জেনারেল রাইটিং-বিদায় বড় বেদনার||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। কাল থেকে মনটা ভীষণ খারাপ। আসলে আমাদের চারপাশে এমন কিছু মানুষ বসবাস করে যাদের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এমনকি অচেনা সেই মানুষগুলো আপন হয়ে যায়। আর যখন তাদেরকে বিদায় দিতে হয় তখন মনটা বেদনায় ভরে যায়। আর সেই অনুভূতি আজকে আপনি আমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি


বিদায় বড় বেদনার:

IMG_20240112_191107.jpg


মাত্র দুই মাস আগেই আমাদের পাশের বাসায় এক বৌদি এসেছেন। উনার ছোট্ট দুটি মেয়ে। মেয়ে দুটো ভারী কিউট। একজনের নাম হচ্ছে দিয়া আর ছোট জনের নাম পূজা। কয়েকদিন আগেই পূজা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। ওর মা ওকে নিয়ে হসপিটালে অনেক দৌড়াদৌড়ি করল। এরপর বাধ্য হয়ে তারা গ্রামের বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। আসলে পূজা আর দিয়ার বাবা চাকরি সূত্রে অনেকটা দূরে থাকেন। তাই তো দুটো ছোট বাচ্চাকে নিয়ে বৌদির একা একা শহরে থাকা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। অনেক ভেবেচিন্তে তিনি বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে।


কয়েকদিন আগেই পূজার জন্মদিনে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি। আর পিচ্চিটাও আমার বেশ কাছাকাছি চলে এসেছিল। যখনই কোথাও যাওয়ার জন্য বের হতাম সেও আমার সাথে যাওয়ার জন্য বায়না করতো। আর দিয়ার কথা কি বলব সে তো ভারি মিষ্টি মেয়ে। পূজা দিয়া দুজনকে এভাবে বিদায় জানাতে হবে এটা ভাবতেই অনেক খারাপ লাগছে। আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না। ওদের সামনেই দুচোখে পানি চলে আসছিল বারবার। ওদের সামনে দু চোখের কান্না লুকিয়ে রেখেছিলাম। কিন্তু ভেতরটা কেন জানি শূন্যতায় ভরে উঠছিল। আসলে একাকিত্বের শহরে আপন মানুষ খুঁজে পাওয়া অনেক বেশি মুশকিল। আর সেই মানুষগুলো যদি আবারো হারিয়ে যায় তাহলে হৃদয়টা কষ্টে ভরে ওঠে।


আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের সাথে হয়তো আমাদের পরিচয়টা খুবই অল্পদিনের। কিন্তু তাদের সাথে এতটাই ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় যে তাদের বিদায় দিতে অনেক বেশি কষ্ট হয়। একাকীত্বের শহরে যখন নিজেকে চার দেয়ালে বন্দী পাখির মত মনে হয় তখন এই মন বারবার খুঁজে বেড়ায় চিরচেনা সেই আপন মানুষগুলোকে। হয়তো ইচ্ছে করলেই তাদের কাছে যাওয়া যায় না। আর যখনই আমরা কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। তখনই হয়তো সেই মানুষগুলোর চলে যাওয়ার সময় চলে আসে। আসলে সময়টা বড্ড বেশি অভিমানী। সময়ের সাথে সাথে হৃদয়ের ভালোবাসা যেন অভিমানে পরিণত হয়।


আমরা যারা নিজের পরিবার পরিজন ছেড়ে শহরে থাকি তারাই হয়তো এই কষ্টটা অনুভব করতে পারি। আসলে কত মানুষ আসে আর কত মানুষ যায় সবার সাথেই হয়তো সেভাবে কোন ভালো সম্পর্ক হয়ে ওঠে না। হয়তো সবাই আমাদেরকে আপন করে নিতে পারেনা। হয়তো আমরাও তাদেরকে আপন করে নিতে পারি না। কিন্তু যেই মানুষগুলোকে আপন করে নিয়েছিলাম তাদের বিদায়ের মুহূর্তে ভিতরটা শূন্যতায় ভরে উঠেছিল। মনে হচ্ছিল যেন হৃদয়টা কষ্টে হাহাকার করছে। হয়তো তাদের সাথে কোন রক্তের সম্পর্ক নেই। কিন্তু কেন জানি তাদের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল।


হয়তো আমাদের জাতি ধর্ম সবকিছুই আলাদা। কিন্তু দিনশেষে আমরা সবাই মানুষ। তাই তো সেই মানুষগুলোর সাথে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছিল। হয়তো মন থেকে তাদেরকে আপন করে নিয়েছিলাম বলেই এতটা কষ্ট হচ্ছিল। কিন্তু কি আর করার আমাদের জীবনের বাস্তবতা মেনে নিতেই হবে। হয়তো আবারো কেউ আসবে। হয়তো তাদের সাথেও ভালো কোনো সম্পর্ক তৈরি হবে। কিন্তু সেই শূন্যতা কখনোই পূর্ণ হবে না। যাই হোক নিজের অনুভূতি থেকে কিংবা কষ্ট থেকে হয়তো অনেক কিছুই বলে ফেললাম। ভুল হলে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 7 months ago 

সত্যি আপু বিদায় অনেক কষ্টের। তারপরে ও আপু আমাদের বিদায় দিতেই হয়।তবে আপু শহর কিংবা গ্রামে আমরা যেখানেই থাকি না কেন মনের মত মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।আসলে আপু কিছু মানুষ আছে রক্তের সম্পর্ক না হলেও অনেক আপন হয়ে যায়। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন আপু বিদায় অনেক কষ্টের। তবুও মাঝে মাঝে বিদায় দিতেই হয়। একজন ভালো মানুষ পাওয়া অনেক বেশি কঠিন।

 7 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই বেদনাদায়ক পোস্ট শেয়ার করেছেন। হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বিদায় বড় বেদনার। কারণেই অল্প কয়েকদিনের এই দুনিয়ায় অনেকে আপনজন হয়ে যায় কিন্তু খুব কাছের মানুষ যখন দূরে চলে যায় তখন সে শূন্যতা যেন কোনদিন পূর্ণ হয় না। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সত্যি ভাইয়া বিদায় অনেক কষ্টের। অল্প কয়েক দিনের মধ্যেই তারা আমার অনেক আপন হয়েছিল। তাই তো তাদের চলে যাওয়াতে ভীষণ খারাপ লেগেছে।

 7 months ago 

বিদায় সবসময় কস্টের,তা যে বিদায়ই হোক না কেন। আমরা যারা শহরে বাস করি তাদের সাথে পাশের ফ্ল্যাটেরও দেখা সাক্ষাত হয় না। আর আত্মার সম্পর্কতো দূরের কথা। আপনার দিয়াদের সাথে যে সম্পর্ক হয়েছিল। আর সেই সম্পর্ক যখন ছিন্ন হয় তখনতো কস্ট হওয়ার কথাই। নিজের কস্ট ভুলে যেয়ে ভালো থাকবেন। এ কামনাই করি।

 7 months ago 

ঠিক বলেছেন আপু বিদায় সব সময় কষ্টের। আসলে আমরা যারা শহরে বাস করি তারা সবসময় একাকী দিন কাটাই। কারো সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা সত্যি অনেক কঠিন হয়ে যায়।

 7 months ago 

আসলে আপু ধর্ম কোন বিষয় নয়।মানুষের সাথে মানুষের আত্নার সম্পর্ক গড়ে ওঠে।ঠিক এই আত্নার সম্পর্ক গভীর ভাবে আপনার বৌদি ও তার কিউট মেয়ে দিয়া,পূজার সাথে হয়েছে আর তাই তো তাদেরকে বিদায় জানাতে আপনার এতো কষ্ট হচ্ছে।পূজার জন্মদিনে কয়দিন আগেই অনেক আনন্দ করেছিলেন আর আজ তাঁকে বিদায় জানাতে হচ্ছে। পোস্ট টি পড়ে কষ্ট লাগছে আপু আমারও।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন আপু ধর্ম কোন বিষয় না। মানুষের সাথে আত্মার সম্পর্ক গড়ে ওঠে। ওরা চলে যাওয়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

ঠিকই বলেছেন আপু বিদায় আসলেই কষ্টকর । আর এরকম ছোট ছোট বাচ্চাদের প্রতি এটাস্ট হয়ে গেলে তখন তাদেরকে বিদায় দিতে সত্যি বুকটা কষ্টে ভরে যায় ।আমাদেরও এরকম কষ্টের অনেক মুহূর্ত রয়েছে। এটা ঠিক বলেছেন শহরের একাকীত্ব জীবনে এরকম একটা ফ্যামিলি পেলে তখন ভালই লাগে । আর সবার সাথে মিলে না যখন কারো সাথে মিশে যায় তখন তারা যদি বিদায় নিয়ে চলে যায় তখন সেটা মেনে নেওয়া আসলেই কষ্টকর ।

 7 months ago 

সত্যি আপু একাকিত্বের শহরে ভালো মানুষ পাওয়া অনেক বেশি কঠিন। আর সত্যিই অনেক খারাপ লেগেছে। বিশেষ করে বাচ্চা দুটোর জন্য অনেক কষ্ট হয়েছে।

 7 months ago 

আমার তো বিদায় শব্দটা শুনলেই মনের মধ্যে কষ্টের হাতছানি দেয়। দিয়া আর পূজা দুজনেই অল্প দিনে আপনার খুব কাছে চলে এসেছিল তাই যখন তারা গ্রামের বাড়িতে চলে যাচ্ছিল তখন আপনি তাদেরকে মিস করেছেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সত্যি ভাইয়া খুব অল্প সময়ে বাচ্চা দুটো খুবই আপন হয়ে গিয়েছিল। তাই তো ভীষণ কষ্ট হয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

একদমই ঠিক বলেছেন। বিদায় আসলেই কষ্টকর৷ যখন কোন মানুষ আমাদের সাথে থেকে আমাদের মনের মধ্যে একটি জায়গা করে নেয় তখন তাদেরকে বিদায় দিতে অনেক কষ্ট হয়৷ মনের মধ্যে একটি আলাদা কষ্টের অনুভূতি সৃষ্টি হয়৷ কোনমতে যেন তাদেরকে বিদায় দিতে ইচ্ছে করেনা৷ আর সবশেষে যখন সকলে মিলেমিশে একসাথে থাকার পরে বিদায় নিয়ে চলে যায় তখন সেটা অনেকটাই কষ্টকর হয়৷

 7 months ago 

বিদায়ের মুহূর্তটা আসলেই খুব কঠিন। যাইহোক অনেক সময় কিছু কিছু মানুষের সাথে একেবারে অল্প সময়ের মধ্যেই চমৎকার সম্পর্ক গড়ে উঠে। আর সেই মানুষেরা যদি দূরে চলে যায়, তখন সত্যিই ভীষণ খারাপ লাগে। তবে দিয়া এবং পূজার মা বাধ্য হয়েই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে। আসলে জীবন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে এবং মানুষের জীবনে কখন কি ঘটে যায় সেটা বলা মুশকিল। যাইহোক মন খারাপ করবেন না আপু,কষ্ট হলেও মেনে নিতে হবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58503.45
ETH 2594.59
USDT 1.00
SBD 2.45