করো তোমার জ্ঞানের সাধন গড়ো তোমার ব্যক্তিত্ব||আমার বাংলা ব্লগ [10%shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। জ্ঞান সাধনা আমাদের জীবনের ভালো থাকার মূলমন্ত্র। জ্ঞান সাধনের মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা যায়। একজন ব্যক্তির ব্যক্তিত্ব ফুটে ওঠে তার জ্ঞানের পরিধির উপর। তাই আমি "করো তোমার জ্ঞানের সাধন গড়ো তোমার ব্যক্তিত্ব" এই বিষয়বস্তুর উপর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার লেখা এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।


করো তোমার জ্ঞানের সাধন গড়ো তোমার ব্যক্তিত্ব:

brain-g30c89352d_1280.png

Source


একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে তাঁর জ্ঞানের পরিধির উপর নির্ভর করে। যার জ্ঞানের পরিধি যত বেশি সে ততো বেশি ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। জ্ঞানের সাধন আমাদের জীবনের ভালো থাকার মূল কারণ। জীবনকে পরিবর্তন করতে হলে অবশ্যই জ্ঞানের সাধন করতে হবে। কথায় আছে করো তোমার জ্ঞানের সাধন গড়া তোমার ব্যক্তিত্ব। একজন ব্যক্তিত্ববান মানুষ হতে গেলে অবশ্যই জ্ঞানের পরিধি বাড়াতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করে যেতে হবে। একজন জ্ঞানী মানুষের চিন্তাধারা সব সময় আলাদা থাকে। জ্ঞানী মানুষের ব্যক্তিত্বের মাধ্যমেই তার জ্ঞানের পরিধি প্রকাশ পায়। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে যদি জ্ঞানচর্চায় বা জ্ঞান সাধনায় নিজেকে নিমজ্জিত করি তাহলে জীবনে ভালো থাকতে পারবো। কারণ জ্ঞান আমাদের প্রকৃত বন্ধু। আর জ্ঞান সাধনা করলে জীবনে ভালো থাকা যায়। জীবনে ভালো থাকার মূলমন্ত্র হলো জ্ঞানের সাধন।


hand-g261957117_1920.jpg

Source


কথায় আছে দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোন শেষ নেই। এই কথাটি অনেক গুণীজন বলে গেছেন। কিছু কিছু কথা রয়েছে যেগুলোর লোকমুখে খুবই প্রচলিত। তবে এটি বাস্তব জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেক সময় ভেবে দেখি না। গুণীজনের কথাগুলো আমরা যদি আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখি তাহলে বুঝতে পারবো তাদের প্রতিটি কথা কতটা খাঁটি। আর সেই গুণী মানুষগুলো তাদের জ্ঞানের পরিধি থেকেই এই কথাগুলো বলেছেন। কথায় আছে গুণী মানুষের কথা বাসি হলেও ফলে। তাই আমার মনে হয় আমরা যদি জ্ঞানের সাধন করি তাহলে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারব। যা আমাদের প্রতিটি ক্ষেত্রে খুবই জরুরী। জীবনে নিজের বলতে শুধুমাত্র নিজের জ্ঞানই রয়েছে। একবার জ্ঞান অর্জন করলে তা কখনো অন্য কেউ ছিনিয়ে নিতে পারে না। আমরা আমাদের জীবনের ধন-সম্পদ, সুখ-দুঃখ সবকিছুকেই হারিয়ে ফেলতে পারি। কিন্তু জ্ঞান সাধনা করে আমরা যে জ্ঞান অর্জন করি তা কখনোই হারিয়ে যাবে না। জ্ঞানের সাধন সারা জীবনের প্রকৃত বন্ধু। তাই আমরা জ্ঞানের সাধনায় নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করব। আজ আমরা জ্ঞানসাধনা করবো বলেই এক সময় আমরা নিজেকে ভালো রাখতে পারব। পৃথিবীরতে সব কিছুই হারিয়ে যায় একসময়। কিন্তু নিজের অর্জিত জ্ঞান সারাজীবন নিজের ভিতর নিমজ্জিত থাকে। যা সারা জীবন নিজের ব্যক্তিত্বের মাধ্যমে আলো ছড়ায়।


wisdom-gd0dac03f7_1920.jpg

Source

কথায় আছে আমাদের প্রকৃত বন্ধু হলো বই। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এর প্রতিফলন লক্ষ করতে পারি না কারন আমরা কখনোই মন থেকে জ্ঞান অর্জন করতে চাইনি। হয়তোবা পারিপার্শ্বিক অবস্থান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি। কিন্তু নিজের ইচ্ছায় জ্ঞান অর্জনের প্রকৃত মধু আমরা কখনও পান করতে চাইনি। যারা জ্ঞানের গভীরতা অনুভব করেছে ও নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পারে আমাদের এই মানব জীবনে জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। আর জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম হল শেখার আগ্রহ। আমাদের মধ্যে যদি শেখার আগ্রহ না থাকে তাহলে আমরা কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম হবো না। নিজের মধ্যে আগ্রহ তৈরি করার মাধ্যমেই প্রকৃত জ্ঞান অর্জন করতে সক্ষম হবো আমরা। জোর করে হয়তো কোন কিছু করতে বাধ্য করা যায় কিন্তু জ্ঞানের মিষ্টি-মধুর সুধা পান করানো যায়না। জ্ঞানের সেই মিষ্টি মধুর সুধা পান করতে হলে নিজেকে সেই জ্ঞানের সাগরে ডুব দিতে হবে। তবেই আমরা প্রকৃত জ্ঞান আহরণ করতে পারব।


reading-g0617b875a_1280.png

Source


একজন জ্ঞানহীন মানুষ যেমন সমাজের চোখে তুচ্ছ তেমনি একজন ব্যক্তিত্বহীন মানুষ সমাজের চোখে হাসির পত্র। কারণ ধন থাকলেই যে সে জ্ঞানী হবে তার কোনো মানে নেই। পৃথিবীতে জ্ঞান হলো অতি মূল্যবান সম্পদ। হাজার মূল্য দিয়েও তা কখনো কেনা যায় না। সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু কিছু জ্ঞান রয়েছে যেগুলো মানুষ জন্ম থেকেই পেয়ে থাকে। তার পাশাপাশি জ্ঞানের চর্চা ও জ্ঞানের সাধারণ জ্ঞানের পরিধিকে আরো বেশি সমৃদ্ধশালী করে। আমরা আমাদের ব্যক্তি জীবনে যত বেশি জ্ঞান চর্চা ও জ্ঞানের সাধনা করব আমাদের ব্যক্তিত্ব আরো বেশি সুন্দর হবে। ওপরের চাকচিক্য, পোশাক-আশাকে কখনো ব্যক্তিত্ব ফুটে ওঠে না। মানুষের প্রকৃত ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার জ্ঞানের পরিধির উপর। তাই সর্বপ্রথম আমাদেরকে জ্ঞান আহরণের পথে অগ্রসর হতে হবে। আমরা যদি প্রকৃত জ্ঞান আহরণ করতে পারি তবে আমাদের ব্যক্তিত্ব সুন্দর ভাবে ফুটে উঠবে।


question-mark-g8cc64aa09_1920.jpg

Source


জীবনের প্রতিটি ক্ষেত্র থেকেই জ্ঞান অর্জন করা সম্ভব। এই কথাটি আমরা সবাই জানি কিন্তু আমরা এই কথাটি কখনোই মানার চেষ্টা করি না। কারণ আমরা জ্ঞান অর্জন করতে চাইনা। জ্ঞান অর্জনের প্রতি আমাদের যে তৃষ্ণা থাকা দরকার তা আমাদের জীবনে বড়ই অভাব। আমাদের ভিতর যদি জ্ঞান অর্জনের তৃষ্ণা না থাকে তাহলে আমরা কখনই প্রকৃত জ্ঞান অর্জন করতে পারব না। আর প্রকৃত জ্ঞানের মাঝেই লুকিয়ে থাকে নিজেদের ব্যক্তিত্ব। প্রকৃত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ একজন প্রকৃত জ্ঞানী। নিজের ব্যক্তিত্ব কখনো আলাদা ভাবে তৈরি করা যায় না। নিজের ভিতরে লুকানো সত্তা ও প্রতিভা বিকশিত হয়ে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। হয়ত সময়ের সাথে সাথে জ্ঞানের পরিধি বাড়ে এবং ব্যক্তিত্ব ভিন্ন রূপে ধরা দেয়। তাই আমাদের নিজেদের ব্যক্তিত্বকে সুন্দরভাবে গড়ে তুলতে অবশ্যই জ্ঞান চর্চা করতে হবে। তবে আমরা প্রকৃত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সমাজে পরিচিতি পাবো। তবে আমরা জ্ঞান সাধনায় সক্ষম হব।


silhouette-g7b1711c52_1920.png

Source


আমরা যদি প্রকৃত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়তে চাই তাহলে অবশ্যই জ্ঞানের পরিধি বাড়াতে হবে। এই কথাটি আমাদের সকলেরই মনে রাখা উচিত। করো তোমার জ্ঞানের সাধন গড়ো তোমার ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কখনো কিনতে পাওয়া যায় না। কিংবা বইয়ের পাতায় লুকানো কথা কেও ব্যক্তিত্বে রূপান্তরিত করা যায় না। ব্যক্তিত্ব ফুটে ওঠে জ্ঞানের পরিধির বিশালতার মাধ্যমে। আমরা আমাদের জ্ঞানের পরিধি যত বেশি বৃদ্ধি করব আমাদের ব্যক্তি জীবনে তার প্রতিফলন সবচেয়ে বেশি হবে। তখন আমরা নিজেরাই উপলব্ধি করতে পারব আমরা সফল একজন মানুষ। নিজের প্রতি নিজের বিশ্বাস ও আস্থা অনেকগুণ বেড়ে যাবে। মনে হবে আমাদের এই ক্ষুদ্র জীবন সার্থক হয়েছে। কারণ আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। যার ভেতরে প্রকৃত জ্ঞানের মধু রয়েছে সেই সেরা মানুষ এবং সেই সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।


আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় মনের আবেগ দিয়ে কিছু কথা লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি জানিনা আমার মনের অগোছালো কথাগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে কতটা সক্ষম হয়েছি। তবে আমি চেষ্টা করেছি আমার মনের অগোছালো ও এলোমেলো চিন্তাধারা গুলো কয়েকটি লাইনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। জ্ঞান ও ব্যক্তিত্ব নিয়ে আমার উপলব্ধিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার এই লেখাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 
করো তোমার জ্ঞানের সাধন গড়ো তোমার ব্যক্তিত্ব||খুবই তাৎপর্যপূর্ণ কথা বলেছেন আপনি। যা সত্যিই আমার খুবই ভালো লেগেছে। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।ব্যক্তিত্বহীন মানুষ সমাজের কাছে হাসির পাত্র হিসেবে বিবেচিত হয়।এত চমৎকার একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

♥♥

 2 years ago 

সত্যিই একজন মানুষের জ্ঞানের পরিধির উপর তার ব্যাক্তিত্ব গড়ে ওঠে। একজন প্রকৃত জ্ঞানী মানুষ ফলবতী বৃক্ষের মত নত হয়ে থাকে তার জ্ঞানের ভারে।
ভালো লিখনী ছিল আপু, শুভ কামনা রইল 🥀

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42