ফটোগ্রাফি-কয়েকটি রেনডম ফটোগ্রাফি||আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। দুইদিন থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে। আর শরীরটাও খুব একটা ভালো না। তাইতো সেভাবে নিজের কাজগুলো করা হয়ে উঠছে না। তবুও এই ব্যস্ততার মাঝেও ভাবলাম একটি পোস্ট শেয়ার করি। তাইতো বিভিন্ন সময়ে করে রাখা কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আগে থেকে করে রাখা ফটোগ্রাফি গুলো ব্যস্ততার মাঝে ভীষণ কাজে লাগে। বিশেষ করে যখন অনেক ব্যস্ত সময় কাটে তখন ফটোগ্রাফি পোস্ট করতে আমার বেশি ভালো লাগে। বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো যখন একসাথে শেয়ার করি তখন অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।


কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

IMG_20231118_165629.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231118_165932.jpg
Device-OPPO-A15
Location


হঠাৎ একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ছোট্ট টবে অনেকগুলো রেইন লিলি ফুল একসাথে ফুটেছে। আমি তো দেখে অনেক অবাক হয়ে গেছি। আসলে এতগুলো ফুল যখন একসাথে ফুটতে দেখেছি তখন আমার ভীষণ ভালো লেগেছে। যদিও এর আগে অন্যান্য বড় টব গুলোতে রেইন লিলি ফুলের আগমন হয়েছিল। কিন্তু এই ছোট টবে এক সাথে এতগুলো রেইন লিলি আগে কখনো ফোটেনি। সকাল বেলায় ঘুম থেকে উঠে এত সুন্দর একটি দৃশ্য দেখে হৃদয় জুড়িয়ে গিয়েছিল। তাইতো আমি আর দেরি না করে সুন্দর এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছিলাম।


IMG_20231118_165410.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231118_165509.jpg
Device-OPPO-A15
Location


আপনারা হয়তো অনেকেই জানেন সাদা গোলাপ কিংবা লাল গোলাপ আমার অনেক পছন্দের। আমার একটি গাছ আছে যেই গাছে সাদা গোলাপ এবং লাল গোলাপ দুটোই ফোটে। একেক সময় একেক রকমের ফুল ফোটে। আসলে দুটো গাছের গোড়া একসাথে লাগানো হয়েছিল। তাইতো কোন ডালে সাদা গোলাপ ফুটে আবার অন্য ডালে আবার লাল গোলাপ ফুল ফোটে। সুন্দর টকটকে লাল গোলাপ দেখেই ফটোগ্রাফি করেছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছিল। দেখতেও অনেক ভালো ছিল। আশা করছি সুন্দর এই লাল গোলাপের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।


IMG_20231118_165201.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231118_165027.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আকাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। মাঝে মাঝে আকাশের বিশালতায় হারিয়ে যাই। হয়তো সাদা মেঘের ভাঁজে ভাঁজে নিজের অস্তিত্ব খুঁজে বেড়াই। হয়তো সাদা মেঘগুলো ধরতে ইচ্ছে করে। কিংবা আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। যখন নীল আকাশের মাঝে উচু উঁচু গাছের ছায়া দেখতে পাওয়া যায় তখন বেশ ভালো লাগে। অনেক সময় উঁচু গাছগুলো অনেকটাই আকাশের কাছাকাছি মনে হয়। তাইতো সেই সৌন্দর্য ফটোগ্রাফি করেছিলাম। আর আপনাদের মাঝে উপস্থাপন করলাম।


IMG_20231112_101551.jpg
Device-OPPO-A15
Location


বেশ কিছুদিন আগে এই ফটোগ্রাফি করেছিলাম। এটা এক প্রকারের পাতাবাহার বলা যেতে পারে। যদিও এই গাছের সঠিক নাম আমার জানা নেই। তবে ডিপার্টমেন্টের বারান্দায় যখন এই সুন্দর গাছটি দেখেছিলাম তখন ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর এই সুন্দর পাতাবাহার জাতীয় গাছগুলো আমার অনেক ভালো লাগে। আর এই ধরনের পাতাবাহার গাছগুলো টবে লাগিয়ে বারান্দায় রেখে দিলে বারান্দার সৌন্দর্য বেড়ে যায়।


IMG_20231118_173626.jpg
Device-OPPO-A15
Location


সবুজ শ্যামল ধান ক্ষেত দেখতে আমার অনেক ভালো লাগে। যদিও বেশ কিছুদিন আগে এই ফটোগ্রাফি করেছিলাম। তবে হঠাৎ করে এই ফটোগ্রাফিটি দেখে মনে হল আপনাদের মাঝে শেয়ার করি। আর পাকা পাকা ধান দেখতে অনেক ভালো লেগেছিল। তাই তো ফটোগ্রাফি করেছিলাম। বর্তমানে গ্রামের দিকে গেলে এই দৃশ্য অনেক দেখা যায়। তাইতো প্রকৃতির সেই সৌন্দর্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি গ্রামীন প্রকৃতির এই সৌন্দর্য সবার ভালো লাগবে। জানিনা আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তবে বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার মাঝে উপস্থাপন করতে আমার বেশ ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

ওয়াও আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। মন্তব্য প্রকাশের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

রেনডম ফটোগ্রাফি পোস্ট দেখে এর সৌন্দর্য উপভোগ করতে আমার খুব ভালো লাগে।
আপনার আজকের ফটোগ্রাফির সৌন্দর্য বেশ ভালো উপভোগ করলাম বিশেষ করে লিলি ফুল গোলাপ ফুল এবং ধান ক্ষেতের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ।

Posted using SteemPro Mobile

 last year 

ফটোগ্রাফির সৌন্দর্য আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো ভাইয়া। আমিও চেষ্টা করেছি সুন্দর সব ফুল এবং অন্যান্য দৃশ্য গুলো উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন যখন আমরা ব্যস্ততায় থাকি তখন মোবাইলে আগে করা ফটোগ্রাফি গুলো বেশ কাজে দেয়। আমিও মাঝে মাঝে এই কাজটি করি ।তবে আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবথেকে বেশি অবাক লেগেছে একই গোলাপ গাছের সাদা এবং লাল গোলাপ ফুল ফোটে। এটি কখনো দেখা হয়নি। বেশ ভালো লাগলো । তবে আপু যদি কখনো একসঙ্গে সাদা এবং গোলাপ ফুল ফোটে নিশ্চয়ই ফটোগ্রাফি করে দেখাবেন ।দেখার অপেক্ষায় রইলাম।ধন্যবাদ।

 last year 

আমি যখন এই গোলাপ গাছ কিনেছিলাম তখন সাদা গোলাপ এবং লাল গোলাপের দুটো গাছ একসাথে লাগানো ছিল। আর একসাথেই আমি আবার বড় টবে লাগিয়েছিলাম। যখন ফুল হয় তখন দেখতে অনেক ভালো লাগে। তবে বর্তমানে রোদ একটু কম পাচ্ছে। তাই তো ফুল খুবই কম দেখা যাচ্ছে। যদি কখনো একসাথে সাদা গোলাপ এবং লাল গোলাপ ফুল ফুটতে দেখি তাহলে অবশ্যই সেই ফটোগ্রাফি শেয়ার করব।

 last year 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম আপু । আমিও আপু আপনার মত করে ছবি তুলে মোবাইলে জমিয়ে রাখি। দেখা যায় সেগুলো সময়তে বেশ কাজে লেগে যায় । আমার কাছে রেনডম ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে ধান ক্ষেতে রেইন লিলি ফুল ও গোলাপ ফুলের ছবিগুলো রেইনলিলি গুলো বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আপু এত চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমিও সুন্দর কিছু দেখলে ছবি তুলে রাখি। যাতে করে শেয়ার করতে পারি। আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ আপনি দারুণ দারুণ ফটোগ্রাফি করছেন আপু।আপনার প্রতি টা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে রেইন লিলি এবং লাল গোলাপ ফুল। বাকি সব ফটোগ্রাফিও সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। রেইন লিলি এবং লাল গোলাপ ফুল আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 last year 

বাহ !! আপু আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। ছোট্ট একটাবার মধ্যে এতগুলো রেইন লিলি ফুটে আছে দেখে সত্যি খুবই ভালো লেগেছে আপু। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সোনালী ধান ক্ষেত। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু ছোট্ট একটি টবে রেইন লিলি ফুটেছিল। আর দেখতে অনেক ভালো লাগছিল। সোনালী ধানক্ষেত আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

রেইন লিলি ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু। রেইন লিলি ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়াও আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

 last year 

আমার শেয়ার করা রেইন লিলি ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপু আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ভীষণ ভালো লেগেছে আপু আপনার প্রথম ফটোগ্রাফি গুলো। আসলেই রেইন লিলি ফুল দেখতে খুবই সুন্দর হয়। আপনার টবে ফুটা রেইন লিলি ফুল গুলো দেখতে খুবই চমৎকার হয়েছে। তাছাড়া লাল গোলাপ ফুলের ফটোগ্রাফিটা খুবই সুন্দর ছিল। অন্যান্য প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

রেইন লিলি ফুল দেখতে সত্যি অনেক সুন্দর। আর যখন অনেকগুলো ফুল একসাথে ফুটতে দেখা যায় তখন দেখতে ভালো লাগে। লাল গোলাপের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 last year 

ঠিক বলেছেন আপু যখন খুব ব্যস্ত সময় পাড় করি তখন পূর্বে করা ফটোগ্রাফিগুলো বেশ কাজে লাগে। তাইতো সেই ব্যস্ততার সময় আপনার ফোনের গ্যালারির ফটোগ্রাফিগুলো বেশ কাজে দিলো। বেশ সুন্দর হয়েছে কিন্তু ফটোগ্রাফিগুলো। আমার কাছে বেশ ভালো লেগেছে।তবে আকাশের ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে।

 last year 

সত্যিই আপু ব্যস্ততার মাঝে ফটোগ্রাফি গুলো ভীষণ কাজে লাগে। তাইতো আমি সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করে রাখি এবং পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করি।

 last year 

আপনি রেনডম ফটোগ্রাফি শেয়ার করলেন আপু।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার লেগেছে।ফুল সব সময়ই সুন্দর। তবে আকাশ দেখতে ভীষণ ভালো লাগে আমার।আকাশের ফটোগ্রাফি ও দারুন হয়েছে। আপনি সুন্দর বর্ননায় ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন।এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আমি চেষ্টা করেছি বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আর সেই সাথে বর্ণনা উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76354.05
ETH 3034.69
USDT 1.00
SBD 2.62