপনা:🦒

IMG_20220330_123709.jpg
Device-OPPO-A15
IMG_20220330_123821.jpg
Device-OPPO-A15


গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিং যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার অনেক ভালো লাগবে। আমি আমার দক্ষতায় চেষ্টা করেছি এই সুন্দর একটি পেইন্টিং তৈরি করে সকলের মাঝে উপহার দেওয়ার জন্য। আশা করছি আমার এই পেইন্টিং সকলের কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিংটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার পেইন্টিং গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে ।পেইন্টিং করার ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।।
শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি পেইন্টিং অঙ্কন করেছেন। গাছের নিচে একটি হরিণ দাঁড়িয়ে আছে এই পেইন্টিংটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক মনমুগ্ধকর পেইন্টিং অঙ্কন করেছেন। আপনি অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু। খুব সুন্দর লেগেছে দৃশ্য। প্রত্যেকটা ধাপ নিখুঁতভাবে তৈরি করে ও সুন্দর বর্ণনা করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার তৈরীকৃত এই আর্ট টি অনেক সুন্দর হয়েছে আপু হরিণটি আর গাছটিকে বেশ দারুন লাগছে দেখতে। আপনার দক্ষতা আপনার এই আর্ট এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর আর্ট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি পরবর্তীতে এমন সুন্দর আর্ট আমরা দেখতে পাব।

 2 years ago 

গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে আপু। আপনি খুব সুন্দর করে দক্ষতার সাথে চিত্র অঙ্কন করেন ।যেটা আমাদেরকে মুগ্ধ করে সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার অঙ্কিত হরিণটি রাজকীয় হরিণ মনে হচ্ছে।বিশেষ করে এর পিঠের উপর সাদা ফোটাগুলো দেখতে অনেক ভালো লাগছে। আপনার পেইন্টিং সব সময় অসাধারণ হয়ে থাকে। আপনার সাফল্য কামনা করছি।

 2 years ago 

গাছের নিচে দাঁড়িয়ে থাকা হরিণের পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। পোস্টার রং দিয়ে চিত্রটি আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে হরিণটি অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার আর্টগুলো ভীষণ সুন্দর হয়।আজকের গাছের নিচে দাড়িয়ে থাকা হরিনের চিএটা বেশ সুন্দর হয়েছে।কালার করাতে আরো বেশি ভালো লাগছে।আপু আপনার উপস্থাপন বেশ ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রকৃতির ওই নৈসর্গিক রূপ দেখতে কার না ভালো লাগে। আরও যদি হয় সেটা পেইন্টিং এর মাধ্যমে তাহলে তো সোনায় সোহাগা। সত্যিই আপু অনবদ্য ছিল আপনার এই কাজটি আমি মুগ্ধ হয়ে গেছি। শুভেচ্ছা রইল আপু আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52752.07
ETH 2324.76
USDT 1.00
SBD 2.12