Diy-বাঁশ বাগানের পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু পেইন্টিং করার চেষ্টা করি। হঠাৎ করে মাথায় এল বাঁশ বাগানের পেইন্টিং করার কথা। আসলে নতুন নতুন পেইন্টিং এর চিন্তা মাথায় আনতে গেলে নতুন কিছু করার চেষ্টা করতে হয়। তাইতো এই বাঁশ বাগানের পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


বাঁশ বাগানের পেইন্টিং:

IMG_20230202_155306.jpg
Device-OPPO-A15


অবসর সময় পেলেই রং তুলি দিয়ে পেইন্টিং করতে ভালো লাগে। যখন রং তুলির ছোঁয়ায় নতুন কিছু ফুটিয়ে তোলা হয় তখন দেখতে যেমন ভাল লাগে তেমনি সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। হয়তো এই পেইন্টিং মনের মত হয়নি তবে। চেষ্টা করেছিলাম ভিন্ন কিছু করার জন্য। আসলে মাঝে মাঝে হয়তো মনের কল্পনায় এসে ভিড় করা চিত্রগুলো ফুটিয়ে তোলা সম্ভব হয় না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করেছি নতুন কিছু করার জন্য। জানিনা আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই পেইন্টিং করতে অনেক সময় লেগেছে। আর সময় অনুযায়ী খুব একটা ভালোভাবে পেইন্টিং করতে পারিনি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণের ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230202145811.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230202150151.jpg
Device-OPPO-A15
IMG20230202150424.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে পেন্সিল দিয়ে সুন্দরভাবে এঁকে নিয়েছি। যাতে করে এই পেইন্টিং করতে সুবিধা হয়।


ধাপ-২

IMG20230202150805.jpg
Device-OPPO-A15
IMG20230202150813.jpg
Device-OPPO-A15


এবার হলুদ রঙের ব্যবহার করেছি। যাতে আমার করা এই পেইন্টিং দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়।


ধাপ-৩

IMG20230202150950.jpg
Device-OPPO-A15
IMG20230202151323.jpg
Device-OPPO-A15


এবার সবুজ রং দিয়ে বাঁশ গাছের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যদিও এই প্রথমবার আমি বাঁশ গাছের চিত্র অঙ্কনের চেষ্টা করেছি। তাই খুব একটা ভালো হয়নি।


ধাপ-৪

IMG20230202151602.jpg
Device-OPPO-A15
IMG20230202151635.jpg
Device-OPPO-A15


বাঁশ গাছের চিত্রগুলো সুন্দর করে অঙ্কন করা হয়ে গেলে আরো কিছু অংশ অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230202151751.jpg
Device-OPPO-A15
IMG20230202152146.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে কিছু পাতা অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। হয়তো খুব একটা ভালো হয়নি।


ধাপ-৬

IMG20230202152347.jpg
Device-OPPO-A15
IMG20230202152503.jpg
Device-OPPO-A15


বাঁশ গাছের পেইন্টিং আরও বেশি ফুটিয়ে তোলার জন্য ছোট ছোট পাতা তৈরি করার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20230202152520.jpg
Device-OPPO-A15
IMG20230202152538.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সবুজ রঙের ব্যবহার করেছি এবং নিচের দিকের অংশ সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230202152616.jpg
Device-OPPO-A15
IMG20230202152836.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে ছোট ছোট ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি। সবুজ ঘাসগুলো সবুজ রঙের ব্যবহারে সুন্দর করে তোলার চেষ্টা করেছি। সবুজ ঘাস দেখতে ভালো লাগে। তাই বেশ কিছু সবুজ ঘাস অঙ্কনের চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230202153133.jpg
Device-OPPO-A15
IMG20230202153248.jpg
Device-OPPO-A15


এবার উড়ন্ত কয়েকটি পাখির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার জন্য পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এরপর কালো রঙের ব্যবহার করে পাখিগুলোকে অঙ্কন করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230202153327.jpg
Device-OPPO-A15
IMG_20230203_111525.jpg
Device-OPPO-A15


পাখি গুলো সুন্দর করে অঙ্কন করে নিয়েছি এবং এই পেইন্টিংটি আরও বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি। এবার অন্যান্য কিছু অংশের কাজ করে এই পেইন্টিং শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20230202_155711.jpg
Device-OPPO-A15


নিজের ভালোলাগা থেকে পেইন্টিং করার চেষ্টা করি। মাঝে মাঝে আমার পেইন্টিং নিজের কাছেই ভালো লাগে। আবার মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। তবুও আপনাদের মাঝে শেয়ার করলাম। মাঝে মাঝেই পেইন্টিং করতে গেলে যখন এলোমেলো হয়ে যায় তখন সত্যি অনেক খারাপ লাগে😔😔। ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

বাহ্!বাঁশ বাগানের খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমারও পেইন্টিং করতে ভীষণ ভালো লাগে। যাই হোক আপনার আকাঁ পেইন্টিং টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

বাঁশ বাগানের এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। এই পেইন্টিং করতে ঝামেলা হয়েছিল বারবার। মনে হচ্ছিল এলোমেলো হয়ে যাচ্ছে। যাইহোক আপনাদের মন্তব্যে উৎসাহ পেলাম ভাইয়া।

 last year 

যেকোনো ধরনের পেইন্টিং গুলো সত্যি মন কেড়ে নেয়। কারণ রং তুলির ছোঁয়ায় যে কোন অসুন্দর জিনিসকেও সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। আর ঠিক তেমনি আপনি খুব সুন্দর করে বাঁশ বাগানের একটি দৃশ্য পেইন্টিং এর সাহায্যে আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিনিয়তই আপনি আমাদের মাঝে ভিন্ন কিছু আর্ট নিয়ে আসেন দেখে বেশ ভালই লাগে।

 last year 

পেইন্টিং দেখতে ভালো লাগে। সত্যিই মন কেড়ে নেয়। কিন্তু আমি খুব একটা ভালো পেইন্টিং করতে পারিনি। যদিও এর আগে কখনোই এই ধরনের পেইন্টিং করিনি। তবে প্রথমবার করতে গিয়ে বেশ ঝামেলায় পরতে হয়েছিল।

 last year 

তবে যেমন কষ্ট করেছেন তেমন ভালোই ফুটিয়ে তুলতে পেরেছেন। ধন্যবাদ যথাযথ একটি ফিডব্যাক দেওয়ার জন্য।

 last year 

বাঁশ বাগানের খুবই চমৎকার একটা পেইন্টিং তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ছবিটিতে যদি একটা চাঁদ অংকন করে দিতেন তাহলে চিত্রটি দেখতে আরো সুন্দর লাগতো।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি বাঁশ বাগানের সুন্দর একটি পেইন্টিং করার জন্য। চাঁদ দিতে চেয়েছিলাম। যাইহোক অবশেষে দেওয়া হয়নি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

মানুষের কল্পনা শক্তি অনেক প্রখর যদিও সব সময় কল্পনাশক থেকে কাজে লাগিয়ে সেই রকম সুন্দর অঙ্কন করা হয়ে ওঠে না তবে প্রতিনিয়ত এরকম কল্পনা শক্তি কাজে লাগালে একটা সময় হয়তোবা আরো সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের মাঝে তুলে ধরতে পারবেন বলে আমার মনে হয়। বাঁশ বাগানের এই পেইন্টিংটি দেখতে সত্যিই অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। সুন্দর এই পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

মনের কল্পনা শক্তি থেকেই নতুন কিছু আর্ট করার চিন্তা আসে। আমিও মনের কল্পনা শক্তি কাজে লাগিয়ে ক্ষুদ্র প্রচেষ্টায় এই পেইন্টিং করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

দেখতে খুব সুন্দর হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না আপু। তবে বাঁশ বাগানের মাথার উপর একটা চাঁদ দিলে মনে হয় ভালো লাগতো। হা হা হা..

 last year 

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ আজকে ওঠেনি ভাইয়া। তাই তো দেওয়া হয়নি। যাইহোক অন্য কোনদিন চাঁদ অঙ্কন করে দেবো। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

বাঁশ বাগানের পেইন্টিং তো দেখতে অরজিনাল মনে হচ্ছে আপু। আপনার পেইন্টিং সব সময়ই ভালো লাগে। সব সময়ই ইউনিক আইডিয়া শেয়ার করেন। আপনার উপস্থাপনা দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 last year 

আমার করা বাঁশ বাগানের পেইন্টিং আপনার কাছে অরজিনাল মনে হচ্ছে জেনে ভালো লাগলো। আমার পেইন্টিং করা বাঁশ বাগান ভালো লেগেছে এবং সুন্দর করে মন্তব্য প্রকাশ করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনি অনেক সুন্দর করে একটি বাঁশ বাগানের পেইন্টিংকরেছেন। আপনার পেইন্টিং আমার কাছে অনেক ভালো লাগছে।আপনি অনেক নিখুঁতভাবে বাঁশ বাগানের পেইন্টিং করেছেন। দেখে মনে এটা কোন প্রফেশনাল পেইন্টার এর আর্ট। আশা করছি সামনে থেকে এমন আরও অনেক সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দরভাবে বাঁশ বাগানের পেইন্টিং করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে এবং সুন্দর করে মতামত প্রকাশ করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। যদিও আমরা কেউ প্রফেশনাল পেইন্টার নই তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় করার চেষ্টা করেছি।

 last year 

আপনার আর্ট করা বাঁশ বাগানের দৃশ্যটি খুবই সুন্দর হয়েছে আপু। সত্যিই আপনি প্রশংসার যোগ্য আপু। আর প্রত্যেকটা ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটা ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপু আমি চেষ্টা করেছি বাঁশ বাগানের সুন্দর এই দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য। জানিনা কতটুকু ভালো হয়েছে। তবে আমার কাছে কেন জানি এলোমেলো হয়েছে। যাই হোক আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো আপু।

 last year 

আপু আপনার বাঁশ বাগানের পেইন্টিং টা দারুন হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমার করা বাঁশ বাগানের পেইন্টিং আপনার কাছে দারুন লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। আমি চেষ্টা করেছি প্রতিটি ধাপ তুলে ধরার জন্য। যাতে করে আপনাদের কাছে ভালো লাগে। আপনাকে ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last year 

জল রং দিয়ে আঁকা পেইন্টিং গুলো দেখে সত্যি খুব ভালো লাগে। আসলে আমিও মাঝে মাঝে
জল রং দিয়ে পেইন্টিং করে থাকি। আজকে আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকারভাবে জল রং ব্যবহার করে বাঁশ বাগানের পেইন্টিং তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার পেইন্টিং করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। এত চমৎকার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

জল রং দিয়ে পেইন্টিং করতে সত্যি অনেক ভালো লাগে। যদিও মাঝে মাঝেই রং দিয়ে পেইন্টিং করার চেষ্টা করি। তবে সবগুলো প্রায় একই ধরনের হয় আর কি। আপনিও দারুন পেইন্টিং করেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60209.45
ETH 3212.30
USDT 1.00
SBD 2.43