DIY-এসো নিজে করি:❤️দীপাবলির শুভেচ্ছা কার্ড||[১০% আমার প্রিয় লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ের সকলকে জানাচ্ছি দীপাবলীর শুভেচ্ছা। আজ আমি দীপাবলি উপলক্ষে একটি সুন্দর "দীপাবলির শুভেচ্ছা কার্ড" তৈরি করার চেষ্টা করেছি। আমি রঙিন কাগজ দিয়ে দীপাবলীর শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। আশা করি আমার তৈরি "দীপাবলীর শুভেচ্ছা কার্ড" আপনাদের ভালো লাগবে।



❤️"দীপাবলির শুভেচ্ছা কার্ড" তৈরি:❤️

IMG20211104183230.jpg
Device-OPPO-A15



আজ আমি রঙিন কাগজ দিয়ে এবং রঙিন কলম দিয়ে সুন্দর একটি "দীপাবলির শুভেচ্ছা কার্ড" তৈরি করার চেষ্টা করেছি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাতে আমি এই সুন্দর কার্ড তৈরি করেছি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।



এই "দীপাবলির শুভেচ্ছা কার্ড" তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. রঙিন কাগজ
২. সাদা কাগজ
৩. রঙিন কলম
৪. পেন্সিল
৫. রাবার
৬. আঠা
৭. কাঁচি

IMG20211104171829.jpg
Device-OPPO-A15



❤️"দীপাবলির শুভেচ্ছা কার্ড" তৈরীর ধাপসমূহ:❤️



❤️ধাপ-১❤️

IMG20211104171927.jpg
Device-OPPO-A15
IMG20211104172024.jpg
Device-OPPO-A15



প্রথমে একটি সাদা কাগজ নিয়েছি। এরপর সাদা কাগজ ভাঁজ করেছি মাঝামাঝি অংশে।



❤️ধাপ-২❤️

IMG20211104172202.jpg
Device-OPPO-A15
IMG20211104172233.jpg
Device-OPPO-A15



এবার আমি শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে লাভ আকৃতি করে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।



❤️ধাপ-৩❤️

IMG20211104172403.jpg
Device-OPPO-A15
IMG20211104172523.jpg
Device-OPPO-A15



কাঁচি দিয়ে কাটা হয়ে গেলে ভাঁজ খুলেছি এবং লাভ তৈরি হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে।



❤️ধাপ-৪❤️

IMG20211104172652.jpg
Device-OPPO-A15
IMG20211104172715.jpg
Device-OPPO-A15
IMG20211104172813.jpg
Device-OPPO-A15



"দীপাবলির শুভেচ্ছা কার্ড" এর মাঝের অংশের প্রদীপ তৈরি করার জন্য প্রথমে আমি একটি লাল কাগজ নিয়েছি। এবার লাল কাগজের উপর একটি গ্লাস বসিয়েছি এবং গোল আকৃতি অনুযায়ী পেন্সিল দিয়ে দাগ দিয়েছি।



❤️ধাপ-৫❤️

IMG20211104172856.jpg
Device-OPPO-A15
IMG20211104173336.jpg
Device-OPPO-A15



এবার আকৃতি অনুযায়ী এবং পেন্সিলের দাগ অনুযায়ী গোল করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।



❤️ধাপ-৬❤️

IMG20211104173431.jpg
Device-OPPO-A15
IMG20211104173746.jpg
Device-OPPO-A15



এবার আমি লাল কাগজের টুকরোর মাঝামাঝি অংশে ভাঁজ করেছি। সেই ভাঁজ অনুযায়ী কাঁচি দিয়ে কেটেছি।



❤️ধাপ-৭❤️

IMG20211104173936.jpg
Device-OPPO-A15
IMG20211104174142.jpg
Device-OPPO-A15



এভাবে সবগুলো কাগজ কেটেছি। এরপর কাটা কাগজটির মাঝের অংশে পুনরায় ভাঁজ করেছি।



❤️ধাপ-৮❤️

IMG20211104174455.jpg
Device-OPPO-A15
IMG20211104174534.jpg
Device-OPPO-A15
IMG20211104174542.jpg
Device-OPPO-A15



এবার ভাঁজ করা কাগজগুলো আঠার সাহায্যে একটি লাল কাগজের উপরে অন্য একটি লাল কাগজের অংশ লাগিয়েছি।



❤️ধাপ-৯❤️

IMG20211104174902.jpg
Device-OPPO-A15
IMG20211104175039.jpg
Device-OPPO-A15



এভাবে সবগুলো টুকরো একসাথে লাগিয়ে নিয়েছি। এটি প্রদীপ তৈরিতে ব্যবহার করার জন্য প্রস্তুত করেছি।



❤️ধাপ-১০❤️

IMG20211104175411.jpg
Device-OPPO-A15
IMG20211104175455.jpg
Device-OPPO-A15



এবার প্রদীপের জন্য প্রস্তুত করে রাখা অংশটি সাদা কাগজের মাঝের অংশে ভালোভাবে বসিয়েছি। এখানে আমি প্রদীপের অংশটি সাদা কাগজের উপর লাগানোর জন্য আঠা ব্যবহার করেছি।



❤️ধাপ-১১❤️

IMG20211104175530.jpg
Device-OPPO-A15
IMG20211104175607.jpg
Device-OPPO-A15



প্রদীপে জ্বলন্ত আগুনের শিখা তৈরি করার জন্য আমি এবার হলুদ কাগজ কেটে নিয়েছি। হলুদ কাগজ কেটে আগুনের শিখা তৈরি করার চেষ্টা করেছি।



❤️ধাপ-১২❤️

IMG20211104175718.jpg
Device-OPPO-A15
IMG20211104175807.jpg
Device-OPPO-A15



কাটা হয়ে গেলে প্রদীপ এর উপরের অংশে হলুদ কাগজের তৈরি আগুনের শিখা আঠার সাহায্যে লাগিয়েছি।



❤️ধাপ-১৩❤️

IMG20211104180705.jpg
Device-OPPO-A15
IMG20211104181116.jpg
Device-OPPO-A15



দীপাবলির শুভেচ্ছা কার্ডটি সুন্দর করে তোলার জন্য এবার সাদা অংশের চারপাশে রঙিন কলম দিয়ে দাগিয়ে নিয়েছি।



❤️ধাপ-১৪❤️

IMG20211104181328.jpg
Device-OPPO-A15
IMG20211104182504.jpg
Device-OPPO-A15



এবার শুভেচ্ছা কার্ড এর মাঝের অংশে শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছি। এরপর অন্যান্য কিছু অংশে রঙিন কলম দিয়ে অংকন করেছি।



❤️ধাপ-১৫❤️

IMG20211104182717.jpg
Device-OPPO-A15
IMG20211104182748.jpg
Device-OPPO-A15



এবার দীপাবলির শুভেচ্ছা কার্ড এর বাহিরের অংশ সুন্দর করে তোলার জন্য আমি একটি হলুদ কাগজ নিয়েছি। এরপর হলুদ কাগজটি লাভ আকৃতির করে কেটে নিয়েছি।



❤️ শেষ ধাপ❤️

IMG20211104182816.jpg
Device-OPPO-A15
IMG20211104183153.jpg
Device-OPPO-A15



এবার কাগজটি আঠা দিয়ে লাগিয়েছি এবং বাহিরের অংশ সুন্দর করে তোলার জন্য আমি রঙিন কলম দিয়ে অংকন করেছি। এভাবে আমি "দীপাবলীর শুভেচ্ছা কার্ড" তৈরি করেছি।



❤️উপস্থাপনা:❤️

IMG20211104183227.jpg
Device-OPPO-A15
IMG20211104183508.jpg
Device-OPPO-A15



আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাতে আমি এই সুন্দর "দীপাবলীর শুভেচ্ছা কার্ড" তৈরি করেছি। আমি খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে সুন্দর দীপাবলির শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। আপনারা চাইলে খুব সহজেই দীপাবলির শুভেচ্ছা কার্ডটি তৈরি করতে পারেন। সব শেষে আবারও সকলকে জানাচ্ছি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।



❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 3 years ago 

আপু আপনার দীপাবলির কার্ডটি খুব বেশি সুন্দর হয়েছে। আসলেই আপনি খুব কম সময়ে আর সহজ পদ্ধতিতে দীপাবলির কার্ডটি তৈরি করেছেন। আপনি যে প্রদীপ বানিয়েছেন সেটাই বেশি সুন্দর লেগেছে আপু আমার কাছে।

 3 years ago 

বাহ! সুন্দর হয়েছে তো আপু দীপাবলির কার্ডটি। ভিতরে প্রদীপটি রঙিন কাগজের অনেকটা বাস্তব মনে হচ্ছে দেখে। আমার কাছে ভালো লেগেছে আপু। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে দীপাবলীর কার্ডটি তৈরি করেছেন। আমার কাছে আপনার কাছে অনেক ভালো লেগেছে প্রদীপটি খুব সুন্দর করে বানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু অনেকটা পরিশ্রম করে কার্ড টি বানিয়েছেন।ধাপ দেখেই বোঝা যাচ্ছে।আর সুন্দর ব্যাপার হলো আপনি প্রতিটা ধাপ গুছিয়ে উপস্থাপন করেছেন যা সত্যি প্রশংসার দাবিদার।শুভ কামনা রইল।

 3 years ago 

শুভ দীপাবলি দিদি ❤️🥰। দীপাবলির আলোয় আমাদের মনের সব অন্ধকার দূর হয়ে যাক। অনেক সুন্দর হয়েছে দিদি কার্ড টি। প্রদীপ টি বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক ভালো থাকবেন দিদি ❤️❤️

 3 years ago 

দীপাবলির শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন দারুন হয়েছে আপু,আপনি অনেক সুন্দর করে তৈরী করেছেন সাথে সুন্দর উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক সুন্দর দীপাবলির শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আসলে অনেক নিখুঁতভাবে কাজটি করেছেন। এত সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার দিপাবলির শুভেচ্ছা কার্ড অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে আপনি খুব নিঁখুত ভাবেই কার্ডটি বানিয়েছেন। আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

আপু আপনার এই ডাই প্রজেক্টটি জাস্ট অসাধারণ হয়েছে প্রত্যেকটা স্টেপে নিখুঁতভাবে কাজ করেছেন আপনার জন্য শুভকামনা রইল ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55117.74
ETH 2310.18
USDT 1.00
SBD 2.31