Diy-সমুদ্র ও ডলফিন মাছের পেইন্টিং🐬||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে অনেক ভালো লাগে আমার। আমি সময় পেলেই পেইন্টিং করার চেষ্টা করি। আজ আমি পোস্টার রং দিয়ে বিশাল এক সমুদ্র এবং সমুদ্রের বুকে ভেসে ওঠা ডলফিন মাছের পেইন্টিং করেছি। আশা করছি আমার এই পেইন্টিং সকলের কাছে ভালো লাগবে।


🐬সমুদ্র ও ডলফিন মাছের পেইন্টিং:

IMG20220217174012.jpg
Device-OPPO-A15
IMG20220217174044.jpg
Device-OPPO-A15

পেইন্টিং করতে আমার ভালো লাগে। আমি মাঝে মাঝেই পেইন্টিং করি। আমি আমার অদক্ষ হাতে মাঝে মাঝে চেষ্টা করি পেইন্টিং করার জন্য। কারণ আমি মনে করি চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি দারুন কোন পেইন্টিং করার জন্য। শেখার যেমন শেষ নেই তেমনি প্রচেষ্টা থাকলে সবকিছুই খুব সহজেই করে ফেলা যায়। শুধুমাত্র প্রয়োজন ধৈর্য। ধৈর্য ও প্রচেষ্টা থাকলে সুন্দর পেইন্টিং এর দক্ষতা অর্জন করা যায়। পরিশ্রম করলে সুন্দর পেইন্টিং তৈরি করা সম্ভব হয়। তাই প্রচেষ্টা থাকতে হবে সবার এবং মনে যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে সব কিছুই খুব সহজে করা সম্ভব হবে। তাই আমিও চেষ্টা করে যাচ্ছি সুন্দর সব পেইন্টিং করার। তেমনি আজ আমি সমুদ্র ও ডলফিন মাছের পেইন্টিং করেছি। সমুদ্রের বুকে ভাসমান ডলফিন মাছ দেখতে খুবই ভালো লাগে। তাই আমি সমুদ্রের বুকে ডলফিন মাছের পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20220217164736.jpg
Device-OPPO-A15


🐬সমুদ্র ও ডলফিন মাছের পেইন্টিং তৈরির ধাপসমূহ:


🐬ধাপ-১🐬

IMG20220217165511.jpg
Device-OPPO-A15
IMG20220217165941.jpg
Device-OPPO-A15

পোস্টার রং দিয়ে পেইন্টিং করার জন্য প্রথমে আমি সাদা কাগজ নিয়েছি। এবার আমি সাদা কাগজটিতে সুন্দর ভাবে নীল রং দিয়েছি। সমুদ্রের নীলা আভা ও আকাশের নীল আভা তৈরি করার জন্য নীল রঙের ব্যবহার করেছি।


🐬ধাপ-২🐬

IMG20220217170249.jpg
Device-OPPO-A15
IMG20220217170707.jpg
Device-OPPO-A15


নীল রঙ দেওয়া হয়ে গেলে এরপর একটি চাঁদের ছবি অঙ্কন করার জন্য গোল বৃত্ত অঙ্কন করেছি পেন্সিল দিয়ে। এরপর আমি ডলফিন মাছ অঙ্কন করেছি। আমি খুব সুন্দর ভাবে পেন্সিল দিয়ে ডলফিন মাছ অঙ্কন করেছি।


🐬ধাপ-৩🐬

IMG20220217170858.jpg
Device-OPPO-A15
IMG20220217171300.jpg
Device-OPPO-A15
IMG20220217171415.jpg
Device-OPPO-A15


এবার আমি সাদা রং নিয়েছি। সাদা রং দিয়ে চাঁদ অঙ্কন করার জন্য সাদা রং দিয়েছি। এরপর ডলফিন মাছের পেটের অংশে সাদা রং দিয়েছি। ডলফিন মাছ দেখতে সাদা ও কালো রংয়ের হয় তাই পেটের দিকের অংশে সাদা রং দিয়েছি।


🐬ধাপ-৪🐬

IMG20220217171630.jpg
Device-OPPO-A15
IMG20220217171801.jpg
Device-OPPO-A15


এবার ডলফিন মাছের ওপরের অংশে কালো রং দিয়েছি। কালো রং দেওয়ার ফলে ডলফিন মাছ দেখতে সুন্দর হয়েছে।


🐬ধাপ-৫🐬

IMG20220217172034.jpg
Device-OPPO-A15
IMG20220217172227.jpg
Device-OPPO-A15


এভাবে ডলফিন মাছের অন্যান্য অংশে সুন্দরভাবে রং দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে অঙ্কন করেছি। আমার এই পেইন্টিং আরো বেশি সুন্দর করার জন্য মাছগুলো সুন্দরভাবে অঙ্কন করে নিয়েছি।


🐬ধাপ-৬🐬

IMG20220217172356.jpg
Device-OPPO-A15
IMG20220217172556.jpg
Device-OPPO-A15
IMG20220217172711.jpg
Device-OPPO-A15


এবার আমি হালকাভাবে কালো দাগ দিয়ে নিয়েছি ওই দূর-দূরান্তের দ্বীপ অঞ্চলগুলো তৈরি করার জন্য। এরপর সুন্দর ভাবে সেই অংশগুলো অঙ্কন করেছি।


🐬ধাপ-৭🐬

IMG20220217172858.jpg
Device-OPPO-A15
IMG20220217172949.jpg
Device-OPPO-A15


এবার পানির ঢেউ গুলো ও সমুদ্রের ঢেউ গুলো সুন্দর ভাবে তৈরি করার জন্য সাদা রঙের ব্যবহার করেছি। সাদা রঙের ব্যবহার করার ফলে সমুদ্রের ঢেউ গুলো দেখতে সুন্দর হয়েছে।


🐬ধাপ-৮🐬

IMG20220217173127.jpg
Device-OPPO-A15


এবার মাছগুলো পানির উপর ভেসে উঠেছে এরপর পানি উপরে উঠেছে এরকম দৃশ্য অঙ্কন করার জন্য সাদা রঙের ব্যবহার করেছি।


🐬শেষ ধাপ🐬

IMG20220217173712.jpg
Device-OPPO-A15
IMG20220217173813.jpg
Device-OPPO-A15


এবার আমি অন্যান্য অংশে আরো বেশি সুন্দর করার জন্য এবং আকাশ সুন্দর করার জন্য ছোট ছোট তারা অঙ্কন করেছি। এভাবে আমি আরো অন্যান্য অংশের কিছু কাজ করা মাধ্যমে আমার পেইন্টিংটি সম্পূর্ণরূপে তৈরি করেছি।


🐬উপস্থাপনা:🐬

IMG20220217174022.jpg
Device-OPPO-A15
IMG20220217174039.jpg
Device-OPPO-A15


সমুদ্র ও ডলফিন মাছের পেইন্টিং তৈরি হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। সমুদ্র ও ডলফিন মাছের পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। তবে আমি জানিনা আমার এই পেইন্টিং কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং তৈরি করে সকলের মাঝে শেয়ার করার। আমার পেইন্টিং যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

আপু একদম মন থেকে বলতেছি আপনার এই পেইন্টিং টি আমার কাছে আপনার আগের পেইন্টিং এর মধ্যে সেরা ছিলো এটি। পেইন্টিং আমি এখনো করি নাই, মোটামুটি সবাই এখন পেইন্টিং করে তাই সবার পেইন্টিং দেখি, দেখার মাধ্যমেও অনেক কিছু শিখতেছি। আপনকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পেইন্টিং এর জন্য।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

 2 years ago 

আপনার কাছে আমার পেইন্টিং ভালো লেগেছে এটা জেনে ভালো লেগেলো। অনেক সুন্দর করে আপনি আপনার মন্তব্য প্রকাশ করেছেন। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

খুবই সুন্দর পেইন্টিং করেছেন আপু। ডলফিন মাছ গুলো পানির উপর ভেসে ওঠার দৃশ্য আপনার পেইন্টিংয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। পেইন্টিং সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ডলফিন মাছ গুলো পানির উপরে ভেসে উঠার দৃশ্য আপনার কাছে ভালো লেগেছে এটা জন্য খুবই ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ওয়াও! আপনার আজকের তৈরিকৃত পেইন্টিংটি এক কথায় অসাধারণ ছিল। ডনফিনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন ধৈর্য ও সময় নিয়ে যেকোন কাজ করলেই কাজটি খুবই সহজ হয়ে যায়। প্রথম প্রথম যদি ও একটু কষ্ট হয়, পরে খুবই সহজ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন ধৈর্য্য ও সময় নিয়ে যে কোন কাজ করলে খুব সহজে কোন কাজ করা যায়। এই পেইন্টিং ভাল লেগেছে আপনার কাছে এটা জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক সুন্দর করে ডলফিন এর পেইন্টিং করেছেন। আসলে আপনার পেইন্টিংটি মনমুগ্ধকর এবং প্রশংসার দাবিদার। খুব ভালো লাগলো আপনার পেইন্টিংটি।আপনাকে অনেক ধন্যবাদ,এবং ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনা করব।

 2 years ago 

ওয়াও আপু আপনি পোস্টার রং দিয়ে অনেক সুন্দর একটি মনোরম দৃশ্য আর্ট করেছেন। ডলফিন গুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি কখনো জল রং ও পোস্টার রং দিয়ে আর্ট করিনি, আমার একটু ভয় করে ।মনে হয় পারবো না তবে আমি একবার চেষ্টা করে দেখব।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ☺️

 2 years ago 

আপু আপনি ডলফিন এর পেইন্টিং করেছেন। ডলফিন গুলো দেখে মনে হচ্ছে যেন পানি থেকে সত্যিই লাপ দিয়ে উঠেছে। আপনার সব কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। আপনি আজকের পেইন্টিংটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। মাঝে মাঝে এত অসাধারন একটা পেইন্টিং শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার সমুদ্র ও ডলফিন মাছের পেইন্টিংটি অসাধারণ হয়েছে ।খুব সুন্দর করে আপনি পুরো আর্টটি করেছেন ।দারুন লাগছে ডলফিন দুটি দেখতে ।আমার কাছে খুব সুন্দর লাগছে ।মনে হচ্ছে যেন সত্তিকারের ডলফিন।
এত সুন্দর করে আপনি এঁকেছেন যে কি বলব ।আপনি ঠিকই বলেছেন চেষ্টা থাকলে সবই করা সম্ভব ।যা আপনি করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 
আপু আপনার আঁকা ডলফিন মাছ দুইটি খুবই চমৎকার লাগছে। রাতের জ্যোৎস্না আলোই মাছ দুইটি কি সুন্দর লাফিয়ে উপরে উঠেছে এরকম একটি চিত্রাংকন আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
 2 years ago 

সমুদ্রের ডলফিন মাছের পেইন্টিংটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি কেননা আপনি একদম নিখুঁত ভাবে পেইন্টিং টি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এসব পেইন্টিং দেখতে সত্যিই অনেক ভালো লাগে এই পেইন্টিং এর মাধ্যমে আপনার প্রতিভা সবার মাঝে প্রকাশ পেল‌ ভবিষ্যতে এমন পেইন্টিং আপনার কাছ থেকে আরও প্রত্যাশা রইল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে সাধুবাদ জানাই, আপনার অঙ্কন সমুদ্র ডলফিন মাছের চিত্র দেখে মনটা ভরে গেল। সত্যিই অনেক অনেক সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে অংকনটি। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57742.49
ETH 3102.18
USDT 1.00
SBD 2.39