Diy-পুরনো বোতল ও চাল দিয়ে ফুলদানি তৈরি🏺||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। নতুন নতুন আইডিয়া থেকে নতুন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। তাই আজ আমি পুরনো একটি বোতল দিয়ে সুন্দর একটি ফুলদানি তৈরি করেছি।পুরনো বোতল ও চাল দিয়ে সুন্দর একটি ফুলদানি তৈরি করে আমাদের আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার তৈরি করা ফুলদানি আপনাদের কাছে ভালো লাগবে।


পুরনো বোতল ও চাল দিয়ে ফুলদানি তৈরি:

IMG20220216132227.jpg
Device-OPPO-A15
IMG20220216132341.jpg
Device-OPPO-A15


পুরনো বোতল ও চাল দিয়ে আমি একটি সুন্দর ফুলদানি তৈরি করেছি। যদিও এই ফুলদানিটি তৈরি করা খুব কঠিন কাজ ছিল। আমি অনেক সময় নিয়ে এই সুন্দর ফুলদানি তৈরি করতে সফল হয়েছি। আমি জানিনা আমার তৈরি করা ফুলদানি আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমি অনেকটা সময় নিয়ে ও পরিশ্রম করে একটি পুরনো বোতল নতুন রূপে সাজিয়েছি। পুরনো বোতলটি নতুনরূপে সাজানোর জন্য আমি অনেকটা সময় পরিশ্রম করেছি। আশা করছি আমার নতুন আইডিয়া আপনাদের কাছে ভালো লেগেছে।


প্রয়োজনীয় উপকরণ:

১. প্লাস্টিকের পুরনো বোতল
২. চাল
৩. রং
৪. তুলি

IMG20220216122922.jpg
Device-OPPO-A15
IMG20220216122932.jpg
Device-OPPO-A15
IMG20220216124143.jpg
Device-OPPO-A15


পুরনো বোতল ও চাল দিয়ে ফুলদানি তৈরির ধাপসমূহ:


🏺ধাপ-১🏺

IMG20220216123235.jpg
Device-OPPO-A15
IMG20220216123244.jpg
Device-OPPO-A15

পুরনো বোতল নতুন করে সাজাতে ও সুন্দর একটি ফুলদানি তৈরি করতে প্রথমে আমি বোতলটিতে লাল রং দিয়েছি।


🏺ধাপ-২🏺

IMG20220216124129.jpg
Device-OPPO-A15
IMG20220216124603.jpg
Device-OPPO-A15


আমি সুন্দর ভাবে সম্পূর্ণ বোতলটিতে লাল রং দেওয়ার পর চাল নিয়েছি। এবার আমি সুন্দরভাবে রং এর উপর চালগুলো বসিয়ে দিয়েছি।


🏺ধাপ-৩🏺

IMG20220216124739.jpg
Device-OPPO-A15
IMG20220216125112.jpg
Device-OPPO-A15


আমি অনেক সাবধানতার সাথে এবং ধীরে ধীরে রঙের ওপর চালগুলো বসিয়ে একটি সুন্দর ফুলদানি তৈরি করার চেষ্টা করেছি।


🏺ধাপ-৪🏺

IMG20220216125509.jpg
Device-OPPO-A15
IMG20220216125635.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার তৈরি করা ফুলদানিটিকে আরও বেশি সুন্দর করার জন্য সাদা রঙের ব্যবহার করেছি। চাল গুলোর উপর সাদা রং দিয়েছি।


🏺ধাপ-৫🏺

IMG20220216125856.jpg
Device-OPPO-A15
IMG20220216125945.jpg
Device-OPPO-A15


এবার এটি দেখতে অনেক সুন্দর করার জন্য নীল রং দিয়েছি। নীল রং দেওয়ার ফলে ফুলদানি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।


🏺ধাপ-৬🏺

IMG20220216130134.jpg
Device-OPPO-A15
IMG20220216130307.jpg
Device-OPPO-A15


আমার তৈরি করা এই ফুলদানিটি আরো বেশি সুন্দর করার জন্য এবার হলুদ রং দিয়েছি। হলুদ রং দেওয়ার ফলে ফুলদানি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।


🏺ধাপ-৭🏺

IMG20220216130526.jpg
Device-OPPO-A15
IMG20220216130642.jpg
Device-OPPO-A15

এবার আমি কিছু অংশে নীল রঙের ব্যবহার করে আমার তৈরি করা ফুলদানি আরো বেশি সুন্দর করেছি। বিভিন্ন অংশে সুন্দর করার জন্য নীল রঙের ব্যবহার করেছি।


🏺ধাপ-৮🏺

IMG20220216131126.jpg
Device-OPPO-A15
IMG20220216131338.jpg
Device-OPPO-A15


এবার আমার তৈরি করা এই ফুলদানিটি দেখতে অনেক সুন্দর করার জন্য হলুদ রং ও নীল রং বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি।


🏺শেষ ধাপ🏺

IMG20220216131701.jpg
Device-OPPO-A15
IMG20220216132254.jpg
Device-OPPO-A15
IMG20220216132223.jpg
Device-OPPO-A15


এভাবে আমি আরো বিভিন্ন অংশে কাজগুলো করার মাধ্যমে এই সুন্দর একটি ফুলদানি তৈরি করেছি। এভাবেই আমি ফুলদানি তৈরির কাজ সম্পূর্ণরূপে শেষ করেছি।


🏺উপস্থাপনা:🏺

IMG20220216132358.jpg
Device-OPPO-A15
IMG20220216132345.jpg
Device-OPPO-A15


পুরনো বোতল ও চাল দিয়ে তৈরি ফুলদানিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে আমি চেষ্টা করেছি সকলের কাছে ভালো লাগার মত একটি ফুলদানি তৈরি করার জন্য। এই ফুলদানিটি তৈরি করতে আমার যে সময় লেগেছে এবং পরিশ্রম হয়েছে তা তখনই সার্থক হবে যখন আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের ভালোলাগার মাঝে মিশে আছে আমার সার্থকতা। আশা করছি আমার তৈরি করা ফুলদানিটি আপনাদের কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি অসাধারণ ভাবে অপ্রয়োজনীয় জিনিসকে প্রয়োজনীয় জিনিসে রুপান্তর করছেন। আমার কাছে আপনার প্রজেক্টটি খুবই ভালো লেগেছে।
তবে ফুলদানি টা সাবধানে রাইখেন মোরগ মুরগি খোঁজ পেলে চালগুলো খেয়ে ফেলবে 🤣🤣

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপু খুব সুন্দর বানিয়েছেন।প্রথমে আমি ছবি দেখে ভাবলাম রং করেছেন।পরে দেখলাম চাল লাগিয়ে বিভিন্ন কালারের রং করেছেন। কালার কম্বিনেশন টা ভালো হয়েছে। আসলেই পুরানো বোতল দিয়ে এভাবে ডিজাইন করে ফুলদানি তৈরি করলে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

পুরনো বোতল ও চাল দিয়ে ফুলদানি তৈরিটি অনেক সুন্দর হয়েছে দেখতেও মাশাল্লাহ অনেক ভালো লাগছে আপনার সৃজনশীলতা দেখে আমি বরাবরই অনেক মুগ্ধ হই ফুলদানি তৈরিতে বিভিন্ন কালার ব্যবহার করেছেন আরও ফুলদানি ফুটে উঠেছে ভালোভাবে ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

পুরনো বোতল ও চাউল দিয়ে অসাধারন একটি ফুলদানি তৈরি করেছেন
আপনার পোস্টটি আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে ।পোস্ট এর ধাপগুলো পর্যাক্রমে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দিদি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি রীতিমতো চমকে গেছি পুরো কাজটি দেখে। আর সত্যি বলতে এরকমভাবে চাউল দিয়ে ডেকোরেশন করা আমি এর আগে কখনো দেখিনি। আমার মনে হয় যে দেখবে তার কাছেই ভালো লাগবে পুরো ব্যাপারটা। আর রংগুলো খুব চমৎকারভাবে ফুটে উঠেছে।

 2 years ago 
আপু মনি আপনি অনেক সুন্দর করে পুরনো বোতল এবং চাল দিয়ে খুবই সুন্দর ফুলদানি তৈরি করেছেন। যা দেখে আমি অভিভূত হয়েছি। মুগ্ধতা ছড়িয়ে দিলাম। ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য♥♥
 2 years ago 

আপনার ক্রিয়েটিভিটি দেখে আমি অবাক হলাম এতো দারুন আইডিয়া কাজটা অসম্ভব ভালো লেগেছে আমার কতো সুন্দর নিখুত ভাবে ধাপে ধাপে সাজিয়েছেন ফুল দানিটা।

এগিয়ে যান আপু শুভ কামনা রইলো।

 2 years ago 

চালের তৈরি যেকোনো ক্রাফট দেখতে খুবই সুন্দর।আর আমার কাছে তো এই রঙিন চাল দিয়ে তৈরি করা যেকোনো ক্রাফটই ভালো লাগে খুব।অসাধারণ হয়েছে আপনার এই চালের তৈরি ফুলদানীটি।

 2 years ago 

চাউল দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি তৈরি করেছে। আমার কাছে খুব সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন রঙের হওয়ায় আরো ভালোভাবে ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল 🤗

 2 years ago 

অসাধারণ একটা আইডিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।খুব ভালো লাগলো। আপনি পুরনো বোতল ও চাল দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন।প্রতিটি ধাপের সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65647.77
ETH 3166.18
USDT 1.00
SBD 2.60