প্রতিযোগিতা-৩৮|চাল দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির আয়োজিত প্রতিযোগিতা মানেই ভিন্ন কিছু। দুই বছর পূর্তি উপলক্ষে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের সকলের প্রিয় @rme দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। কয়েকদিন থেকে আমি অনেক অসুস্থ। তাই ভেবেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পেরে ভীষণ খারাপ লাগছিল। এরপর শেষ পর্যায়ে এসে কষ্ট করে এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছি। চাল দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করে আপনাদের সবার মাঝে উপস্থাপন করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


চাল দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি:

IMG_20230608_112357.jpg
Device-OPPO-A15
IMG_20230607_183712.jpg
Device-OPPO-A15
IMG_20230608_112748.jpg
Device-OPPO-A15
IMG_20230607_193542.jpg
Device-OPPO-A15


অসুস্থতার কারণে সেভাবে কিছু তৈরি করতে পারিনি। তাই বাসায় থাকা বিভিন্ন উপকরণ দিয়ে সুন্দর করে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। বেশিক্ষণ বসে থেকে কোন কাজ করতে পারি না। তাই কিছুক্ষণ সময় বসে একটু একটু করে করেছি। আসলে অসুস্থতার সময় কোন কিছু করতে গেলে ভীষণ কষ্ট হয়ে যায়। জানিনা কবে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাব। কিডনির পাশে প্রচন্ড রকমের ব্যাথায় ভীষণ অস্থিরতায় সময় কাটছে। তবে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির দুই বছর পূর্তি উপলক্ষে যে দারুন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার তীব্র ইচ্ছা থেকেই অনেক কষ্ট করে এই ওয়ালমেট তৈরি করেছি। হয়তো দেখতে খুব একটা ভালো হয়নি। তবে এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে। যাইহোক আমার ক্ষুদ্র প্রচেষ্টায় তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তবে আশা করছি ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. শক্ত কাগজ।
৩. চাল।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পোস্টার রং।
৭. তুলি।
৮. পেন্সিল।
৯. পানি
১০. আঠা।

IMG20230607132949.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230607133348.jpg
Device-OPPO-A15
IMG20230607133433.jpg
Device-OPPO-A15


চাল দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে চাল নিয়েছি। এরপর লাল রং করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230607133728.jpg
Device-OPPO-A15
IMG20230607133920.jpg
Device-OPPO-A15


এবার হলুদ রং দিয়ে চাল হলুদ কালার করে নেওয়ার চেষ্টা করেছি। এরপর নীল রং ব্যবহার করেছি। যাতে করে বিভিন্ন রকমের চাল তৈরি করা যায়।


ধাপ-৩

IMG20230607134950.jpg
Device-OPPO-A15
IMG20230607135358.jpg
Device-OPPO-A15


এবার সবুজ পাতা তৈরি করার জন্য কিছু চাল সবুজ করে নিয়েছি। এভাবে সবগুলো সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি।


ধাপ-৪

IMG20230607141515.jpg
Device-OPPO-A15
IMG20230607142056.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেট তৈরির ফ্রেম তৈরি করার জন্য প্রথমে একটি শক্ত কাগজ সুন্দর করে গোল করে দাগ দিয়ে নিয়েছি। এরপর সাদা কাগজ দাগ দিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে গোল করে কেটে নিয়েছি।


ধাপ-৫

IMG20230607142225.jpg
Device-OPPO-A15
IMG20230607142327.jpg
Device-OPPO-A15


এবার একটি কাগজের উপর আরেকটি কাগজ সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। যাতে করে খুলে না যায়।


ধাপ-৬

IMG20230607142522.jpg
Device-OPPO-A15
IMG20230607152925.jpg
Device-OPPO-A15


এবার একটি গাছ তৈরি করার জন্য সুন্দর করে এঁকে নিয়েছি। এরপর দাগ অনুযায়ী কেটে নিয়েছি। এবার গাছটি সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20230607153059.jpg
Device-OPPO-A15
IMG20230607153340.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রথমে লাল রঙের চাল গুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর ধীরে ধীরে নীল এবং হলুদ রঙের চাল গুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৮

IMG20230607153617.jpg
Device-OPPO-A15
IMG20230607153812.jpg
Device-OPPO-A15


এবার গাছের অংশটি সুন্দর করে কালো রং করেছি। যাতে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়।


ধাপ-৯

IMG20230607153853.jpg
Device-OPPO-A15
IMG20230607154702.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে গাছের পাতাগুলো সবুজ চাল দিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230607155228.jpg
Device-OPPO-A15
IMG20230607155546.jpg
Device-OPPO-A15


এবার আমার বাংলা ব্লগ লেখাটি সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে নিয়েছি এবং লাল রং দিয়ে লেখার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20230607155818.jpg
Device-OPPO-A15
IMG20230607155956.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে ধীরে ধীরে লাল রং দিয়ে লেখাটি সুন্দর করার চেষ্টা করেছি। এরপর চারপাশের অংশে নীল রঙের চাল গুলো দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20230607_185132.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে আঠা দিয়ে চালগুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়। আমার বাংলা ব্লগের সুন্দর এই ওয়ালমেট এভাবেই তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230608_113246.jpg
Device-OPPO-A15
IMG_20230608_101732.jpg
Device-OPPO-A15


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতি ভালোবাসা থেকেই এই সুন্দর ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। অসুস্থতার মাঝেও নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু করার চেষ্টা করেছি। হয়তো খুব একটা ভালো হয়নি। তবুও এর সাথে অনেক অনেক ভালোবাসা মিশে আছে। আশা করছি সবার ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

প্রথমেই অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধাপে ধাপে শেয়ারের মাধ্যমে এটি আমরা শিখতে পারলাম।

 last year 

ভাইয়া আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। চেষ্টা করেছি ভিন্ন কিছু তৈরি করে শেয়ার করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।

 last year 

চাল দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করেছেন। খুবই দুর্দান্ত হয়েছে। আপনার ওয়ালমেট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ওয়ান মিনিট তৈরি করার প্রতিটি দাপ চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ।

 last year 

চাল দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করে শেয়ার করার চেষ্টা করেছি ভাইয়া। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চাল দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়ালমেট দেখে মনে হয়েছে একদম ইউনিক পদ্ধতি ওয়ালমেট তৈরি করা হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করে শেয়ার করার চেষ্টা করেছি ভাইয়া। আমার এই কাজ আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 last year 

সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। চাল ব্যবহার করে আপনি যেভাবে আমার বাংলা ব্লগের ওয়ালমেট তৈরি করেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে।

 last year 

ভিন্ন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই চাল দিয়ে সুন্দর একটি diy তৈরি করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্যের জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

অসাধারণ সুন্দর একটি ডাই প্রোজেক্ট তৈরি করেছেন আপনি। আপনার এই ডাই প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে পোস্টার রং দিয়ে চাল গুলো রং করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে রং করা চালগুলো দিয়ে গাছের সুন্দর সুন্দর পাতা তৈরি করে দেওয়ার বিষয়টি। চমৎকার একটি পোস্ট তৈরি করে ডাই প্রজেক্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ডাই প্রোজেক্ট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

যদি এই কনটেস্টের আয়োজন না হতো তাহলে এভাবে এত সুন্দর কিছু দেখতে পারতাম না। খুব ভালো লেগেছে আপু আপনার সুন্দরভাবে গ্রহণ করার দৃশ্য দেখে। দারুন পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে।

 last year 

প্রতিযোগিতার আয়োজন করেছে বলেই সবাই নতুন কিছু করার চেষ্টা করছে। আমিও চেষ্টা করেছি ভিন্ন কিছু তৈরি করার জন্য। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 last year 

আপনি অসুস্থ থাকার পরও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। দেখে খুব ভালো লাগলো আপু। চাল দিয়ে আমার বাংলা ব্লগের ওয়ালমেটটি জাস্ট অসাধারণ হয়েছে। আপনার আইডিয়াটা দুর্দান্ত লেগেছে আমার কাছে। প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার খুবই ভালো লাগে। তাই অসুস্থতার মাঝেও এই ডাই প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

প্রথমত আপনার সুস্থতা কামনা করছি আপু, আশা করি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি যেমন সুন্দর একটা ডাই তৈরি করেছেন তেমনি আমাদের বৌদিকেও দেখলাম এরকম করেই একটা ডাই তৈরি করলো। আপনার ডাই টা দেখতে সত্যিই অসাধারণ হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

বৌদির পোস্ট দেখে ভালো লাগলো। বৌদির দক্ষতার প্রশংসা করতেই হয়। আমিও ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু করার চেষ্টা করেছি দাদা। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

চাল দিয়ে তৈরি ওয়ালমেটটি ,সত্যিই অসাধারণ লাগছে আপু। বিভিন্ন কালারের হওয়ায় ওয়ালমেট টি দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। আপনারা আজকের উপস্থাপনা অসাধারণ ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 87260.43
ETH 3288.09
USDT 1.00
SBD 2.95