সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি🍅🍆||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা একটি প্রিয় রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শুটকি মাছ আমি খুবই পছন্দ করি। বাঙালির খাবারের তালিকায় শুটকি মাছ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমি মাঝে মাঝেই বিভিন্ন প্রকারের সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করি। সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। তাই আমার প্রিয় এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি:

IMG_20220131_141402.jpg
Device-OPPO-A15
IMG_20220131_142204.jpg
Device-OPPO-A15


শুটকি মাছ খেতে কমবেশি সকলেই পছন্দ করে। তবে আমি একটু বেশি পছন্দ করি শুটকি মাছ খেতে। বিশেষ করে বিভিন্ন প্রকারের সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। শুটকি মাছ রান্না করা যেমন সহজ তেমনি খেতেও অনেক সুস্বাদু। খুব দ্রুত শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করা যায়। আমি মাঝে মাঝেই আমার প্রিয় এই রেসিপি তৈরি করি। কারণ প্রিয় খাবার গুলো বারবার তৈরি করতে ভালো লাগে। বিভিন্ন প্রকাশ সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আমার। আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা হয়তো জানবেন সবজি দিয়ে শুটকি মাছ খেতে কতটা ভালো লাগে। আর যারা সবজি দিয়ে কখনো শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করে খাননি তারা আমার এই রেসিপিটি দেখতে পারেন।


প্রয়োজনীয় উপকরণ:

  • শুটকি মাছ ৫০ গ্রাম।
  • বেগুন ১৫০ গ্রাম।
  • শিম ৫০ গ্রাম।
  • টমেটো পরিমাণমতো।
  • রসুন বাটা ১/২ চামচ।
  • জিরা বাটা ১ চামচ।
  • হলুদের গুঁড়া ১/২ চামচ।
  • পেঁয়াজ কুচি ১/২ কাপ।
  • রসুন কুচি পরিমাণমতো।
  • লবণ পরিমাণমতো।
  • সয়াবিন তেল ৩ চামচ।
  • কাঁচা মরিচ পরিমাণমতো।
  • ধনিয়াপাতা পরিমাণমতো।

IMG20220130102004.jpg

IMG20220130102059.jpg

IMG20220130102730.jpg


রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20220130103219.jpg

IMG20220130103928.jpg


সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর সবজি গুলো কেটে নিয়েছি। এবার আমি শুটকি মাছ গুলো ভালোভাবে পরিষ্কার করেছি। এরপর ভালোভাবে কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20220130104129.jpg

IMG20220130104150.jpg


সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করার জন্য এবার একটি কড়াই নিয়েছি। এরপর কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কিছুক্ষণ পর পেঁয়াজ কুচি ও রসুন কুচি গুলো তেলের মধ্যে দিয়েছি।


ধাপ-৩

IMG20220130104232.jpg

IMG20220130104255.jpg


এবার জিরা বাটা, রসুন বাটা দিয়েছি। শুটকি মাছ চচ্চড়ি রেসিপির মধ্যে জিরা বাটা ও রসুন বাটা দিলে খেতে ভালো লাগে। এরপর চামচ দিয়ে নাড়াচাড়া করেছি।


ধাপ-৪

IMG20220130104353.jpg

IMG20220130104423.jpg


সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি মজাদার করার জন্য কাঁচা মরিচ দিয়েছি। এরপর একে একে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। এবার সব গুলো নাড়াচাড়া করে একত্রে মিশিয়েছি।


ধাপ-৫

IMG20220130104442.jpg

IMG20220130104457.jpg


শুটকি মাছ গুলো এবার আমি ধীরে ধীরে মসলার মধ্যে দিয়েছি। শুটকি মাছ গুলো মসলার সাথে ভালোভাবে ভুনা করার জন্য দিয়েছি।


ধাপ-৬

IMG20220130104521.jpg

IMG20220130104628.jpg


এবার আমি ভুনা মসলার সাথে শুটকি মাছ গুলো ভালোভাবে ভুনা করার জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করেছি।


ধাপ-৭

IMG20220130104643.jpg

IMG20220130104711.jpg


শুটকি মাছ গুলো ভুনা করার জন্য পানি দিয়েছি। শুটকি মাছ ভালোভাবে ভুনা না করলে খেতে ভালো লাগে না। আমি শুটকি মাছ গুলো ভালোভাবে ভুনা করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি।


ধাপ-৮

IMG20220130104951.jpg

IMG20220130105035.jpg


শুটকি মাছ গুলো ভুনা হওয়ার পর সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো শুটকি মাছ ভুনার মধ্যে দিয়েছি।


ধাপ-৯

IMG20220130105128.jpg

IMG20220130105224.jpg


এবার চামচ দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে সবজির সাথে শুটকি মাছ ভুনা গুলো মেশানোর চেষ্টা করেছি। সবজি গুলো যাতে ভালোভাবে ভুনা মসলার সাথে মেশানো হয় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।


ধাপ-১০

IMG20220130105620.jpg

IMG20220130105647.jpg


এভাবে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করেছি। এভাবে রান্না করার পর যখন সবজি গুলো ভালোভাবে ভুনা হয়েছে তখন আমি সবজি সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। যেহেতু আমি সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপিতে ঝোল রাখবো না তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি।


ধাপ-১১

IMG20220130105701.jpg

IMG20220130105728.jpg


এবার সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি আরো বেশি সুস্বাদু করার জন্য ধনিয়াপাতা দিয়েছি। শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করতে ধনিয়াপাতার ব্যবহার করলে খেতে আরো বেশি ভালো লাগে।


শেষ ধাপ

IMG20220130110752.jpg


এভাবে আরো কিছুক্ষন সময় রান্না করার পর সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি আমার প্রিয় এই রেসিপি তৈরি হয়েছে।


উপস্থাপনা:

IMG20220130111456.jpg
Device-OPPO-A15
IMG_20220131_142014.jpg
Device-OPPO-A15


সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি হওয়ার পর আমি সকলের মাঝে পরিবেশন করার জন্য একটি সুন্দর প্লেটের মধ্যে তুলে নিয়েছি। রেসিপি তৈরীর পর সকলের মাঝে উপস্থাপন করার জন্য আমি সুন্দর করে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি প্লেটের মধ্যে সাজিয়েছি। শুটকি মাছের চচ্চড়ি রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আমি খুবই পছন্দ করি এই সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি। আশা করছি আমার তৈরি করা এই রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  

শুটকি মাছের রেসিপি দেখলে জিভে জল আসে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল।বেগুন দিয়ে শুটকি মাছের রেসিপি সত‍্যিই অনেক সুস্বাদু হয়। অনেক ভালো একটি রেসিপি উপহার দিয়েছেন আমাদের। শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

যে কোন মাছের চচ্চড়ি আমার খুব প্রিয়। আপনি শুটকি মাছের চচ্চড়ি খুব সুন্দর করে রান্না করেছেন দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার উপস্থাপনা খুবই ভালো ছিল। বিশেষ করে ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল সব মিলিয়ে আপনি অসাধারণ রেসিপি তৈরি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

 2 years ago 

আপনার শুটকি দিয়ে সবজি চচ্চড়ি রেসিপি দেখতে ভালোই লাগছে, মনে হচ্ছে একটু বেশি শুকিয়ে ফেলেছেন। একটু মাখা মাখা ঝোল থাকলে একটু ভালো লাগত বেশি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সিম আর বেগুন দিয়ে শুটকি মাছ রান্নার রেসিপি টা তো দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি টা আমার কাছে জাস্ট অসাধারণ। এরকম সুস্বাদু সুস্বাদু রেসিপি গুলো দেখলে আমার খুব লোভ হয় 😋😋 তেমনি আপনার রেসিপি টা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

  • শুটকি দিয়ে যেকোনো রেসিপির তৈরি করলে আমার খুবই ভালো লাগে। আপনার রেসিপি টা দেখতে খুব অসাধারণ দেখাচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি দেখতে। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনাটা আমার খুবই ভালো লেগেছে

আপনার শুটকি মাছের চচ্চড়ি রেসিপি টি অসাধারণ লাগছে । শুটকির বাঙালিদের খাবারের তালিকায় অতি আদি থেকে এটা সত্যিই বলেছেন । আপনার ছবিগুলো এবং উপস্থাপনা খুব সুন্দর ছিল ।

 2 years ago 

শুটকি দিয়ে সবজি চচ্চড়ি করেছেন এটা দেখে অনেক লোভনীয় লাগছে। আর আমার খুব খেতে ইচ্ছে করছে এককথায় তরকারি কালার টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সবজি দিয়ে শুটকি মাছের তরকারি দেখে খুব খেতে ইচ্ছা করছে। শুটকি মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি সবজি হিসেবে শিম, বেগুন ও টমেটো ব্যবহার করেছেন এতে শুঁটকি মাছের চচ্চড়ির স্বাদ অনেক বেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার সবজি দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রেসিপি আমার কাছে খুবই লোভনীয় লাগছে ।দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। একটু খেয়ে দেখতে ইচ্ছে করছে । এভাবে সবজি দিয়ে শুটকি মাছ আমি কখনো খাইনি। আপনার কাছ থেকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শিখে নিলাম । অনেক মজার হয়েছে তাই না ?ধন্যবাদ আপনাকে এত সুন্দর মজার একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন সবজি দিয়ে শুটকি মাছ খেতে খুবই মজা হয়েছিল। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

শুঁটকি মাছ ভীষণ স্বাদের জিনিস 😋
সবজি দিয়ে শুঁটকি মাছ অসাধারণ স্বাদের হয়ে থাকে। পরিবেশন আর উপস্থাপনা দারুন ছিল ♥️
শুভ কামনা রইল আপনার জন্য 💌

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45