DIY- সুন্দর একটি কার্ড তৈরি||

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। বিশেষ দিন উপলক্ষে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে সবাইকে শুভেচ্ছা জানাতে অনেক ভালো লাগে। তাই আমি সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য একটি সুন্দর কার্ড তৈরি করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


সুন্দর একটি কার্ড তৈরি:

IMG_20241225_175137.jpg
Device-OPPO-A15


উৎসবের আনন্দ যখন চারপাশে ছড়িয়ে পড়ে তখন অন্য রকমের অনুভূতি তৈরি হয়। ক্রিসমাস ডে উপলক্ষে চারপাশে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আর এই উৎসবের আমেজ আরো বেশি বাড়িয়ে তুলতে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে নকশা করে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে খুবই ভালো লেগেছে। বিশেষ দিন উপলক্ষে কার্ড তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই যখন সময় পাই তখনই নতুন কিছু করার চেষ্টা করি ।আর ক্রিসমাস ডের শুভেচ্ছা জানানোর জন্যই সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কার্ড তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20241224080343.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241224080517.jpg
Device-OPPO-A15
IMG20241224080558.jpg
Device-OPPO-A15


এই শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। এরপর লাল রঙের কাগজ কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20241224080617.jpg
Device-OPPO-A15
IMG20241224080805.jpg
Device-OPPO-A15


লাল রঙের কাগজ মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর নকশা করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20241224080845.jpg
Device-OPPO-A15
IMG20241224080936.jpg
Device-OPPO-A15


কাগজ কেটে নকশা করে নেওয়া হয়ে গেলে এবার সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৪

IMG_20241225_175217.jpg
Device-OPPO-A15
IMG_20241225_175249.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের উপর সুন্দর করে লিখে নিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG_20241225_175322.jpg
Device-OPPO-A15
IMG_20241225_175357.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের উপরের অংশের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20241224081844.jpg
Device-OPPO-A15
IMG20241224081907.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের এক পাশে ক্রিসমাস বেল তৈরি করার জন্য প্রথমে কাগজ সুন্দর করে কেটে নিয়েছি।


ধাপ-৭

IMG20241224082032.jpg
Device-OPPO-A15
IMG20241224082200.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে ডেকোরেশন করেছি আর কার্ডের সৌন্দর্য বাড়িয়ে তোলার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20241224082314.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার জন্য সুন্দর করে সাজিয়ে তুলেছি আর ডেকোরেশন করে নিয়েছি।


উপস্থাপনা:

IMG_20241225_175534.jpg
Device-OPPO-A15


ক্রিসমাস ডে উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করতে অনেক ভালো লেগেছে। আর উৎসবমুখর এই পরিবেশে এই কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে অনেক বেশি ভালো লেগেছে। চারপাশে যেমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তেমনি সবাইকে শুভেচ্ছা জানানোর জন্যই সুন্দর একটি কার্ড তৈরি করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 months ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করে, সবাইকে ক্রিসমাস ডের শুভেচ্ছা জানানোর ব্যাপারটা আমার কাছে অনেক দারুন লেগেছে আপু। অসম্ভব সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড। রঙিন কাগজের কালার অনেক সুন্দর ছিল। যার কারণে এটা দেখতে আরো ভালো লাগছে।

 8 months ago 

বিভিন্ন রকমের কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড তৈরি করেছি। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো আপু।

 8 months ago 

ক্রিসমাস উপলক্ষ্যে অসাধারণ একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে। যেটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আপনি এই কার্ডটি দিয়ে কাউকে শুভেচ্ছা বার্তা জানাতে পারবেন। অনেক সুন্দর লাগলো আপনার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড।

 8 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করার। শুভেচ্ছা কার্ড আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।

 8 months ago 

ক্রিসমাস উপলক্ষ্যে অসাধারণ একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে সবাইকে শুভেচ্ছা পাঠিয়েছেন অনেক ভালো লাগলো বিষয়টা আপু। শুভেচ্ছা কার্ড তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। সুন্দর এই শুভেচ্ছা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

আপু আমি সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এত সুন্দর করে মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 8 months ago 

ক্রিসমাস ডে উপলক্ষে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন।আপনাকেও জানাই ক্রিসমাস ডের শুভেচ্ছা আপু।কম সময়ে দারুণ ও সময় উপযোগী একটি কার্ড তৈরি করে ফেললেন,যেটা দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

বিশেষ দিন উপলক্ষে সুন্দর কোন কিছু করতে অনেক ভালো লাগে। তাই এই সুন্দর কার্ড তৈরি করেছি। কম সময়ে দারুন একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি আপু।

 8 months ago 

আপনাকেও জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা কার্ড ভীষণ সুন্দর হয়েছে আপু। ক্রিসমাস ডে উপলক্ষে দারুন একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। এই ধরনের শুভেচ্ছা কার্ডগুলো কাউকে দিলে সে ভীষণ খুশি হয়। খুব যত্ন করে জিনিসটি তৈরি করেছেন দেখে আরো বেশি ভালো লাগছে। তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 8 months ago 

কার্ড তৈরি করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন নতুন কার্ড তৈরি করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 8 months ago 

আপু আপনাকে ও জানাচ্ছি ক্রিসমাস ডের শুভেচ্ছা। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্রিসমাস ডে উপলক্ষে একটি কার্ড তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা কার্ড টি অনেক বেশি সুন্দর হয়েছে আপু। আজকের দিনটা সকলের অনেক ভালো কাটুক। এমনটাই প্রত্যাশা করছি।

 8 months ago 

মাঝে মাঝে নতুন নতুন কার্ড তৈরি করতে ইচ্ছে করে। তাই বিশেষ দিন উপলক্ষে কার্ড তৈরি করার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

IMG_20241225_071840.jpg
IMG_20241225_071856.jpg
IMG_20241225_071905.jpg
IMG_20241225_071830.jpg

 8 months ago 

খুব সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করার মাধ্যমে সবাইকে ক্রিসমাস ডে এর শুভেচ্ছা জানিয়েছেন। আপনার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড দেখে ভালো লাগলো। পুঁথি গুলো দেওয়ার কারণে অনেক চমৎকার লাগছে দেখতে। আপনি তো অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য।

 8 months ago 

শুভেচ্ছা কার্ড তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আর সুন্দর করে কার্ডের ডেকোরেশন করেছি আপু। পুঁথি গুলো দিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করেছি।

 8 months ago 

ক্রিসমাস ডের শুভেচ্ছা| কার্ডটি খুবই সুন্দর হয়েছে আপু।আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি শুভেচ্ছা কার্ড তৈরি করলেন। আর আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 8 months ago 

বিশেষ দিন উপলক্ষে বিশেষ কিছু করার চেষ্টা করেছি আপু। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110448.16
ETH 4414.59
USDT 1.00
SBD 0.83