DIY - এসো নিজে করি:🎄পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি ||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ের নতুন একটি ওয়ালমেট তৈরি করে হাজির হয়েছি। আমি "পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি" করার চেষ্টা করেছি। পাথরের কারুকার্য তৈরি করতে আমার খুবই ভালো লাগে। যদিও পাথরের কারুকার্য তৈরি করতে অনেক বেশি সময় লাগে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তাই আজ আমি "পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি" নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।



🎄পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি:🎄

IMG20211017171950.jpg
Device-OPPO-A15



পাথর দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্য তৈরি করতে আমার বেশ ভালো লাগে। আমি আমার অবসর সময় নতুন কিছু তৈরি করতে খুব আনন্দ পাই। আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। নতুন কিছু কাজের মধ্যেই আমি খুঁজে পাই অনেক বেশি আনন্দ। আজ আমি পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি করার চেষ্টা করেছি। আশা করি "পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি" ওয়ালমেটটি আপনাদের ভালো লাগবে।



🎄এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:🎄

১. সাদা কাগজ।
২. পেন্সিল
৩. ছোট ছোট পাথরের টুকরো
৪. আঠা

IMG20211017160957.jpg
Device-OPPO-A15



🎄"পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি" ধাপসমূহ:🎄



🎄ধাপ-১🎄

IMG20211017161215.jpg
Device-OPPO-A15
IMG20211017161232.jpg
Device-OPPO-A15



প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি।এরপর সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে গাছের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি।



🎄ধাপ-২🎄

IMG20211017161402.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার অঙ্কিত গাছের আরো কিছু ডালপালা অঙ্কন করেছি।



🎄ধাপ-৩🎄

IMG20211017161523.jpg
Device-OPPO-A15



আমার অঙ্কিত গাছের ডালে দোলনা অঙ্কনের জন্য হালকা ভাবে সম্পূর্ণ অংশ অঙ্কন করে নিয়েছি।



🎄ধাপ-৪🎄

IMG20211017161652.jpg
Device-OPPO-A15
IMG20211017161814.jpg
Device-OPPO-A15



সম্পূর্ণ অংশ পেন্সিল দ্বারা অঙ্কন করা হয়ে গেলে এবার আমি ছোট ছোট পাথরের টুকরোগুলো প্রস্তুত করে নিয়েছি। এবার আমি আঠার সাহায্যে ছোট ছোট পাথরের টুকরো গুলো গাছের বিভিন্ন অংশ লাগিয়েছি।



🎄ধাপ-৫🎄

IMG20211017162159.jpg
Device-OPPO-A15
IMG20211017162448.jpg
Device-OPPO-A15



আমি খুব সাবধানতার সাথে আরো কিছু অংশে ছোট ছোট পাথরের টুকরো গুলো আঠার সাহায্যে লাগিয়েছি।



🎄ধাপ-৬🎄

IMG20211017162740.jpg
Device-OPPO-A15
IMG20211017163046.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে গাছের ডালগুলোতে পাথর বসানোর চেষ্টা করেছি।



🎄ধাপ-৭🎄

IMG20211017163508.jpg
Device-OPPO-A15
IMG20211017164612.jpg
Device-OPPO-A15



এভাবে আমি অন্যান্য অংশে খুব ভালোভাবে পাথর বসিয়েছি। সম্পূর্ণ অংশে পাথর বসানো হয়ে গেলে গাছের ডালগুলো দেখতে অনেক সুন্দর লেগেছে।



🎄ধাপ-৮🎄

IMG20211017164748.jpg
Device-OPPO-A15
IMG20211017165028.jpg
Device-OPPO-A15



গাছের ডালগুলো ভালোভাবে তৈরি হয়ে গেলে এবার আমি গাছের ডালে লাগানো দোলনার রশি পাথর দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। আমি খুব সাবধানতার সাথে দোলনার সম্পূর্ণ অংশ তৈরি করার চেষ্টা করেছি।



🎄ধাপ-৯🎄

IMG20211017165939.jpg
Device-OPPO-A15



এভাবে আমি দোলনার সম্পূর্ণ অংশ তৈরি করেছি। সম্পূর্ণ অংশে পাথর বসানোর ফলে দেখতে অনেক সুন্দর হয়েছে।



🎄ধাপ-১০🎄

IMG20211017170129.jpg
Device-OPPO-A15
IMG20211017170448.jpg
Device-OPPO-A15



এবার আমি দোলনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দোলনার উপর বসা দুটি মানুষ তৈরি করার চেষ্টা করেছি। আমি এখানে দুটি মানুষ তৈরি করার জন্য পাথরের ব্যবহার করেছি।



🎄শেষ ধাপ🎄

IMG20211017171110.jpg
Device-OPPO-A15



পাথর দিয়ে গাছের ডাল ও মানুষ তৈরি হয়ে গেলে এবার আমি গাছের গোড়ার অংশে পাথর বসানোর কাজ করেছি। আমি খুব সাবধানতার সাথে গোড়ার অংশে ছোট ছোট পাথরের টুকরো আঠার সাহায্যে বসিয়ে দিয়েছি। এভাবেই আমি "পাথর দিয়ে গাছ ও দোলনা" তৈরির কাজ শেষ করেছি।



🎄উপস্থাপনা:🎄

IMG20211017172003.jpg
Device-OPPO-A15
IMG20211017172720.jpg
Device-OPPO-A15



"পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি" ওয়ালমেটটি দেখতে অসাধারণ হয়েছে। আমি অনেক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে সক্ষম হয়েছি।এই ওয়ালমেটটি তৈরি করতে আমার অনেকটা সময় ব্যয় হয়েছে। তবে যখন এই ওয়ালমেটটি তৈরি হয়ে গেছে ও দেখতে অনেক সুন্দর হয়েছে তখন আমার পরিশ্রম সার্থক হয়েছে। আপনারা চাইলে আমার পদ্ধতিগুলো অবলম্বন করে এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে পারেন।



❣️ধন্যবাদ সকলকে❣️

Sort:  
 3 years ago 

বাহ! পাথর দিয়ে কি সুন্দর ওয়ালমেট বানিয়েছেন অসাধারণ হয়েছে আপু। তবে বাচ্চাদের দোলনা আরেকটু নিচে নামালে ভালো হতো দেখতে আরো সুন্দর লাগতো। আপনি বলেন বাচ্চারা কি এত উপরে উঠে দোলনায় চড়তে পারবে। হাহাহাহা....

 3 years ago 

আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পাথর দিয়ে গাছে দোলনা অসাধারণ হয়েছে। খুব ভালো লাগছে আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু❤️❤️

 3 years ago 

আপনার পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি" ওয়ালমেটটি দেখতে অসাধারণ হয়েছে।আসলে চেষ্টায় সফলতা। সেই চেষ্টা আপনার মধ্যে বিদ্যমান।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

পাথর দিয়ে গাছ ও দোলনা তৈরি করেছেন দারুন হয়েছে একদম ইউনিক একটা পোস্ট করেছেন আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

প্রথমেই ধন্যবাদ দিতে চায় এমন সুন্দর ক্রিয়েটিভ একটি পোস্ট করার জন্য।পাথর দিয়ে গাছ এবং দোলনা তৈরির কাজটি চমৎকার হয়েছে।আর আমার সবথেকে ভালো লাগছে পাথর দিয়ে কাপল দিয়ে কাজটি।ছোট এবং বড় পাথর দিয়ে করার ফলে ছেলে এবং মেয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার কাজটি অন্যান্য দিনের তুলনায় সবং অন্যান্য পোস্টের তুলনায় অনেক বেশি ইউনিক ছিলো।আমার কাছে আপনার পাথর দিয়ে গাছে দোলনা বানানোটি অনেক ভালো লেগেছে।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

বাহ আপু নতুন একটা ইউনিক আর্টিকেল দেখলাম। সত্যি অনেক ভালো লাগলো।এর আগে কখনো দেখেনি এরকম নতুন কিছু। আপনার প্রতিভা দেখে মুগ্ধ হলাম। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

খুবই চমৎকার হয়েছে আপনার তৈরি করা পাথর দিয়ে গাছ ও দোলনার ছবিটি । তবে আমার মতে আপনি যদি আরো ছোট পাথর ব্যবহার করতেন তাহলে এটি আরও বেশি ফুটে উঠত। তারপরও এটি দেখতে বেশ সুন্দর লাগছে।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ। তবে ছোট পাথর ও আঠা দিয়ে কাজ করা খুবই কষ্টকর।

 3 years ago 

কাগজের উপর পাথর এবং আঠা লাগিয়ে সুন্দর একটি গাছের দৃশ্য তুলে ধরেছেন যা আমার কাছে অসাধারণ লেগেছে। গঠন মূলক পোষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

শুভ কামনা 💚

 3 years ago 

সত্যি খুব অসাধারণ, উপভোগ করার মতন গাছে দোলনা তৈরি। আপনি অনেক সুন্দর করে কাজটি অঙ্কন করেছেন। এরপর পাথর গুলো খুব সুন্দর করে বসিয়েছেন গাছটি ন্যাচারাল মনে হচ্ছে। অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছিলাম আমাদের সাথে এত সুন্দর একটা অংকণ এটাকে হাতের কারুকাজ ও বলা যেতে পারে। শুভকামনা রইল আপু

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70910.93
ETH 3657.39
USDT 1.00
SBD 3.76