জেনারেল রাইটিং- কথার আঘাত ছুরির চেয়েও ধারালো||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লিখতে ভালো লাগে। তবে কিছু কিছু সময় লিখতে গিয়েও মনের অজান্তে অনেক কথাই বলতে ইচ্ছে করে। তখন মনের যত কষ্টগুলো এসে উঁকি দেয়। আসলে আমাদের এই ক্ষুদ্র জীবন যেন কষ্টের পাহাড়। কেউ হয়তো সেই কষ্টের ভাগীদার হয় না। হয়তো কেউ খবরও রাখে না। যাইহোক নিজের অনুভূতি থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


কথার আঘাত ছুরির চেয়েও ধারালো:

woman-6888024_1280.jpg

Source


মাঝে মাঝে মনে হয় এই ক্ষুদ্র জীবনটা বোধয় অপূর্ণই থেকে গেল। হয়তো অনেক স্বপ্ন আশা নিয়ে আমরা বাঁচি। কিন্তু স্বপ্নগুলো যখন ধোঁয়াশায় মিলিয়ে যায় তখন বেঁচে থাকার ইচ্ছে গুলো বিলীন হয়ে যায়। তখন হয়তো নতুন স্বপ্ন দেখতেও আমরা ভুলে যাই। যদি কেউ শরীরে আঘাত পায় সেই আঘাত হয়তো ধীরে ধীরে শুকিয়ে যায়। হয়তো শরীরের ক্ষত ধীরে ধীরে ভালো হয়ে যায়। কিন্তু মনের আঘাত কখনোই ভালো হয় না। আর কথার আঘাত ছুরির চেয়েও ধারালো। সেই আঘাতে হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়। হয়তো সেই ছিন্ন হৃদয়ের রক্তক্ষরণ কেউ দেখেনা। কিংবা অনুভব করে না। তবুও হৃদয় নিরালায় নির্জনে কেঁদে যায়।


মাঝে মাঝে অভিমান করতে বড় ইচ্ছে করে। কিন্তু অভিমান করার ভাষা খুঁজে পাই না। হয়তো অভিমানের অর্থ বোঝার ক্ষমতা কারো নেই। হয়তো অভিমান ভাঙ্গানোর মত কেউ নেই। হৃদয়ের ক্ষতগুলো যখন জ্বলতে জ্বলতে হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দেয় তখন বারবার মনে হয় জীবনটা সত্যি কষ্টের সাগর। কখনো কষ্টগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে। কখনো বা এই পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যেতে ইচ্ছে করে। যখন নিজের আপন মানুষগুলোর মুখ মনে পড়ে যায় তখন ক্ষতবিক্ষত হৃদয়ের রক্তক্ষরণের প্রবল স্রোতে কষ্টগুলোকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে।


মাঝে মাঝে মন খারাপের কারণ খুঁজে পাই না। মাঝে মাঝে মনের অস্তিত্ব খুঁজে পাই না। কষ্ট পেতে পেতে মনের শেষ সীমানায় যখন আঘাত জমা পড়ে যায় তখন জীবনটা বেরঙিন হয়ে যায়। একটা সময় হয়তো আমরা সামান্য কোন কথার আঘাত সইতে পারতাম না। কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে বড় শক্ত করে নিয়েছি। আষ্টেপৃষ্ঠে এই হৃদয়টাকে বেঁধে নিয়েছি। হয়তো হৃদয়টা আজ পাষান মরুভূমি। তাই তো হাজারো কথার আঘাতেও মরতে ইচ্ছে করে না। তবু কেন যে বেঁচে থাকি তার মানেও খুঁজে পাই না।


হয়তো কোন একদিন সব কষ্ট গুলো বিলীন হয়ে যাবে। হয়তো সেদিন নিজের অস্তিত্ব আর খুঁজে পাবো না। হয়তো সেদিন কষ্ট দেওয়ার কেউ থাকবে না। হয়তো সেদিন কারো কথার আঘাতে হৃদয়টা বারবার ক্ষতবিক্ষত হবে না। হয়তো সেদিন মনের কষ্টগুলো নীরবে নিভে যাবে। আর হৃদয়ের কোণে জামা অনুভূতিগুলো মুক্তি পাবে। সেই মুক্তির আনন্দ সত্যি অনেক বেশি। হয়তো হাজারও সুখের চেয়েও বেশি। জীবন প্রদীপের আলোটা যখন নিভু নিভু করে তখন মনটা আনন্দে নেচে ওঠে। বারবার মনে হয় এই বুঝি কষ্ট গুলো মুক্তি পেল। এই বুঝি নিজের অস্তিত্ব বিলীন হয়ে গেল। আর সেই সাথে বিলীন হয়ে গেল জীবনের সব দুঃখ গুলো।


জানিনা আমার লেখাগুলো পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে মাঝে মাঝে এলোমেলো কিছু চিন্তা এসে দেখলাম ভিড় করে তখন সেই চিন্তাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লাগে। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 last year 

আপু আপনার ব্লগটা পড়ে বুঝলাম মনের মধ্যে কোন আঘাত পেলেই এই ধরনের চিন্তা গুলো মনের মাঝে ঘুরপাক খায়। আর আপনার মনের এলোমেলো চিন্তা গুলো এখানে প্রকাশ করার মাধ্যমে হয়তো মনটা কিছুটা হালকা হয়েছে। ধন্যবাদ।

 last year 

মাঝে মাঝে হৃদয়ের আঘাতটা অনেক বেশি কষ্ট দেয়। তখন কথাগুলো লিখে সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। যাইহোক আমার পোষ্ট পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আপু আপনি চমৎকার একটি বিষয় নিয়ে লিখেছেন। কথার আঘাত ছুরির চেয়েও ধারালো একদমই ঠিক বলেছেন। কিছু কিছু কাছের মানুষের মুখ থেকে এমন কথা শুনলে মনে ভীষণ কষ্ট হয়। চমৎকার একটি শিক্ষা মূলক পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

 last year 

কিছু কিছু মানুষ আছে যারা কষ্ট দেওয়ার জন্যই কথা বলে। আর তাদের কথায় আমরা সত্যি অনেক বেশি কষ্ট পাই। তবে কিছুই করার নেই ভাইয়া। সবকিছুই মেনে নিতে হয়।

 last year 

আসলে এটা কিন্তু একেবারে সত্য কথা কথার আঘাত ছুরির চেও ধারালো। কিছু কিছু কথা এমন যা কখনোই কারো থেকে আশা করা যায় না। আর এই কথাগুলো শুনলে নিজের কাছেই অনেক বেশি কষ্ট লাগে। অন্য কিছুর আঘাত থেকে কথার আঘাত মানুষকে অনেক কষ্ট দেয় এটা একেবারে সত্যি। আপনি অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন এই পোস্টটা লেখার জন্য যার পড়ে খুব ভালো লেগেছে।

 last year 

আপনার অনেক সময় অনেক কিছুই আশা করি না। কিন্তু সেই কথাগুলোই শুনতে হয়। আর তখন অনেক বেশি খারাপ লাগে। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 last year 

আপনার কথার সাথে কিন্তু আমি একেবারেই একমত। কিছু কিছু কথা রয়েছে যেগুলো ছুরির চেয়েও অনেক বেশি ধারালো এবং এগুলো আমাদের মনে অনেক বিশ আঘাত করে। অনেক মানুষ রয়েছে যারা আমাদেরকে অনেক কষ্ট দিয়ে কথা বলে। কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলেও তখন আমাদের এত কষ্ট হয়না যখন এরকম কথাগুলো আমরা শুনি। আপনার আজকের পোস্ট লেখার টপিক আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর করে টপিকটা তুলে ধরেছেন দেখে ভালোই লাগলো।

 last year 

আমার কথার সাথে আপনি সহমত পোষণ করছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আসলে কথার আঘাত অনেক বেশি ধারালো। আর হৃদয় ক্ষতবিক্ষত করে দেয়।

 last year 

আমাদের বর্তমান সময়টা এমনই অভিমান করার কারণ খুঁজে পাই না। কার সাথে অভিমান করবো কিংবা কার সাথে রাগ করব সেটা হচ্ছে মূল কথা। কেউ যদি সেই অভিমানের মূল্যায়ন না করে কিংবা রাগের মূল্যায়ন না করে। তাহলে অযথা অভিমান করা কিংবা রাগ করা ব্যর্থ। কিছু কিছু মানুষ আছেন তাদের কথা গুলো ছুরির আঘাতে চেয়ে অনেক বেশি। কথার মাধ্যমে মানুষ অনেক কিছু জয় করে নিতে পারে। আবার কথার মাধ্যমে অনেক বেশি আঘাত করা যায় মানুষকে। খুব সুন্দর একটি টপিক্স ছিল আপু আপনার আজকে।

 last year 

মাঝে মাঝে অভিমান করার কারণ সত্যিই খুঁজে পাওয়া যায় না। তবে মনের মাঝে কষ্টগুলো থেকেই যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু মন্তব্যের জন্য।

 last year 

অন্যের কথায় আঘাত না পেয়ে নিজেকে শক্ত করা শ্রেয়। নিজেকে ভালো রাখতে হলে অন্যের কথায় আঘাত পেয়ে থেমে থাকা ঠিক না। জীবন মানেই এগিয়ে যাওয়া। বেশ ভালো লিখেছেন আপু।

 last year 

ঠিক বলেছেন আপু অন্যের কথায় আঘাত পেয়ে নিজেকে শক্ত করে নেওয়া অনেক বেশি প্রয়োজন। তবে মাঝে মাঝে সেই আঘাতগুলো অনেক বেশি হয়ে যায়।

 last year 

আসলে মানুষ সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তাই মান অভিমান যতই হোক না কেন সেই পরিস্থিতির সাথে নিজেকে মিলিয়ে ধরাই বুদ্ধিমানের কাজ। মনে যত কষ্ট আছে সব ঝেড়ে ফেলুন দেখবেন অনেক ভালো থাকতে পারবেন। জীবনের গতিতে জীবন পার হয়ে যাবে শুধু সুসময় এর অপেক্ষা।

 last year 

সত্যি ভাইয়া সময়ের সাথে সবাই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তবুও মাঝে মাঝে সবকিছু এলোমেলো লাগে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমি অনেকবার হয়েছি। মানুষের কথা ছুরির চাইতে অনেক বেশি ধারালো আপনার এই কথায় সত্যি আমি একদম একমত আপু। আসলে জীবনে আমি অনেক মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি তাই এই কথাগুলোর গভীরতা সত্যিই আপু আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ এত সুন্দর একটি শিক্ষামূলক বিষয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি ভাইয়া। তবে আমার কাছে মনে হয় এই অভিজ্ঞতাগুলো আমাদের মনে সত্যি অনেক আঘাত দেয়। ধন্যবাদ ভাইয়া।

 last year 

কথার আঘাত অবশ্যই ছুরির চেয়ে ধারালো। কারণ ছুরির আঘাত কয়েকদিনের মধ্যেই ভালো করা যায়, কিন্তু কথার আঘাত মনটাকে ভেঙে চুরে একেবারে তছনছ করে দেয়। যেটা ঠিক হতে অনেক সময় লাগে, আবার অনেক সময় ঠিকও হয় না। বর্তমান যুগে মনের মতো আপন মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। যার সাথে অভিমান করা যাবে এবং মিষ্টি কথা বলে অভিমান ভাঙাবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া কথার আঘাত মন ভেঙে তছনছ করে দেয়। আর সেটা কখনোই ঠিক হয় না। মনের মত আপন মানুষ পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44